Saturday, December 14, 2024
Homeকৃষক সংক্রান্তPmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষকদের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প রয়েছে, যেমন রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্প( Krishak Bandhu) এই প্রকল্প একজন কৃষকদেরকে বছরে সর্বনিম্ন ৪০০০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেয়া হয়, ঠিক সেরকমই কেন্দ্র সরকারের কৃষকদের জন্য সবথেকে বড় প্রকল্প প্রধানমন্ত্রী কৃষান সম্মান নিধি প্রকল্প রয়েছে (Pm kisan Samman Nidhi Yojana) ।

এই প্রকল্পে সমস্ত কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়া হয় তিন কিস্তির মাধ্যমে (২০০০-২০০০-২০০০) । ২০২৪ সালে দাঁড়িয়ে একজন কৃষক কিভাবে কেন্দ্র সরকারের সবথেকে বড় কৃষকদরদী প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে (Pm kisan Samman Nidhi Yojana) অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই প্রতিবেদনে আমরা দেখিয়ে দেবো

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Pm kisan অনলাইন আবেদন করার পদ্ধতি :-

১) সবার প্রথম আপনি যে কোন একটি ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন pmkisan.gov.in ,তাহলে আপনি ওফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন ।

২) ওয়েবসাইটের ভেতরে প্রথমেই দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন (New Farmer Registration) বলে একটি অপশন রয়েছে সেই অপশনটিতে ক্লিক করবেন

New Farmer Registration

৩) তারপর আপনার সামনে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে , ওখানে গ্রামের কৃষক হলে রুরাল ফার্মার (Rural Farmer) ও পৌরসভা বা শহরের কৃষক হলে আরবান ফার্মার (Urban Farmer) সিলেক্ট করবেন।

আরো পড়ুন:- সব কৃষকরা ৯০০০ টাকা পাবে, Pmkisan টাকা বাড়ানো হবে

New Farmer Registration Form

৪) তারপর আধার নাম্বার ও মোবাইল নাম্বার বসাবেন ,আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন

৫) তারপর আঁধারে ওটিপি আসবে এবং মোবাইল নাম্বারে ওটিপি আসবে দুটি ওটিপি দিয়ে সাবমিট করবেন

৬) এরপর আপনার মূল ফর্ম ফিলাপের পেজ খুলে যাবে এখানে প্রথমেই আপনার জেলার (District) নাম সিলেক্ট করবেন, তারপর সাব ডিস্ট্রিক্ট (Sub District) এর নাম সিলেক্ট করবেন, তারপর আপনার ব্লকের (Block) নাম সিলেক্ট করবেন তারপর আপনার গ্রামের (Village) নাম সিলেক্ট করবেন

Registration Form

৭) তারপর ক্যাটাগরি SC, ST, GENERAL /Others যেটা হবে সিলেক্ট করবেন

৮) তারপর ফার্মারট টাইপ এখানে স্মল ফার্মার না আদার্স আপনার যেটি হবে সিলেক্ট করবেন।

৯) এরপর ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি( Land Registration Number) বসাতে হবে , এই নাম্বারটি কোথায় পাবেন? আপনার জমির রেকর্ডে উপরের দিকে যেখানে কিউআর কোড রয়েছে কিউআর কোড এর বাম দিকে থার্ড ব্রেকেট এর মধ্যে একটা নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারটি ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে বসাতে হবে ।

১০) তারপর আপনার রেশন কার্ডের নাম্বারটি (Ration Card Number) বসিয়ে দেবেন, তারপর আপনি যদি কিষান মানধন প্রকল্পে (Kisan Mandhan Yojana) অংশগ্রহণ করতে চান ইয়েস অথবা নো (Yes / No) যে কোনো একটা সিলেক্ট করতে হবে

Pmkisan New Registration 2024

১১) এরপর ল্যান্ড হোল্ডিং (Land Holding) সিঙ্গেল না জয়েন্ট, নিজের নামে জমি হলে সিঙ্গেল, আর অনেক জনের মিলে মিশিয়ে জমি হলে জয়েন্ট করবেন , তারপর Add অপশনে ক্লিক করবেন ।তারপর আপনার সামনে জমির তথ্য দেওয়ার অপশন চলে আসবে

১২) প্রথমেই আপনার জমির খতিয়ান নাম্বার দিতে হবে ,তারপর জমির দাগ নাম্বার বসাতে হবে, তারপর জমির পরিমাণ হেক্টরে কত বসাতে হবে,

আরো পড়ুন:- Lpg Gas Kyc Last Date? গ্যাসের Kyc কাদের করতে হবে? কাদের হবেনা জানুন?

১৩) তারপর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসে( Land Transfer Status) জমিটি আপনার 01/02/2019 এর আগের রেকর্ড হয়েছে না পরে রেকর্ড হয়েছে সিলেক্ট করতে হবে, ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে( Land Transfer Details) জমিটি আপনি কিভাবে পেয়েছেন সেই মাধ্যমটা সিলেক্ট করতে হবে, ল্যান্ড ডেট ভেস্টিং এ ( Land Date Vesting) আপনার জমিটি কবে রেকর্ড হয়েছে সেই তারিখটা বসাতে হবে ,তারপরে Add এ ক্লিক করতে হবে তাহলে আপনার জমির তথ্যগুলো যুক্ত হয়ে যাবে

Add Land Details

১৪) সর্বশেষ আপলোড সাপোর্টিং ডকুমেন্টে (Upload Supporting Document) আপনার জমির রেকর্ড আপলোড করতে হবে এবং সব শেষে নিচে Save বোটামে ক্লিক করতে হবেতাহলেই আপনার সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে, আপনাকে একটি নাম্বার দেখিয়ে দিবে

আবেদন করার পর স্ট্যাটাস চেক কিভাবে করবেন?

আপনার আবেদনটি কৃষিদপ্তর এপ্রুভ করলো না রিজেক্ট করলো সেটা দেখার জন্য, একইভাবে গুগলে আবার pmkisan.gov.in ওয়েবসাইট গুগুলে সার্চ করবেন , তাহলেই মূল ওয়েবসাইট খুলে যাবে ।ওয়েবসাইটের ভেতরে ফার্মার কর্নারের ( Farmer Corner) ভিতর দেখতে পাবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার / সিএসসি ফার্মার ( Status Of Self Registerd Farmer / CSC farmer) বলে একটা অপশন রয়েছে সেই অপশনটিতে ক্লিক করবেন।

Pmkisan Status Check

তারপর পরবর্তী পেজে আধার নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে সার্চ করবেন , তাহলে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।

কি কি কাগজ জমা দিতে হবে?

অনলাইনে আবেদন করার পর বিভিন্ন কৃষি অফিসে বেশ কিছু কাগজপত্র জমা করতে হয়, আবার অনেক কৃষি অফিস বলে যে কোন কাগজ জমা করতে হবে না , আপনার কৃষি অফিস কাগজ জমা করতে বলছে কিনা আগে জেনে নিবেন , যদি জমা করতে বলে সে ক্ষেত্রে মূলত

১) আধার কার্ডের জেরক্স

২) ভোটার কার্ডের জেরক্স

৩) সেল্ফ ডিক্লারেশন ফর্ম

৪) ব্যাংক একাউন্টের জেরক্স

৫) জমির রেকর্ড জেরক্স

৬) রেশন কার্ডের জেরক্স

৭) ওয়ারিশ জমির রেকর্ড দিয়ে আবেদন করলে সেই ক্ষেত্রে ওয়ারিশ সার্টিফিকেট এবং ডেট সার্টিফিকেট জমা দিতে হবে।

আরো পড়ুন:- Aadhar Card: আধার কার্ডের জন্ম তারিখ বাতিল হলো, পাল্টে গেলো আধার কার্ডের নিয়ম

☑️ Pmkisan ওয়েবসাইট লিংক – https://pmkisan.gov.in/

☑️ Pmkisan স্টেটাস চেক করার লিংক – https://pmkisan.gov.in/FarmerStatus.aspx

☑️ জমির পরিমাণ একর থেকে হেক্টরে পরিবর্তন করার লিংক –

Most Popular