Lakhir Bhandar Notification: ২০২৪ এ সামনেই লোকসভা ভোট। লোকসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া চমক। মহিলা ভোটব্যাংক পাওয়ার জন্য বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
২০২১ এ বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল, বিধানসভা ভোটে জিতলে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করবে । সেই মতো ভোটে জেতার পর সমগ্র রাজ্যেই লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেছিলো। তখন থেকেই জেনারেল এবং ওবিসি মহিলাদেরকে ৫০০ টাকা প্রতি মাসে দিয়ে আসছে এবং এসসি, এসটি কাষ্টের মহিলাদেরকে প্রতি মাসে ১০০০ টাকা দিয়ে আসছে।
সম্প্রতি ২০২৪ এ ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । অবশেষে টাকা বাড়ানোর অফিশিয়াল নোটিশ সরকারিভাবে প্রকাশ করা হলো। দেখে নিন নোটিশে কি বলা হয়েছে (Lakhir Bhandar Notification)
আরও পড়ুন:- Pm Surya Ghar Muft Bijli Yojana: বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে মোদী, অনলাইনে আবেদন করুন
কত টাকা পাবেন মহিলারা:-
লক্ষীর ভান্ডার প্রকল্পে নতুন নোটিশ অনুযায়ী বলা হয়েছে, ওবিসি এবং জেনারেল কাস্ট (OBC, GENERAL) এর মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা করে পাবে ( যেটা আগে ছিল ৫০০ টাকা )
এসসি, এসটি কাস্টের ( SC, ST) মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা করে পাবে (যেটা আগে ছিল ১০০০ টাকা)
কবে থেকে এই টাকা দেওয়া হবে:-
লক্ষীর ভান্ডারের যে টাকা বাড়ানো হয়েছে সেই বর্ধিত ১০০০ এবং ১২০০ টাকা রাজ্যের মহিলারা এপ্রিল ,২০২৪ থেকে তাদের ব্যাংক একাউন্টে পেতে শুরু করবেন।
Lakhir Bhandar Notification নোটিশটি দেখে নিন-
আরও পড়ুন:- West Bengal Ration List: মার্চ মাসে কোন কার্ডে কত রেশন দিয়ে লিস্ট দেখুন
আরও পড়ুন:- Samudra Sathi Prakalpa: মাসে ৫০০০ টাকা দিবে মুখ্যমন্ত্রী মমতা, নতুন প্রকল্প আবেদন শুরু