বিভিন্ন সময় আমরা শুনে এসেছি স্কুলে মিড ডে মিলে (Mid Day Meal) নিম্নমানের খাবার কখনো উর্ধ্বমুখী বাজারে ছাএ পিছু মিড ডে মিলের বরাদ্দ নিয়ে শাসক দলের সঙ্গে বিরোধী দলের মতবিরোধ। এবার সেই সবকে ছাপিয়ে নতুন চমক শাসকদলের মিড ডে মিলে এবার নিয়মিত মুরগির মাংস (Chicken), ডিম(Egg) ,কমলালেবু বা সিজিনের ফল(Fruit) ছাত্র-ছাত্রীদের কে দেওয়া হবে । নতুন বছর ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার রাজ্যের ২৪টি জেলার জেলাশাসকদের এছাড়াও কলকাতার পুরো নিগমের কমিশনার, শিলিগুড়ির মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট দপ্তর দের এই মিড ডে মিলে বাড়তি পুষ্টিযুক্ত খাবার দেওয়ার বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে স্কুল দপ্তরের তরফ থেকে।
আরও পড়ুন :- বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩ । Bangla Sahayata Kendra Recruitment 2023
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মিড ডে মিল প্রকল্পে অতিরিক্ত পুষ্টি যোগান প্রতিটি ছাত্রছাত্রীর জন্য করতে হবে, এর জন্য বরাদ্দ করা হয়েছে ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা । ইতিমধ্যে সেই টাকা জেলাগুলিকে পাঠিয়েও দেওয়া হয়েছে প্রসঙ্গত বলে রাখি এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১ কোটি ১৬ লক্ষেরও বেশি পড়ুয়া মিড ডে মিলের তালিতাভুক্ত। একজন ছাত্র পিছু সপ্তাহে খরচ ধরা হয়েছে ২০ টাকা করে ।
জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত অর্থাৎ ১৬ সপ্তাহ পড়ুয়া পিছু বাড়তি বরাদ্দ ৩২০ টাকা করা হয়েছে।
এবার প্রশ্ন আসতেই পারে হঠাৎ করে পুষ্টি কর খাদ্য দেওয়ার কারণ কি ? শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে শিশুদের মধ্যে রক্তাল্পতার সমস্যা মেটানোর জন্য এই উদ্যোগ । তবে বিরোধী দল পঞ্চায়েত ভোটের উদ্দেশ্যেই এই ঘোষণা সেরকমটাই দাবি করছে। তবে শিক্ষক মহল পুষ্টি যোগানে অর্থ বরাদ্দের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং স্বাগত জানিয়েছে তাদের দাবি শুধু ১৬ সপ্তাহ নয় গোটা বছরের জন্যই এই বরাদ্দ করা উচিত
আরও পড়ুন :- Madhyamik Pariksha 2023:- মাধ্যমিক পরীক্ষা ২০২৩ নতুন নিয়ম চালু পর্ষদের
সিরিয়াল নাম্বার | লিঙ্ক |
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে হাত দিন |
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান | এখানে হাত দিন |
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন | এখানে হাত দিন |