বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় আকাশে এক বিরল এবং অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলো রাজ্যবাসী | রাজ্যের বিভিন্ন জেলা থেকে সন্ধ্যা ৬:১০ মিনিট নাগাদ আচমকায় আকাশে দেখা যায় একটি বিরল আলো অনেকটা টর্চলাইট বা সার্চলাইট এর মত |
উত্তর থেকে দ্রুত গতিতে দক্ষিণের দিকে যাচ্ছিল , প্রায় দেড় থেকে দু মিনিট ধরে এই আলো দেখতে পাওয়া যায় আকাশে , ক্রমশ এটি বিলীন হয়ে যেতে থাকে । দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, বাঁকুড়া, হুগলী সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই আলোটিকে দেখা গেছে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আলোটির উজ্জ্বলতা খুব বেশি না হলেও খালি চোখে স্পষ্ট আলোর তীব্রতা লক্ষ্য করা গেছে ।
সাধারণ মানুষের মধ্যে কৌতুহল কাজ করছে কিসের আলো ? বাড়ছে রহস্য । বিভিন্ন জায়গা থেকে আবার গুজব রটিয়ে গেছে কেউ কেউ বলছে আকাশে ড্রোন উড়ানো হচ্ছে বিশেষ কাজের জন্য, কেউ কেউ আবার ধুমকেতু ভেবেছেন । এই প্রসঙ্গে জ্যোতিষবিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে উনি জানিয়েছেন এটা কোন স্যাটেলাইটের ভগ্নাংশ হতে পারে যা ১০ থেকে ১২ গ্রাম ওজনের হতে পারে অত্যন্ত দ্রুতগতিতে এটি পৃথিবীর দিকে নেমে আসছে। যত পৃথিবীর কাছে আসছে তত এর গতি বাড়তেই থাকছে এটি সবথেকে স্পষ্ট দেখা গেছে ৫:৫০ মিনিট নাগাদ ।
অবশেষে এই আলোর উৎসের কারণ জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক
বিজ্ঞানীরা অগ্নি ফাইভ মিসাইল টেস্টের প্রসঙ্গ তুলে ধরেছেন ,
প্রতিকী চিএ