Aadhaar Card Update Deadline: আধার কার্ড হল ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।
প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কাজকর্ম, এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড থাকা অত্যন্ত প্রয়োজন।
শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সবার জন্যই আধার কার্ড বাধ্যতামূলক।
তবে আধার কার্ডধারীদের একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। প্রত্যেক দশ বছর অন্তর, আধার কার্ডধারীকে সেন্ট্রাল আইডেন্টিটিস ডেটা রিপোজিটরি (CIDR)-তে তাদের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র জমা দিয়ে তথ্য আপডেট করতে হয়।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এই তথ্য আপডেটের সুযোগ বিনামূল্যে দিচ্ছে।
Aadhaar Card Update Deadline
বিনামূল্যে আধার আপডেটের সুযোগ
ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় UIDAI নাগরিকদের আধার আপডেট করার এই সুযোগ প্রদান করেছে।
অনলাইনে myAadhaar পোর্টালের মাধ্যমে এই আপডেট করা যাবে।
UIDAI এর আগের ঘোষণায় বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ ছিল ১৪ জুন ২০২৪। তবে, সময়সীমা বাড়িয়ে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে।
এখন নাগরিকরা ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন। আজকে পুনরায় আবার ডেট বাড়িয়ে দিল । নতুন লাস্ট ডেট আধার আপডেটের হয়েছে ১৪ জুন ২০২৫ তারিখ
আরও পড়ুন:- লক্ষীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে! মাসে ৩০০০ টাকা দিবে
শেষ সময়সীমার কথা মাথায় রাখুন
১৪ জুন ২০২৫ এর পর থেকে বিনামূল্যে এই পরিষেবা আর উপলব্ধ থাকবে না। এর পরে আধার আপডেট করতে হলে নির্ধারিত ফি দিতে হবে।
অর্থাৎ, যারা এখনো আধার আপডেট করেননি, তাদের জন্য এই প্রক্রিয়া শেষ করতে ওই নির্দিষ্ট সময় থেকে।

আধার কার্ড আপডেটের পদ্ধতি
অনলাইনে আধার আপডেট করার প্রক্রিয়া অত্যন্ত সহজ। নিচে ধাপে ধাপে সেই পদ্ধতিটি উল্লেখ করা হলো:
1. myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটটি ভিজিট করুন।
2. আপনার আধার নম্বর দিয়ে লগইন করুন।
3. Online Update Services অপশনে ক্লিক করুন।
4. এরপর Update Aadhaar Online অপশন সিলেক্ট করে Proceed to Update Aadhaar-এ ক্লিক করুন।
5. আপডেট করতে চান এমন তথ্য, যেমন নাম, লিঙ্গ, জন্মতারিখ বা ঠিকানা নির্বাচন করুন।
6. প্রয়োজনীয় তথ্য আপডেট করে প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করুন।
7. কোনো পেমেন্ট ছাড়াই প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
আপনার মোবাইল নম্বরে একটি Update Request Number (URN) এসএমএস-এর মাধ্যমে পাঠানো হবে। এই URN নম্বরটি ব্যবহার করে আপনি আপনার আধার আপডেটের স্থিতি অনলাইনে চেক করতে পারবেন।
আধার আপডেটের গুরুত্ব
প্রতি দশ বছরে আধার তথ্য আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার পরিচয় এবং ঠিকানার বৈধতাকে আরও নিশ্চিত করে। পাশাপাশি, সরকারি প্রকল্প ও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না।
তাই, যদি এখনো আধার আপডেট না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি করে ফেলুন। বিনামূল্যে এই পরিষেবা গ্রহণের সময়সীমা শেষ হতে আর খুব বেশি সময় নেই।
আরও পড়ুন:- কৃষকদের জন্য ১১৩ কোটি টাকার ঋণ মঞ্জুর সরকারের | Best Agriculture Loan Bank
আরও পড়ুন:- বাংলা আবাস যোজনা বাড়ির নতুন আবেদন, Bangla Awas Yojana Online Apply
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |