Bdo Office Supervisor: ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাজ পরিচালনা করার জন্য ব্লক অফিসে সুপারভাইজার পদে নিয়োগ শুরু হচ্ছে । ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে।
পিএম পোষণ যোজনার আওতায় এই সুপারভাইজার পদে নিয়োগ করা হবে । যে কোন ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলেই সেই পদে আবেদন করতে পারবে। পুরুষ মহিলা উভয় চাকরিপ্রার্থী এই পদে আবেদনের যোগ্য ।
কিভাবে আবেদন করবেন ,শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে, বেতন কত বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো
এমপ্লয়মেন্ট নাম্বার:-
267
পদের নাম:-
সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা:-
চাকরিপ্রার্থীদের কম্পিউটার অপারেটিং সম্বন্ধে সাধারণ ধারণা থাকতে হবে এবং কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
SEE MORE: RPF Constable Recruitment 2024: মাধ্যমিক পাসে রেল পুলিশের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো
মাসিক বেতন:-
১০ হাজার টাকা
বয়স:-
আবেদনকারীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে।
আবেদনের পদ্ধতি:-
আবেদনকারীদের এই চাকরীর নিয়োগে অংশগ্রহণ করার জন্য আবেদনপত্র জমা করতে হবে না , নিজেদের বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে। ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার সম্পন্ন হবে।
নিয়োগ পদ্ধতি:-
এই চাকরির বাছাইপর্বে কোনরকম পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে আপনারা চাকরি পেতে পারবেন।
ইন্টারভিউ এর ঠিকানা:-
Chamber of Block Development Officer, Galsi-I Development Block
Official Notice:- DOWNLOAD HERE
Official WEBSITE:- CLICK HERE
SEE MORE: Food Si Admit Card Download 2024: Food Si কবে পরীক্ষা ,অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন