Sunday, December 15, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পAwas Plus List West Bengal 2023|ঘরের লিস্ট কিভাবে দেখব |প্রধানমন্ত্রী আবাস যোজনা...

Awas Plus List West Bengal 2023|ঘরের লিস্ট কিভাবে দেখব |প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখব

দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে প্রকাশিত হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (Pradanmantri Awas Yojana Gramin) এবং আবাস প্লাস (Awas Plus) প্রকল্পের ফাইনাল লিস্ট । এই লিস্টে যদি আপনার নাম থাকে আপনি সমতলে বাড়ি তৈরি করার জন্য ১২০০০০ টাকা এবং পার্বত্য অঞ্চলে এবং জঙ্গলমহল বা মাওবাদী অধ্যুষিত এলাকায় বাড়ি তৈরি করার জন্য ১৩০০০০ টাকা পেয়ে যাবেন । সাথে আপনার যদি টয়লেট না থাকে টয়লেট বানানোর জন্য ১২০০০ এবং জব কার্ডের ৯০ বা ৯৫ দিনের টাকা আপনি ব্যাংক একাউন্টে পেয়ে যেতে পারবেন ।

READ MORE :- Awas Yojana List 2022-23 | Awas Yojana List 2022 West Bengal |Awas Yojana List

কেন্দ্র এবং রাজ্য সরকারের দীর্ঘ টানা পড়ানের পর পশ্চিমবঙ্গ আবাস যোজনার বরাদ্দ পেয়েছে, কেন্দ্র সরকার বরাদ্দের টাকা দেওয়ার সাথে সাথে দিয়েছিল একগুচ্ছ নির্দেশিকা, সেই নির্দেশিকা মেনে বাড়িতে বাড়িতে আশা কর্মী এবং ভিলেজ পুলিশ বা সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করতে গিয়েছিল সরজমিনে, আবাস যোজনা প্রকল্পের প্রকৃত উপভোক্তা বাছাই করার জন্য সেই যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে এবার কেন্দ্রের ওয়েবসাইটে তাদের নাম যুক্ত করার পালা,

অবশেষে সেই প্রক্রিয়াটিও শেষ হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে ধীরে ধীরে প্রতিটি পঞ্চায়েত তাদের এলাকায় যাদের নামে ঘর হয়েছে তাদের লিস্ট অনলাইনে প্রকাশ করছে। আমরা আজকের এই প্রতিবেদনে কিভাবে আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে আপনার গ্রামে কাদের নামে বাড়ি এসেছে, আপনার নাম লিস্টে রয়েছে কিনা কিভাবে চেক করবেন সেটি দেখিয়ে দেবো

READ MORE :- PMAYG LIST 2023: প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট ২০২৩| কারা বাড়ি পাবে, কারা পাবেনা দেখুন

আবাস যোজনা লিস্ট কিভাবে দেখবেন:-

১) সবার প্রথমে আপনার ফোনের যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং google এ যান গুগলে গিয়ে সার্চ করুন Pmayg.nic.in ওয়েবসাইটটি, সার্চ করলে আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে

২) এরপরে ক্লিক করুন Awaassoft অপশনে

৩) তারপরে Report অপশনে ক্লিক করুন

৪) তারপর Social Audit Reports এর ভিতর Beneficiary Details For Verification অপশনে ক্লিক করুন

৫) পরবর্তী পেজে আপনার রাজ্যের নাম ,জেলার নাম, ব্লকের নাম, পঞ্চায়েতের নাম ,আর্থিক বছর এবং সর্বশেষ ক্যাপচা ফিলাপ করে সাবমিট করুন তাহলে আপনার পঞ্চায়েতের লিস্ট আপনি দেখতে পাবেন ।

STEP 2
Awas Plus List Download

লিস্টে অসংখ্য নাম থাকতে পারে আপনারা চাইলে ডাউনলোড পিডিএফ (Download Pdf) অপশনে ক্লিক করে লিস্ট টিকে আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন

তবে আপনারা লিস্ট চেক করার সময় যদি নো ডাটা ফাউন্ড (No Data Found) দেখতে পান তাহলে বুঝবেন আপনার পঞ্চায়েতে এখনো লিস্ট অনলাইনে সর্বসমক্ষে পাবলিশ হয়নি, আপনারা চিন্তা করবেন না কিছু সময়ের মধ্যেই যে সকল পঞ্চায়েতে লিস্ট পাবলিশ হয়নি সেগুলিও পাবলিশ হয়ে যাবে এবং যখন পাবলিশ হয়ে যাবে উপরের পদ্ধতি অবলম্বন করে আপনারা সেই লিস্ট দেখতে পাবেন।

যে সকল উপভোক্তার নাম লিস্টে রয়েছে তাদেরকে ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথম ইনস্টলমেন্টের ৬০ হাজার টাকা ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং নবান্ন সূত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকের বাড়ি মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে

সিরিয়াল নাম্বারলিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইটএখানে হাত দিন
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যানএখানে হাত দিন
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনএখানে হাত দিন

Most Popular