জনসংযোগ কর্মসূচি ক্যাম্পে কি প্রকল্পের সুবিধা পাবেন লিস্ট দেখুন :-
1) লক্ষীর ভান্ডার
2) ভবিষ্যৎ ক্রেডিট কার্ড
3) খাদ্য সাথী
4) স্বাস্থ্য সাথী
5) প্রতিবন্ধকতার শংসাপত্র
6) কাস্ট সার্টিফিকেট
7) মেধাশ্রী
8) শিক্ষাশ্রী
9) কন্যাশ্রী
10) রূপশ্রী
11) মানবিক
12) বিধবা ভাতা
13) কৃষক বন্ধু
14) ঐক্যশ্রী
15) স্টুডেন্ট ক্রেডিট কার্ড
16) মৎস্যজীবী নিবন্ধীকরণ
17) বার্ধক্য ভাতা
18) পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের আবেদন
19) হস্তশিল্প, তাঁতশিল্পীর অনলাইন আবেদন
20) পাট্টার জন্য আবেদন
☑️ জনসংযোগ কর্মসূচি আপনার এলাকায় কবে হবে লিস্ট দেখুন –
1) গুগলে গিয়ে সার্চ করুন ds.wb.gov.in
2) তারপর Find Your Camp এ ক্লিক করুন
3) জেলার নাম, ব্লক/ পৌরসভা নাম, পঞ্চায়েত/ ওয়ার্ড নং সিলেক্ট করুন
তাহলের আপনার এলাকায় কবে ক্যাম্প হবে লিস্ট দেখতে পেয়ে যাবেন।
☑️ লিস্ট চেক করার লিংক – Click Here
☑️ অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
জনসংযোগ কর্মসূচি