Sunday, October 6, 2024
Homeট্রেন্ডিংKrishak Bandhu Taka Kobe Debe :কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে...

Krishak Bandhu Taka Kobe Debe :কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে |কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবো

রাজ্য এবং কেন্দ্র সরকার কৃষকদের জন্য সবসময় জনমুখী প্রকল্প পরিচালনা করে থাকে, সেই রকমই পশ্চিমবঙ্গ সরকাররের কৃষকদের জন্য চালু করা একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Prakalpa)। এই প্রকল্পে কৃষকদেরকে বছরে দুইবার টাকা দেওয়া হয়ে থাকে, প্রথম কিস্তির টাকা দেওয়া হয় খারিফ সিজনে ,দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় রবি সিজনে । ২০২২ সালে কৃষকেরা ইতিমধ্যেই খারিফ সিজনের টাকা জুন মাসে পেয়ে গিয়েছে এবার কৃষকরা অপেক্ষা করছে রবি সিজনে টাকার জন্য । কৃষকেরা রবি সিজিনের টাকা কবে পাবেন সেই বিষয়েই আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।

কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পান রাজ্যের মালিকাধীন কৃষক এরই সাথে সাথে ভাগচাষী ,বর্গাদার সমস্ত শ্রেনীর কৃষকরা। যার যেরকম জমি সেই কৃষকেরা সেই রকম টাকা পান। সর্বনিম্ন একজন কৃষক ১ থেকে ৪০ ডিসমল পর্যন্ত জমি থাকলে ২০০০ টাকা এক কিস্তিতে পেয়ে যান এবং ১ একর বা তার বেশি জমি থাকলে একজন কৃষক এক কিস্তিতে সর্বোচ্চ ৫০০০ টাকা পেয়ে যান ,আবার কোনো কৃষকের ৪০ ডিসমলের বেশি বা ১ একরের কম জমি থাকলে তার জমির শতকরা অনুসারে তাকে টাকা দেওয়া হয়ে থাকে।

বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি পশ্চিমবঙ্গ কৃষি দফতর শুরু করে দিয়েছে তার প্রতিফলন দেখা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিসারি স্ট্যাটাসে, যদি আপনারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিসারি স্ট্যাটাস চেক করেন Krishakbandhu.net ওয়েবসাইটে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য এ ক্লিক করে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে দেখতে পাবেন ট্রানজেকশন স্ট্যাটাসে Account Valid লেখাটি চলে এসেছে।

Krishak Bandhu Transaction Status

কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে সর্বশেষ ধাপ আছে Account Valid এই স্ট্যাটাসটি আসার পরেই কৃষি দপ্তরের তরফ থেকে টাকা দেওয়ার একটি তারিখ ফাইনাল করা হয় সেই তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কোন একটি প্রশাসনিক সভা থেকে টাকা দেবার শুভ সূচনা করেন। 

Krishak Bandhu Transaction Status

প্রসঙ্গত বলে রাখি গত বছর অর্থাৎ ২০২১ সালে রবি সিজনের টাকা দেওয়া শুরু হয়েছিল ৮ ই ডিসেম্বর থেকে । ২০২২ সালে রবি সিজনের টাকাটি ৯১ লক্ষের বেশি কৃষককে ২৫৫৫ কোটি টাকা দেওয়া হবে। এই টাকা দেবার শুভ সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ ডিসেম্বর ২০২২ তারিখে, দুপুর ৩ টায় নবান্ন সভাগৃহ থেকে করবেন | ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে কৃষকদের একাউন্টে টাকা পৌঁছাতে শুরু করবে

আরো নিত্যনতুন আপডেট ও খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন নিচের দেওয়া লিংকে ক্লিক করে (এখানে হাত দিন)

Most Popular