Thursday, November 21, 2024
Homeট্রেন্ডিংঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন,কি কি ডকুমেন্টস লাগবে,নিয়ম কি দেখুন

ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন,কি কি ডকুমেন্টস লাগবে,নিয়ম কি দেখুন

রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের জন্য চালু রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রী অর্থাৎ বৌদ্ধ,খ্রিষ্টান ,জৈন ,মুসলিম ,পার্সি ও শিখ সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কলারশিপ রয়েছে যার নাম ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)। এই স্কলারশিপে অনলাইন আবেদন ছাত্র-ছাত্রীদের করতে হয় । এই স্কলারশিপ এর মোট চারটি বিভাগ রয়েছে ক্লাস ওয়ান থেকে শুরু করে পিএইচডি কোর্স থেকে পেশাদারী ,কারিগরি কোর্স পর্যন্ত সমস্ত ধরনের ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়ে থাকেন ।


এই স্কলারশিপের যে ভাগ গুলি রয়েছে সেগুলি হলো:-

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now


১) প্রি-ম্যাট্রিক স্কলারশিপ (Pre Matric Scholarship):- প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র ও ছাত্রীদের জন্য
২) পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (Post Matric Scholarship) :- একাদশ থেকে পিএইচডি কোর্সের ছাত্র-ছাত্রীদের জন্য

৩) মেরিটকাম মিনস স্কলারশিপ (Marit Cum Means Scholarship):- পেশাদারি এবং কারিগরি কোর্সের ছাত্র-ছাত্রীদের জন্য

৪) অন্যান্য স্কলারশিপ:- ( SVMCM Scholarship & TSP Scholarship)

আরও পড়ুনঃ- বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩ । Bangla Sahayata Kendra Recruitment 2023

ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদনের যোগ্যতা:-


১) শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
২) শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে
৩) শেষ পরীক্ষায় ছাত্র বা ছাত্রী টিকে ৫০% নাম্বার পেয়ে পাস করতে হবে। তবে প্রথম শ্রেণি বাদে
৪) প্রি এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ এর ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। আর মেরিটকাম মিন্স স্কলারশিপ এর জন্য ২.৫ লক্ষ টাকার মধ্যে বার্ষিক আয় থাকতে হবে
৫) ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক একাউন্ট নাম্বার থাকতে হবে। তবে প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না থাকলেও অভিভাবকদের ব্যাংক একাউন্ট নাম্বার দিলেও চলবে।
৬) যেকোনো একটি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে
৭) একটি মোবাইল নাম্বার থাকতে হবে।
৮) বাংলা শিক্ষা পোর্টাল থেকে ছাত্র-ছাত্রীদের আইডি নাম্বার থাকতে হবে।

আবেদনের পদ্ধতি :-

১) এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে

২)স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করতে হবে
৩) Fresh Registration এ ক্লিক করুন
৪) তারপর নাম, ঠিকানা ,জন্মতারিখ, মোবাইল নাম্বার ,প্রাপ্ত পরীক্ষার নাম্বার ইত্যাদি তথ্য গুলি বসিয়ে সাবমিট করতে হবে
৫) আবেদনের শেষে যে প্রিন্ট কপিটি দেবে সেটি ডাউনলোড করে, ডকুমেন্ট সহকারে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে

আরও পড়ুনঃ- Awas Plus List West Bengal 2023|ঘরের লিস্ট কিভাবে দেখব |প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখব

ঐক্যশ্রী স্কলারশিপ আবেদনের ডকুমেন্ট:-


১)আবেদনের কপি প্রিন্ট আউট
২) আধার কার্ডের জেরক্স
৩) ব্যাংক একাউন্টের এর জেরক্স
৪) শেষ পরীক্ষার মার্কশিট এর জেরক্স
৫) ইনকাম সার্টিফিকেট
৬) কাস্ট সার্টিফিকেট যদি থাকে
৭) মাধ্যমিকের এডমিট কার্ড যদি থাকে

এই স্কলারশিপে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে তার লিস্ট নিম্নে দেওয়া হলো:-

অনলাইন আবেদন ওয়েবসাইট:- Click Here

সিরিয়াল নাম্বারলিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইটএখানে হাত দিন
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যানএখানে হাত দিন
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনএখানে হাত দিন

Most Popular