Thursday, December 12, 2024
HomeচাকরিPsc Food Si Exam Date : Food Si Exam Date 2024

Psc Food Si Exam Date : Food Si Exam Date 2024

Psc Food Si Exam Date: পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) তরফ থেকে যে ফুড সাব-ইন্সপেক্টর পদে (Food Si) আবেদন নেওয়া হয়েছিল ২০২৩ সালে, সেই রিক্রুটমেন্টের ( Recruitment) পরীক্ষার তারিখ প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। কবে পরীক্ষা হবে? অ্যাডমিট কার্ড কবে দিবে? সিলেবাস কি? কিভাবে আপনারা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন? আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়ে আলোচনা করবো।

Food Si সিলেকশন প্রসেস :-

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রথমে পরীক্ষার্থীদেরকে লিখিত পরীক্ষা ১০০ নাম্বারের দিতে হবে। সেই পরীক্ষাতে যারা সফল হবে তাদের মধ্যে মেরিট লিস্ট করা হবে, মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের পার্সোনালিটি টেস্ট ২০ নাম্বারের নেওয়া হবে। তাতে সফল হলে চাকরি পাবেন

পরীক্ষার সিলেবাস:-

১০০ নাম্বারের যে লিখিত পরীক্ষাটি হবে মূলত দুটি বিষয়ের উপরে হবে ক) General Studies খ) Arithmetic

কবে পরীক্ষা হবে:-

বর্তমানে পিএসসির যে অফিসার নোটিশ পাবলিশ করেছে সেই নোটিশে উল্লেখ করা হয়েছে দুটি তারিখের কথা একটি ১৬ ই মার্চ ২০২৪ (শনিবার) অপরটি ১৭ই মার্চ ২০২৪ (রবিবার)

আরও পড়ুন :- বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩ । Bangla Sahayata Kendra Recruitment 2023

এডমিট কার্ড কবে দেবে:-

যে সমস্ত পরীক্ষার্থীরা ফর্ম ফিলাপ করেছেন তাদেরকে পরীক্ষায় বসবার জন্য এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার দশ দিন আগে থেকে ছেড়ে দেওয়া হবে। যখন দেওয়া হবে সেই আপডেট আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেবো।

কিভাবে নোটিশ ডাউনলোড করবেন:-

ক) সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ করুন wbpsc.gov.in তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন

খ) অফিশিয়াল ওয়েবসাইটে থ্রি লাইন অর্থাৎ মেনু বার দেখতে পাবেন সে অপশনে ক্লিক করবেন

গ) তাহলে আপনার সামনে অনেকগুলি অপশন দেখাবে তার মধ্যে Advertisement / Announcement অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন

ঘ) তার পর Announcement অপশনটিতে ক্লিক করবেন তাহলে আপনার সামনে সমস্ত নোটিশ চলে আসবে সেখানে দেখতে পাবেন বর্তমানে ফুড এসআই এর একটি নোটিশ দেওয়া রয়েছে আপনারা পিডিএফ চিহ্নটিতে ক্লিক করে সেই নোটিশটি সহজে ডাউনলোড করে নিতে পারবেন , এছাড়াও প্রতিবেদনের নিচে সরাসরি পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারবেন

Notic

☑️ অফিসিয়াল ওয়েবসাইট :- https://wbpsc.gov.in/index.jsp

☑️ নোটিশ ডাউনলোড :- https://wbpsc.gov.in/Download?param1=An_20240104144358_FoodSi.pdf&param2=advertisement

আরও পড়ুন :- Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

Most Popular