Thursday, December 12, 2024
Homeপ্রকল্পSamudra Sathi Prakalpa: মাসে ৫০০০ টাকা দিবে মুখ্যমন্ত্রী মমতা, নতুন প্রকল্প আবেদন...

Samudra Sathi Prakalpa: মাসে ৫০০০ টাকা দিবে মুখ্যমন্ত্রী মমতা, নতুন প্রকল্প আবেদন শুরু

রাজ্য সরকার জনসাধারণের উন্নতি স্বার্থে বিভিন্ন জনমুখী প্রকল্প সময়ে সময়ে চালু করেছে, এবার ২০২৪ এ ৮ ই ফেব্রুয়ারি যে বাজেট ( Budget 2024) প্রকাশিত করা হয়েছে সেখানে অসংখ্য গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য  ।

সেই রকমই আজকে আমরা একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করবো যেখানে প্রতি মাসে ৫০০০ টাকা করে পুরুষ মহিলা উপভোক্তারা পেয়ে যেতে পারবেন । কারা সেই টাকা পাবে? কিভাবে আবেদন করতে হবে? বাজেটে কি ঘোষণা করা হয়েছে? বিস্তারিত দেখতে থাকুন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বাজেটে কি ঘোষণা করা হয়েছে?

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ঘোষণার সময় বলেছেন আমাদের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর,দক্ষিণ 24 পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই সকল জেলার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য খারাপ আবহাওয়ার মধ্যেও সমুদ্রে যান ।

যেহেতু সরকারি বিধি-নিষেধ থাকে এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত মাছ ধরার ক্ষেত্রে সেহেতু সেই সময় মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারেন না ,তাদের জীবিকা নির্বাহে অনেক কষ্ট হয়।

সেই কথা মাথায় রেখে রাজ্য সরকার সমুদ্র সাথী (Samudra Sathi Prakalpa) নামে একটি নতুন প্রকল্প চালু করছে  । এই প্রকল্পে প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী ওই তিনটি জেলার যে দুই মাস মাছ ধরতে যেতে পারেনা সেই দুই মাসে প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে ।

এর ফলে ওই তিন জেলার ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবে, এই প্রকল্প খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।

আরও পড়ুন:- Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

সমুদ্র সাথী প্রকল্প কি (Samudra Sathi Prakalpa)?

প্রকল্পটি মূলত মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে সাহায্য করবে, সরকারি বিধি নিষেধাজ্ঞার জন্য মৎস্যজীবীরা এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন না ,

এই দুই মাস যাতে মৎস্যজীবীদের কোনরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই কথা মাথায় রেখে রাজ্য সরকার প্রতি মাসে মাসে ৫০০০ টাকা করে দেবে ওই দুই মাসের জন্য

সমুদ্র সাথী প্রকল্পে কারা এই সুবিধা পাবে:-

মূলত পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার যে সকল নথিভুক্ত মৎস্যজীবী রয়েছেন তারা সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন।

Samudra Sathi Prakalpa কিভাবে আবেদন করতে হবে:-

যেহেতু প্রকল্পটি ৮ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ঘোষণা করা হয়েছে এখনো এই প্রকল্পের আবেদনের পদ্ধতি নিয়ে সরকার কিছু জানায়নি , তবে জানা যাচ্ছে যে যে সকল মৎস্যজীবীদের মৎস্যজীবী কার্ড রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে,

সরকারের তরফ থেকে খুব শিগগিরই একটি ফর্ম প্রকাশ করা হবে সেই ফর্ম ফিল আপ করে এই টাকাগুলো মৎস্যজীবীরা নিতে পারবে । যখন ফরম প্রকাশিত করবে সরকার এবং নোটিশ জারি করবে তখন আমরা পরবর্তী প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আবারো জানিয়ে দেবো

সমুদ্রসাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি কাগজ লাগবে?

১) ভোটার কার্ড

২) আধার কার্ড

৩) ব্যাংক একাউন্ট

৪) মৎস্যজীবী কার্ড

৫) রঙিন পাসপোর্ট ছবি

অন্যান্য জেলার মৎস্যজীবীরা আবেদন করতে পারবে?

আপাতত বাজেট ঘোষণা অনুযায়ী কেবলমাত্র পূর্ব মেদিনীপুর,উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলার মৎস্যজীবীরা আবেদন করতে পারবে । তবে পরবর্তী সময়ে সরকার যদি সিদ্ধান্ত পরিবর্তন করে তখন হয়তো অন্যান্য জেলার মৎস্যজীবীরাও আবেদন করতে পারবে

আরও পড়ুন:- Pm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?

Most Popular