Thursday, November 21, 2024
Homeকৃষক সংক্রান্তPMKISAN টাকা দেবার কাজ শুরু, Pm Kisan PFMS Status 2023

PMKISAN টাকা দেবার কাজ শুরু, Pm Kisan PFMS Status 2023

কৃষকদের জন্য রাজ্য সরকারের যেমন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে ,ঠিক সেই রকমই কেন্দ্র সরকারেরও একটি জনমুখী প্রকল্প রয়েছে যার নাম প্রধানমন্ত্রী কিষান সম্নাননিধী যোজনা (PM KISAN) | এই প্রকল্পে কৃষকদেরকে বছরে ৬০০০ টাকা দেওয়া হয়। মোট তিনবার টাকা দেওয়া হয় বছরে । প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে কৃষকরা পান ।

২০২৩ সালের শুরুতেই PM KISAN প্রকল্পের টাকা কৃষকরা ব্যাংক একাউন্টে পাবে। তারও প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । PM KISAN প্রকল্পের টাকা পেতে হলে বেশ কিছু নিয়ম কৃষকদেরকে মানতে হয় কৃষকরা কেওয়াইসি (KYC) না করলে PM KISAN টাকা পাবে না। এছাড়াও যাদের ব্যাংকে আধার DBT(Direct Benefit Transfer) লিংক নেই সেই সকল কৃষকেরাও এই প্রকল্পের টাকা পাবেন না ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২০২২ থেকেই নতুন নিয়ম চালু হয়েছে আধারের মাধ্যমে টাকা পাঠানোর । এর ফলে যে সকল কৃষকদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার DBT ছিল না তাদের টাকা অনেকেরই আটকে গিয়েছিল । তাদের ব্যাংক স্ট্যাটাসের পাশে লেখা ছিল Farmer Record Has Been Rejected By PFMS/Bank । এই ব্যাংক রিজেক্ট সমস্যাটি কৃষকদেরকে সমাধান করতে হচ্ছিল নইলে আর কোনদিনওই কৃষকরা টাকা পাবে না ।

Farmer Record Has Been Rejected By PFMS/Bank

আরো পড়ুন:- Pm Kisan Samman Nidhi: বছরে ৬০০০ টাকার বদলে ৮০০০ টাকা কৃষকরা পাবে ,দিল্লিতে আন্দোলন শুরু কৃষকদের

PM KISAN প্রকল্পে ব্যাংক রিজেক্ট সমস্যা সমাধান:-

PM KISAN প্রকল্পে ব্যাংক রিজেক্ট সমস্যা সমাধান করার একটি পদ্ধতি রয়েছে সেটি হল আপনার যেই ব্যাংকে আপনি PM KISAN টাকা নিতে চাইছেন সেই ব্যাংকে গিয়ে DBT লিংক করা। DBT লিংক অনলাইন ও অফলাইন দুটো পদ্ধতিতেই হয়। অনলাইনে যে সকল ডিজিটাল ব্যাংক রয়েছে সেই ব্যাংক গুলির DBT লিংক করা যায় । এছাড়াও যে সকল ফিজিক্যাল ব্যাংক রয়েছে ,ডিজিটাল ব্যাংক ব্যতীত সেই সকল ব্যাংকে DBT লিঙ্ক করতে গেলে আপনার আপনার ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে।

DBT লিঙ্ক করার পর ব্যাংক Accept হয়েছে কিনা কিভাবে PFMS এর স্ট্যাটাস চেক করবেন :-

PFMS স্ট্যাটাস চেক করার জন্য এই লিংকটিতে আপনাকে ক্লিক করতে হবে অথবা এই লেখাটি আপনি কপি করবেন কপি করে google এ যাবেন , google এ গিয়ে পেস্ট করবেন ।

https://fw.pmkisan.gov.in/StatusDetail.aspx?RN=WB*********&Type=PFMS

পেস্ট করার পর এখানে লক্ষ্য করতে পারছেন WB দিয়ে একটা নাম্বার লেখা রয়েছে যে নাম্বারটি লেখা রয়েছে এটি হলো আপনার PMKISAN প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার। আপনাকে আপনার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হবে।

PMKISAN STATUS CHECK

চেক করার পর সেখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে হবে নেবার পর যে লিংকটা আপনি আগে কপি করেছেন সেই খানে নাম্বারটি লেখা রয়েছে সেই স্থানে বসিয়ে দিতে হবে। তারপর আপনি সম্পূর্ণ লেখাটি গুগলে সার্চ করবেন তাহলেই আপনি স্ট্যাটাস দেখতে পাবেন

আরো পড়ুন:-Awas Plus List West Bengal 2023|ঘরের লিস্ট কিভাবে দেখব |প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখব

PMKISAN PFMS STATUS CHECK

স্ট্যাটাসে যদি Accept লেখাটা থাকে তাহলে কিছু সময় পরেই আপনার ব্যাংক স্ট্যাটাস Accept হয়ে যাবে। আর যদি আপনার রিজেক্ট বা পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে কিছু দিন পর আবার এইভাবে চেক করে দেখতে হবে স্ট্যাটাস কি দেখাচ্ছে

PMKISAN PFMS STATUS CHECK

PMKISAN টাকা কবে পাবেন:-

এই প্রসঙ্গে বলে রাখি আগের বছর অর্থাৎ 2022 সালে ১ জানুয়ারি PMKISAN প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই বছর ২০২৩ সালের ১ জানুয়ারি পেরিয়ে যাওয়ার পরেও এখনো কিন্তু টাকা দেওয়ার কোনো রকম ফাইনাল ডেট কৃষি দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়নি। এছাড়াও কৃষকদের স্ট্যাটাসেও এখনো অধিকাংশ কৃষকদের কোন আপডেট আসেনি সুতরাং প্রকল্পের টাকা আপনাদের পেতে কিছুটা সময় দিতে হবে। জানা যাচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেওয়া হতে পারে। তবে পরবর্তী সময়ে যখন কনফার্ম অফিসিয়াল তারিখ সরকারের তরফ থেকে ঘোষণা করা হবে তখন আপনাদেরকে আরো ইনফরমেশন আমরা জানিয়ে দেবো

অফিসিয়াল ওয়েবসাইট :- CLICK

PFMS স্ট্যাটাস চেক করার লিংক :- https://fw.pmkisan.gov.in/StatusDetail.aspx?RN=WB*********&Type=PFMS

সিরিয়াল নাম্বারলিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইটএখানে হাত দিন
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যানএখানে হাত দিন
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনএখানে হাত দিন

Most Popular