Thursday, December 12, 2024
Homeটেক নিউজডিসেম্বর মাসে বস্তা ভর্তি রেশন, কোন কার্ডে কত রেশন দেখুন

ডিসেম্বর মাসে বস্তা ভর্তি রেশন, কোন কার্ডে কত রেশন দেখুন

West Bengal Ration List: পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য এক বিশেষ ধরনের সুখবর সামনে এসেছে।

প্রতি মাসের ন্যায় ডিসেম্বর মাসেও রাজ্য সরকার বিভিন্ন রেশন কার্ডের অধিকারীদের পরিবারকে রেশন দিয়ে সাহায্য করার উদ্যোগ নিয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি কোন রেশন কার্ডের অধিকারী তার ওপর নির্ভর করছে আপনি কেমন পরিমাণে রেশন সামগ্রী পাবেন।

এবার কোন কোন রেশন কার্ডের মাধ্যমে কি কি সামগ্রী দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই আর্টিকেলের মাধ্যমে।

West Bengal Ration List December Month

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড

অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষরা হলেন অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ডের উপভোক্তা।

এই কার্ডের অধিকারী ব্যক্তিরা ডিসেম্বর মাসে রেশন সামগ্রী হিসেবে ২১ কেজি চাল, ১৩.৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম (গম এখন দেই না), ১ কেজি চিনি পাবেন।

আরও পড়ুন:- ২০২৮ সাল পর্যন্ত ফ্রি রেশন, বিশেষ চাল দিবে। Free Ration New Update

বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এবং অগ্রাধিকার পরিবার (PHH) রেশন কার্ড

এই রেশন কার্ডের অধিকারী ব্যক্তিরা ডিসেম্বর মাসে রেশন পাবেন জনপ্রতি ৩ কেজি করে চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা।

RKSY-1 এবং RKSY-2 রেশন কার্ড

RKSY-1 কার্ডধারীদের জন্য সরকার একটি পরিবারের জনপ্রতি ৫ কেজি চাল এবং RKSY-2 কার্ডধারীদের জন্য জনপ্রতি ২ কেজি চাল বরাদ্দ করেছে।

জঙ্গলমহল (বনাঞ্চল) এবং পার্বত্য অঞ্চলের মানুষেরা প্রায়ই অর্থনৈতিক কষ্টের সম্মুখীন হন। তাই সরকার তাদের জন্য এই অতিরিক্ত রেশনের ব্যবস্থা করেছে। এর পাশাপাশি চা বাগানের শ্রমিকদের জন্য একই রকম ব্যবস্থা রাখা হয়েছে।

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্য সরকার বেশ পরিশ্রম করছে। রেশন কার্ডগুলিকে শ্রেণীবদ্ধ করে এবং সাবধানে খাদ্য বিতরণের পরিকল্পনা করে।

যাদের প্রকৃত প্রয়োজন তারা যাতে রেশন সামগ্রী পায় সেই দিকে লক্ষ্য রাখছে সরকারি আধিকারিকরা।

Ration Card Online Service :- CLICK HERE

আরও পড়ুন:- লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাবে ! নতুন নিয়ম চালু | Ration Card

আরও পড়ুন:- ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল

Most Popular