Sunday, October 6, 2024
HomeনোটিশNew Ration List 2024: নতুন বছরে কোন কার্ডে কত রেশন দিবে লিস্ট...

New Ration List 2024: নতুন বছরে কোন কার্ডে কত রেশন দিবে লিস্ট দেখুন

New Ration List 2024: নতুন বছর ২০২৪ সাল পড়ে গিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে কোন রেশন কার্ডের কত পরিমাণ চাল গম আটা অন্যান্য খাদ্য সামগ্রী আপনারা পাবেন সেই বিষয়টাই আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব। এদের সাথে সাথে প্রধানমন্ত্রী মোদি লোকসভা ভোটের আগে ফ্রি রেশন দেওয়ার যে ঘোষণা করেছে সেটি পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য কতটা কাজে আসবে সেটাও জানাবো

কোন ক্যাটাগরি রেশন কার্ড কত মাল দেবে:-

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

১) AAY( অন্ত্যোদয় অন্নযোজনা) :-

আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি অন্ত্যোদয় অন্নযোজনা অর্থাৎ AAY হয়ে থাকে তাহলে আপনারা ২০২৪ সালে জানুয়ারি মাসে চাল পাবেন ২১ কেজি পরিবার পিছু (পরিবারের যত জনই সদস্য থাকুক না কেনো) সম্পূর্ণ বিনামূল্যে, পুষ্টিযুক্ত আটা পাবেন ১৩ কেজি ৩০০ গ্রাম পরিবার পিছু সম্পন্ন বিনামূল্যে, গম দেবে না, চিনি ১ কেজি পরিবার পিছু দেবে ১৩.৫০ টাকা প্রতি কেজি দরে এটি আপনাকে কিনতে হবে, আপনি কিনতেও পারেন নাও পারেন

২) অগ্রাধিকার প্রাপ্ত (PHH) রেশন কার্ড :-

আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি অগ্রাধিকার প্রাপ্ত (PHH) রেশন কার্ড হয়ে থাকে তাহলে ২০২৪ সালে জানুয়ারি মাসে চাল পাবেন ৩ কেজি প্রতি কার্ডের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, পুষ্টিযুক্ত আটা পাবেন ১ কেজি ৯০০ গ্রাম প্রতি কার্ড পিছু সম্পন্ন বিনামূল্যে ,গম দেবে না

৩) বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ড :-

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ডে ২০২৪ সালের জানুয়ারি মাসে রেশনে চাল দেবে ৩ কেজি প্রতি কার্ড পিছু সম্পন্ন বিনামূল্যে, পুষ্টিযুক্ত আটা দেবে ১ কেজি ৯০০ গ্রাম প্রতি কার্ড পিছু বিনামূল্যে,গম দেবে না।

See More:- Lpg Gas Kyc Last Date? গ্যাসের Kyc কাদের করতে হবে? কাদের হবেনা জানুন?

৪) RKSY-1 রেশন কার্ডে:-

RKSY-1 রেশন কার্ডে ২০২৪ সালে জানুয়ারি মাসে চাল দেবে ৫ কেজি প্রতি কার্ড পিছু সম্পন্ন বিনামূল্যে, আটা এবং গম দেবে না

৫) RKSY-2 রেশন কার্ডে:-

RKSY-2 রেশন কার্ডে চাল দেবে ২ কেজি প্রতি কার্ড পিছু , আটা এবং গম দেবে না

New Ration List 2024

মোদির ফ্রি রেশন ঘোষণা :-

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রি রেশন দেবে ঘোষণা করেছে এর ফলে পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকরা বা দেশের অন্যান্য রেশন গ্রাহকরা কিভাবে উপকৃত হবে? অন্যান্য রাজ্যের রেশন গ্রাহকদেরকে ২ টাকা কেজি চাল, ৩ টাকা কেজি গম রেশনে কিনতে হতো। যদিও পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদেরকে কিনতে হয় না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রেশনের টাকা আপনাদের হয়ে কেন্দ্র সরকারকে দিয়ে দিত কিন্তু অন্যান্য রাজ্যের গ্রাহকদেরকে ওই টাকা দিয়ে রেশন তুলতে হতো। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছে আর টাকা দিয়ে রেশন নিতে হবে না , ফ্রিতেই রেশন দেবে সরকার। সেই কারণে এবার দেশের সমস্ত রেশন কার্ড ধারকদের জন্য ফ্রিতে রেশন সরবরাহ করা হবে কাওকে টাকা দিতে হবেনা

Most Popular