Wednesday, June 18, 2025
Homeকৃষক সংক্রান্তকৃষকবন্ধুদের টাকা ছাড়লো মুখ্যমন্ত্রী মমতা, সব কৃষকরা টাকা পাবে

কৃষকবন্ধুদের টাকা ছাড়লো মুখ্যমন্ত্রী মমতা, সব কৃষকরা টাকা পাবে

Krishak Bandhu Taka Kobe Dhukbe 2025: আলু চাষে ক্ষতির জন্য রাজ্য সরকার দিলো ১৫৮ কোটি টাকা

বর্তমানে ঝড়- বৃষ্টি যেনো প্রতিদিন লেগেই রয়েছে। যার জন্য চাষেও অনেক ক্ষতি হচ্ছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

গেলো রবি মরশুমে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আলুর জমিতে অনেক ক্ষতি হয়েছিল। অনেক চাষিই দিশেহারা হয়ে পড়েছিলেন। সেই সময় অনেকেই ভেবেছিলেন, এবারে বুঝি সব শেষ! কিন্তু এখন সেই চাষিদের মুখে একটু হাসি ফোটাতে রাজ্য সরকার বড়সড় ঘোষণা করেছে।

Krishak Bandhu Taka Kobe Dhukbe 2025

২০ মে, মঙ্গলবার থেকে ‘বাংলা শস্যবিমা’ প্রকল্পে রাজ্যের এক লক্ষেরও বেশি আলু চাষির অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে শুরু করেছে। সরকারের তরফে মোট ১৫৮ কোটি টাকা দেওয়া হচ্ছে এই চাষিদের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক্স (আগের টুইটার)-এ লিখে জানিয়ে দিয়েছেন এই খুশির খবর। উনি বলেছেন,

আরও পড়ুন:- সবাইকে রোজভ্যালির টাকা ফেরত দিচ্ছে সরকার, আপনি কবে পাবেন

“আজ থেকে এক লক্ষের বেশি আলু চাষির অ্যাকাউন্টে ১৫৮ কোটি টাকা দেওয়া হচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানাই।”

আসলে এবারের মরশুমে ঝড়-বৃষ্টি আর খারাপ আবহাওয়ার জন্য অনেকের আলু নষ্ট হয়ে যায়। সেই ক্ষতির কিছুটা পুষিয়ে দিতেই এই টাকা দিচ্ছে সরকার।

আগেও কিন্তু রাজ্য সরকার ঠিক এমনভাবেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে। যেমন, গত বছর ঘূর্ণিঝড় ‘দানা’র সময় বন্যায় জমি তলিয়ে গেছিল। তখন প্রায় ৯ লক্ষ কৃষককে ৩৫১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল বাংলা শস্যবিমা থেকে।

আর একটা বড় সুবিধা এবার চাষিরা পেয়েছেন, আগে আলু বা আখ চাষ করলে বিমার জন্য কিছু প্রিমিয়াম দিতে হতো। এবার আর সেটা লাগছে না। সরকার নিজের কাছ থেকে ওই টাকাটা দিচ্ছে।

নবান্ন থেকে জানা গেছে, বাংলা শস্যবিমা চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এক কোটি চাষি মোটে ৩৭২০ কোটি টাকার বেশি সাহায্য পেয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন,

“আমরা ভবিষ্যতেও বাংলার চাষিদের পাশে থাকব। কৃষকদের সুরক্ষা দিতে এই রকম সহায়তা চালিয়ে যাব।”

বিভিন্ন দুর্যোগে চাষিদের ফসল ক্ষতির মুখে পড়ে কিন্তু এমন সময় সরকার পাশে থাকলে কিছুটা সাহায্য পাওয়া যায়। এবারও আগের মতোই সরকার পাশে। বাংলার হাজার হাজার আলু চাষি এখন একটু স্বস্তিতে। চাষিদের দুশ্চিন্তা কিছুটা হলেও কমানো সম্ভব।

আরও পড়ুন:- ঘরে বসেই পুরোনো জন্ম সার্টিফিকেট ডিজিটাল করেনিন! জানুন পদ্ধতি

আরও পড়ুন:- Pm kisan টাকা নতুন রেকর্ডে কবে পাবেন

Most Popular