Thursday, December 12, 2024
HomeচাকরিFood Si Admit Card Download 2024: Food Si কবে পরীক্ষা ,অ্যাডমিট কার্ড...

Food Si Admit Card Download 2024: Food Si কবে পরীক্ষা ,অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন

চাকরি পরীক্ষার্থীদের জন্য খুবই খুশির খবর। আপনাদের হয়তো মনে রয়েছে পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission) দ্বারা ফুড এসআই (Food Si) নিয়োগ পরীক্ষার জন্য আবেদন নেওয়া হয়েছিল । লাখ লাখ চাকরি প্রার্থী তাতে আবেদন করেছিলেন। আপনিও হয়তো ফর্ম ফিলাপ করেছিলেন।

অবশেষে পাবলিক সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে কবে আপনাদের পরীক্ষা নেওয়া হবে, কি প্রসেসে পরীক্ষা নেয়া হবে, কোথায় অ্যাডমিট কার্ড পাবেন, কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন (Food Si Admit Card Download 2024), পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কি কি নিয়ম আপনাদেরকে পালন করতে হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে । আজকের এই প্রতিবেদনে আমরা এই সকল বিষয়ে আলোচনা করবো

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Food Si পরীক্ষা কবে হবে:-

পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে যে নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশে উল্লেখ করা রয়েছে ১৬ এবং ১৭ই মার্চ ২০২৪ তারিখ অর্থাৎ যথাক্রমে শনি এবং রবিবার Food Si এর পরীক্ষা নেওয়া হবে

Food Si পরীক্ষার সময়:-

Food Si পরীক্ষাটি ১৬ এবং ১৭ ই মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। প্রতিদিন ওই দিনগুলিতে তিনটি দফায় পরীক্ষা নেয়া হবে।

প্রথম দফার পরীক্ষাটি সকাল ৯.৩০ থেকে সকাল ১১ টা পর্যন্ত , দ্বিতীয় দফার পরীক্ষা দুপুর ১২:৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং তৃতীয় দফার পরীক্ষাটি বিকেল ৩:৩০ মিনিট থেকে বিকেল ৫ পর্যন্ত চলবে।

ফুড এসআই পরীক্ষায় বসবার নিয়ম:-

১) পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যেই ঠিকানায় পরীক্ষার সেন্টার পড়বে সেখানে উপস্থিত থাকতে হবে , পরীক্ষা শুরু হওয়া নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত না হলে পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বন্ধ করা হবে

২) পরীক্ষার শেষে চাকরি প্রার্থীরা পরীক্ষার প্রশ্নপত্র বাড়ি নিয়ে যেতে পারবেন না

৩) পরীক্ষার্থীরা ওয়াশরুম ব্যবহার করতে পারবেন না কোন বিশেষ কারণ ছাড়া

৪) পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে কোন অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ঢুকতে পারবেন না কেবলমাত্র পরীক্ষার সঙ্গে জড়িত কাগজপত্র ছাড়া যেমন অ্যাডমিট কার্ড, ছবি, আইডি প্রুফ ইত্যাদি

৫) পরীক্ষার্থীরা পরীক্ষার হলে স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, ইলেকট্রিক গ্যাজেট, ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না। যদি কোন কিছু হারিয়ে যায় এর জন্য কমিশন দায়ী থাকবে না

আরো পড়ুন:- RPF Constable Recruitment 2024: মাধ্যমিক পাসে রেল পুলিশের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

Food Si Admit Card কবে থেকে এডমিট দেবে :-

সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেই নোটিশে বলা হয়েছে চাকরিপ্রার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ২ মার্চ ২০২৪ তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন।

Food Si Admit Card কিভাবে ডাউনলোড করবেন:-

১) সবার প্রথমে আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট পি এস সি ডট ডব্লু বি ডট গভ ডট ইন

২) তারপর ওয়েবসাইটের ভেতরে Candidate’s Corner  অপশনে ক্লিক করতে হবে।

৩) সেখানে Admit Card Download অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।

৪) তারপর Food Si অপশন পাবেন সেখানে ক্লিক করবেন  ।

৫) তারপর আপনার Application Number / Enrollment Number এবং জন্ম তারিখ বসিয়ে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

ওয়েবসাইট লিংক (Food Si Website Link) :- Click Here

আরো পড়ুন:- Psc Food Si Exam Date : Food Si Exam Date 2024

Most Popular