Sunday, December 15, 2024
Homeকৃষক সংক্রান্তPm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?

Pm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?

Pm kisan 16 Installment Date 2024 :কেন্দ্রীয় সরকারের কৃষকদের জন্য চালু করা সব থেকে বড় প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মাননীতি প্রকল্প (Pm Kisan Samman Nidhi) । এই প্রকল্পটি ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছিলেন।

এই প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে তিন কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয় , বছরে তিনবার টাকা দেওয়া হয়। বর্তমানে ২০২৪ সাল পড়ে গিয়েছে ২০২৪ সালে কৃষকরা প্রথম কত তারিখে Pm kisan ১৬ নং কিস্তির কিস্তির টাকা পেতে পারেন সে বিষয়টাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Pm kisan কারা টাকা পাবে:-

মূলত Pm kisan প্রকল্পে যে সমস্ত যোগ্য কৃষকরা বেনিফিসারি লিস্টে তাদের নাম তুলতে সক্ষম হয়েছেন তারাই টাকা পাবে, তবে প্রত্যেক কৃষকদের তাদের স্ট্যাটাস চেক করে দেখে নেওয়া প্রয়োজন তাদের স্ট্যাটাসে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা।

টাকা পাওয়ার জন্য প্রত্যেকটি কৃষকের অবশ্যই কেওয়াইসি(Kyc) করা থাকতে হবে, ব্যাংকের ডিবিটি লিংক (Dbt) করা থাকতে হবে এবং ল্যান্ড সিডিং (Land Seeding) করা থাকতে হবে

☑️ আরও পড়ুন – Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

Pm kisan কারা টাকা পাবেনা:-

যে সমস্ত কৃষকরা অযোগ্য Pm Kisan নিয়ম পালন করেননি তারা টাকা পাবেন না । যে সমস্ত কৃষকরা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন কেওয়াইসি করা নেই, ব্যাংকে আধার লিঙ্ক করা নেই এবং ল্যান্ড সিটিং করা নেই সেই সমস্ত কৃষকরাও টাকা পাবেন না ।

তাই কৃষকদের কে অনুরোধ আপনারা যেমন ১৬ তম কিস্তির টাকা দেওয়ার আগে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে নেন নইলে আপনারা কেউ ১৬ তম কিস্তির টাকা পাবেন না

Pm kisan কত টাকা দেবে?

মূলত পিএম কিষান প্রকল্পে বছরে তিনবার টাকা দেয় (২০০০-২০০০-২০০০) করে সেই হিসাব অনুযায়ী এবারেও কৃষকরা যার যতগুলো কিস্তির টাকা বাকি রয়েছে সেই কিস্তি অনুযায়ী প্রতি কিস্তির জন্য ২ হাজার টাকা করে পাবে,

তবে একটা সুএ থেকে জানানো হচ্ছে Pm Kisan টাকা বাড়তে পারে, যদি টাকা বাড়ে সে ক্ষেত্রে কিস্তির পরিমান বাড়বে তখন হয়তো দু ২০০০ বদলে প্রতি কিস্তিতে একজন কৃষক ৩০০০ টাকা পেতে পারে । টাকা যদি বাড়ানো হয় সেই আপডেট আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেবো।

☑️ আরও পড়ুন – সব কৃষকরা ৯০০০ টাকা পাবে, Pmkisan টাকা বাড়ানো হবে

Pm Kisan টাকা কি বাড়ানো হবে?

Pm Kisan টাকা ৬০০০ এর বদলে বছরে ৯০০০ টাকা দেয়া হবে এরকম বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মিডিয়া রিপোর্ট বলা হয়েছে, যেহেতু ২০২৪ সালে লোকসভা ভোট রয়েছে সেহেতু মোদি সরকার কৃষকদের মন পেতে এবং কৃষক কল্যাণে কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিতে পারে।

বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে Pm kisan টাকা বছরে ৬০০০ বদলে ৯০০০ টাকা করা হতে পারে, যদি ৯০০০ টাকা করা হয় তাহলে বছরে তিনবার টাকা দেবে প্রতি কিস্তিতে ৩০০০ টাকা করে, আরো শোনা যাচ্ছে টাকা বাড়ানোর ঘোষণাটি ১ লা ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাজেট ঘোষনার দিন হতে পারে

Pm kisan 16 Installment Date 2024 টাকা দেবে :-

প্রধানমন্ত্রী কিষান সম্মানিত প্রকল্পে বছরে তিনবার টাকা দেওয়া হয়। ২০০০ টাকা করে, এই টাকাগুলি নির্দিষ্ট তিনটি পিরিয়ডে ভাগ করে দেওয়া হয়। চার মাস ছাড়া ছাড়া কৃষকদেরকে টাকা পাঠানো হয়। কৃষকদেরকে যে তিনটি পিরিয়ডের টাকা পাঠানো হয় সেগুলি হল-

১) ডিসেম্বর থেকে মার্চ

২) এপ্রিল থেকে জুলাই

৩) আগস্ট থেকে নভেম্বর

এবার ২০২৪ সালে ১৬ তম কিস্তির টাকা যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়বেন সেটি মূলত ডিসেম্বর থেকে মার্চ এই পিরিয়ডের মধ্যে পড়ছে। অর্থাৎ ২০২৪ সালে প্রথম কিস্তির টাকাটি কৃষকরা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পাবে। তবে বিগত বছরে আমরা লক্ষ্য করেছি প্রথম কিস্তির টাকাটি মূলত ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়ে থাকে সুতরাং এবারেও ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে কৃষকদেরকে Pmkisan ১৬ নম্বর কিস্তি টাকা (Pm kisan 16 Installment Date 2024) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেব্রুয়ারি মাসে দিতে চলেছেন

☑️ অফিসিয়াল ওয়েবসাইট – https://pmkisan.gov.in/

☑️ আরও পড়ুন – PMAYG LIST 2023: প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট ২০২৩| কারা বাড়ি পাবে, কারা পাবেনা দেখুন

Most Popular