Sunday, December 15, 2024
Homeটেক নিউজLpg Gas Kyc Last Date? গ্যাসের Kyc কাদের করতে হবে? কাদের হবেনা...

Lpg Gas Kyc Last Date? গ্যাসের Kyc কাদের করতে হবে? কাদের হবেনা জানুন?

Lpg গ্যাসের কেওয়াইসি (Gas Kyc) করার লাস্ট ডেট অবশেষে বাড়ানো হলো, আপনারা জানেন বর্তমানে এলপিজি গ্যাসের কেওয়াইসি (Lpg Gas Kyc) প্রত্যেকটি গ্যাস গ্রাহককে করতে হচ্ছে। বিভিন্ন ডিলারের অফিসে এই কেওয়াইসি করার জন্য লম্বা লাইন। এই শীতে কেউ রাত থেকে কেউ ভোর থেকে লাইন দিয়ে কেওয়াইসি করছেন কারণ প্রথমে বলা হয়েছিল ৩১শে ডিসেম্বর কেওয়াইসি করার লাস্ট ডেট।


যেহেতু ভারতবর্ষের এত সংখ্যক গ্রাহকের এত অল্প সময়ের মধ্যে কেওয়াইসি করা সম্ভব হবে না সেই কারণেই বর্তমানে এই এলপিজি গ্যাসের কেওয়াইসি করার লাস্ট ডেট বাড়ানো হয়েছে । বিপিসিএলের (BPCL) দুর্গাপুর বিভাগের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে, ফলে বিভিন্ন গ্যাস অফিসে সাধারণ মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বিপিসিএল এর দুর্গাপুর বিভাগের ম্যানেজার তমোঘ্ন ত্রিপাঠী বলেন গ্রাহকরা ৩১ শে ডিসেম্বর পরেও বায়োমেট্রিক করতে পারবেন তাড়াহুড়ো করার কোন প্রয়োজন নেই, আপাতত সময়সীমা অনির্দিষ্টকাল ।
তবে একটি সূত্র থেকে জানা যাচ্ছে নির্দিষ্ট একটি তারিখ দেওয়া হয়েছে বর্ধিত সময়সীমার সেটি নিচে জানানো হয়েছে

১) কাদের এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে ?


মূলত সমস্ত গ্যাস কানেকশন কারী গ্রাহকদেরকেই এই এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে। তবে অনেক গ্যাস গ্রাহক কোন ভর্তুকি পান না যে সকল গ্যাস গ্রাহক স্বইচ্ছায় ভর্তুকি সরকারের কাছে সেরেন্ডার করে দিয়েছে তারা চাইলে এলপিজি গ্যাসের কেওয়াইসি নাও করাতে পারেন । কিন্তু যে সকল উপভোক্তা এক টাকা হলেও বর্তমানে গ্যাসের ভর্তুকি পান তাদেরকে অবশ্যই কেওয়াইসি করতে হবে ।


তবে প্রথমের দিকে উজ্জ্বলা যোজনায় যাদের গ্যাস কানেকশন রয়েছে তাদেরকে অগ্রাধিকার হিসাবে আগে কেওয়াইসি করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, তারপর যারা অল্প ভর্তুকি পান সাধারণ গ্যাস গ্রাহক তাদেরকেও কেওয়াইসি করার জন্য অনুরোধ করা হচ্ছে

২) কাদের এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে হবে না?

যারা স্ব ইচ্ছেতে এলপিজি গ্যাসের ভর্তুকি সরকারের কাছে সেরেন্ডার করে দিয়েছে, যারা কোন টাকা ভর্তুকি হিসাবে পান না তারা চাইলে এই এলপিজি গ্যাসের কেওয়াইসি নাও করতে পারে, তবে সকলকেই এটি করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে ।

আরও পড়ুনঃ সব কৃষকরা ৯০০০ টাকা পাবে, Pmkisan টাকা বাড়ানো হবে

৩) এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে কি হবে?

বিভিন্ন জায়গায় গুজব শোনা যাচ্ছে এলপিজি গ্যাসের কেওয়াইসি না করলে নাকি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেবে অর্থাৎ আপনারা আর গ্যাস তুলতে পারবেন না আসলে এটি সত্য নয় যদি আপনারা এলপিজি গ্যাসের কেওয়াইসি না করেন বড়জোর আপনারা যে ভর্তুকির টাকা পান গ্যাস তোলার পর সেই টাকাটি আপনার ব্যাংকে আর ঢুকবে না,


তাই ভর্তুকির টাকা যাতে ভবিষ্যতে বন্ধ না হয়ে যায় তাই আপনাদেরকে এই কেওয়াইসি গুলি অবশ্যই করতে হবে।

৪) এলপিজি গ্যাসের কেওয়াইসি করার লাস্ট ডেট কবে?


মূলত এলপিজি গ্যাসের কেওয়াইসি করার লাস্ট ডেট ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখ ছিল এর ফলে গ্যাস অফিসে ভিড় হচ্ছিল এবং এই অল্প সময়ের মধ্যে ভারতবর্ষের এত সংখ্যার উপভোক্তার এই কেওয়াইসি করা যাবে না ।


সে কারণে বর্তমানে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ২০২৪ সালের ৩১শে মার্চ পর্যন্ত গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে পারবেন

৫) এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে কত টাকা লাগবে?

সরকারি নিয়মে বলা হয়েছে এলপিজি গ্যাসের কেওয়াইসির জন্য সাধারণ গ্রাহকদের কাছ থেকে কোন টাকা নেওয়া চলবে না। তবে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে গেলে আপনাদেরকে ১৯০ টাকার বিনিময়ে নতুন গ্যাসের পাইপ দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গায় সার্ভের নামে ২৩৬ টাকা করে নেওয়া হচ্ছে।


তবে আপনারা এই টাকাগুলি না দিয়েও কেবলমাত্র বিনা পয়সাতেই গ্যাসের কেওয়াইসি করতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী। যদি আপনার কাছে অকারনে কেউ টাকা চায় সেজন্য আমি প্রশাসনের দ্বারস্থ হতে পারেন

আরও পড়ুনঃ Awas Plus List West Bengal 2023|ঘরের লিস্ট কিভাবে দেখব |প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখব

৬) এলপিজি গ্যাসের কেওয়াইসি করার পদ্ধতি কি?

এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল থেকে অনলাইনেও করতে পারবেন, এছাড়াও গ্যাস অফিসে গিয়ে ডিলারের কাছে আঙ্গুলের ছাপ বা চোখের রেটিনা স্ক্যান এর মাধ্যমে করতে পারবেন দুটো পদ্ধতই বৈধ এর মধ্যে যে কোন একটা পদ্ধতিতে গ্যাসের কেওয়াইসি করলেই আপনাদের কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে

Most Popular