Friday, March 14, 2025
Homeটেক নিউজমার্চ মাসে বস্তা ভর্তি রেশন, কোন কার্ডে কত রেশন দেখুন

মার্চ মাসে বস্তা ভর্তি রেশন, কোন কার্ডে কত রেশন দেখুন

West Bengal Ration List: রেশন কার্ডে (Ration card)র মাধ্যমে এই রাজ্যের নিম্নবিত্ত থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করে থাকেন সরকার।

পশ্চিমবঙ্গে যাদের কাছে রেশন কার্ড আছে, তাদের জন্য মার্চ মাসে নতুন একটি রেশন বিতরণ কর্মসূচি শুরু করে দিয়েছে রাজ্য সরকার।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিয়ে থাকে, যাতে তাদের জীবনযাত্রার মান ঠিকঠাক থাকে।

মার্চ মাসেও রেশন কার্ডের মাধ্যমে কিছু সুবিধা ও খাদ্য সামগ্রি প্রদান করা হবে তবে কোন কার্ডে কতটা রেশন দেওয়া হবে তা নির্ভর করবে কার্ডের ক্যাটাগরির ওপর।

রাজ্য সরকারের পক্ষ থেকে চার ধরনের রেশন কার্ড (Ration card) প্রবর্তন করা হয়ে‌‌ছে‌। এর মধ্যে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH), অগ্রাধিকার পরিবার (PHH) এবং RKSY-1 ও RKSY-2 রয়েছে।

West Bengal Ration List

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-

এই রেশন কার্ড (Ration card) যাদের থাকে তারা সাধারণত খুব গরীব হন এবং সেই কারণে রাজ্য সরকার তাদের ২১ কেজি চাল , ১৩.৩০০ গ্রাম বা ১৪ কেজি গম ও ১ কেজি চিনি দিয়ে থাকেন। সম্প্রতি গম দেওয়া বন্ধ করা হলেও আটা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:- ব্যাংকের নতুন নিয়ম চালু, সবাই পাবে ১০০০০ টাকা!

বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) ও অগ্রাধিকার পরিবার (PHH)-

এই রেশন কার্ডধারীরা (Ration card) মধ্যবিত্ত পরিবার হলেও কম আয়ের কারণে তাদের সাহায্য প্রয়োজন। এরাও প্রতিমাসে পরিবারের সদস্য পিছু ৩ কেজি চাল ও ১ কেজি ৯০০ গ্রাম আটা পান।

RKSY-1 ও RKSY-2 –

এই দুই রেশন কার্ডের (Ration card) ক্ষেত্রে যে সকল সদস্যদের ‌RKSY-1 ‌ রেশন কার্ড রয়েছে তারা প্রতি সদস্য কিছু ৫ কেজি করে চাল পান।

RKSY-2‌‌ রেশন কার্ড যাদের আছে তারা ২ কেজি করে চাল পাবেন। নিম্ন আয়ের পরিবারগুলি যাতে বিশেষভাবে সুযোগ-সুবিধা পায় তাই এটি করা।

জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য রেশন কার্ড-

এই রেশন কার্ডে (Ration card) বিশেষ একটি ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে পার্বত্য ও জঙ্গলমহল অঞ্চলের মানুষদের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হয় কারণ এখানে যারা থাকেন, তারা বেশিরভাগ মানুষ‌ই আর্থিকভাবে পিছিয়ে পড়া ও তারা চা বাগানের শ্রমিক তাই তারা বিশেষ সুবিধা পান।

সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য –

রাজ্য সরকার খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই কারণে এবং প্রত্যেকটি পরিবারের কাছে যাতে খাদ্য সামগ্রী সঠিকভাবে পৌঁছে দেওয়া হয় সেই কারণে রেশন কার্ডগুলিকে (Ration card) শ্রেণীবদ্ধ করছেন এবং সমস্ত প্রক্রিয়া অত্যন্ত সাবধানতার সাথে পালন করছেন।

এ ক্ষেত্রে সরকারের মূল উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাভোগীদের জন্য রেশন সঠিকভাবে পৌঁছানো এবং যাতে রেশনে কোন‌ওরকম প্রতারণা না হয়, সেটা দেখা।

একই সঙ্গে রাজ্য সরকার চেষ্টা করছেন রেশন (Ration card) যাতে আর‌ও কার্যকরী হয় এবং সাধারণ মানুষের কাছে যাতে সুবিধা সহজে পৌঁছে যায় সেই দিকে বেশি করে নজর রাখতে।

Ration Card Online Service :- CLICK HERE

আরও পড়ুন:- ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু। Sim Card Rules India

আরও পড়ুন:- সব কৃষকরা ৬০০০ টাকা পাবে, কৃষকদের নতুন কার্ড চালু

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular