Sunday, October 6, 2024
Homeট্রেন্ডিংRam Mandir Prasad: রাম মন্দির প্রসাদ ফ্রিতে অনলাইন আবেদন

Ram Mandir Prasad: রাম মন্দির প্রসাদ ফ্রিতে অনলাইন আবেদন

Ram Mandir Prasad:নানান ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে ২৪ শে জানুয়ারি ২০২৪ তারিখে রাম মন্দির উদ্বোধন হতে চলেছে ।সনাতন হিন্দু ধর্মালম্বী প্রতিটি ভক্তের কাছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা একটি আবেগ ।
সরকার থেকে শুরু করে জনসাধারণের মধ্যে রাম মন্দির প্রতিষ্ঠা কে নিয়ে দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে। রাম মন্দির উদ্বোধন কে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার নানান কর্মসূচি পালন করছে।


পিছিয়ে নেই বিভিন্ন বেসরকারি মাধ্যম,অনেক বেসরকারি মাধ্যম রাম মন্দিরের প্রসাদ সাধারণ ভক্তবৃন্দদের বিতরণ করছে । ২৪ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পর আপনারা যদি উদ্বোধনের প্রসাদ নিতে চান তার জন্য একটি বেসরকারি সংস্থা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনারা অনলাইনে আবেদন করে সহজেই বাড়িতে বসে বা নির্দিষ্ট অফিসে গিয়ে রাম মন্দির উদ্বোধনের প্রসাদ সংগ্রহ করতে পারবেন । কিভাবে আপনারা সেই রাম মন্দিরের প্রসাদ নেবার জন্য আবেদন করবেন আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব


রাম মন্দির প্রসাদ আবেদনের পদ্ধতি:-


১) সবার প্রথম এই লিংকে ক্লিক করুন Click Here


২) তারপর আপনার সামনে একটি ওয়েবসাইট খুলে যাবে


৩) ওয়েবসাইটের ভেতর Get Your Free Prasad অপশনে ক্লিক করুন

Ram Mandir Prasad
Ram Mandir Prasad


৪) তারপর আপনার ফোন নাম্বার অথবা ইমেইল আইডি বসাবেন


৫) তারপর ডেলিভারি মেথোডে দুটো অপশন দেখতে পাবেন


ক) Delivery to your doorstep for just (Only ₹51 within India) and $ 11 for international.


এই অপশনটা আপনি সিলেক্ট করলে আপনাকে ভারতের মধ্যে প্রসাদ নিতে গেলে ৫১ টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জের জন্য, আর ভারতের বাইরে আপনি প্রসাদ নিতে চাইলে ১১ ডলার অনলাইনে পেমেন্ট করতে হবে।


খ) Pick up from your distribution center (Free)


এই অপশনটি সিলেক্ট করলে আপনাকে কোন টাকা দিতে হবে না আপনি সম্পূর্ণ বিনামূল্যেই প্রসাদ পাবেন। তবে আপনাকে নির্দিষ্ট কিছু সেন্টারে গিয়ে সেই প্রসাদ সংগ্রহ করতে হবে


৬) তারপর আপনার দেশের নাম,আপনার নাম, ঠিকানা, রাজ্যের নাম, পিন কোডের নাম, ফোন নাম্বার বসাতে হবে যেই ঠিকানাই আপনি প্রসাদ নিতে চাইছেন।

আরও পড়ুন:- Caste Certificate Manual To Digital: পুরোনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেট আবেদন


৭) তারপর কমপ্লিট অর্ডার করলেই আপনার অর্ডার করা হয়ে যাবে


৮) আর যদি আপনি বাড়িতে বসে প্রসাদ নিতে চান টাকা পেমেন্ট করে সেক্ষেত্রে শিপিং মেথডে Door to Door Delivery অপশনে ক্লিক করলে ৫১ টাকা আপনাকে দিতে হবে ,
আর Cash On Delivery অপশনে ক্লিক করলে ১০১ টাকা চার্জ দিতে হবে।

Ram Mandir Prasad
Ram Mandir Prasad


৯) তারপর Continue Payment অপশনে ক্লিক করুন


১০) যেকোনো একটি মাধ্যমে ডেলিভারি চার্জ পেমেন্ট করলেই আপনার অর্ডার দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে

Ram Mandir Prasad
Ram Mandir Prasad

কবে আপনারা প্রসাদ পাবেন:-

রাম মন্দির উদ্বোধন হবার পর ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের বাড়িতে রাম মন্দিরের প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে আর যারা পিকআপ অপশন সিলেক্ট করেছেন নির্দিষ্ট সেন্টারে গিয়ে তাদেরকে সেখান থেকে প্রসাদ সংগ্রহ করতে হবে।


বিশেষ ঘোষণা:-


আমরা যেই মুহূর্তে ভিডিও বানিয়েছিলাম বা প্রতিবেদন লিখেছিলাম তখন রাম মন্দির প্রসাদ অর্ডার নেওয়া চলছিল, কিন্তু পরবর্তী সময়ে হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল যার ফলে রাম মন্দির প্রসাদ আর বাড়িতে ডেলিভারি করেনি সংস্থাটি ,

কোর্টের রায় অনুযায়ী যারা অনলাইনে টাকা পেমেন্ট করেছিলো তাদেরকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
খুব শিগগিরি যারা টাকা পেমেন্ট করেছিলেন রাম মন্দির প্রসাদ নেওয়ার জন্য তাদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।


আরও পড়ুন:- Aadhaar Deactivated : আঁধার বাতিলের চিঠি বাড়িতে যাচ্ছে, আপনার আধার কার্ড বাতিল হয়েছে কিনা চেক করুন

রাম মন্দির প্রসাদ অনলাইন আবেদন করার জন্য নিচের লিংকে ক্লিক করুনClick Here

☑️ Website Link – Click Here

Most Popular