Icds Job Vacancy 2024: কিছুদিন আগেই রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন ,পশ্চিমবঙ্গে ৩২ হাজার শুন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে । রাজ্যের প্রতিটি জেলাতে আলাদা আলাদা শূন্য পদ রয়েছে । জেলাভিত্তিক পৃথকভাবে বিজ্ঞপ্তি জারি করে এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন নেওয়া শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন নেওয়া শুরু হয়েছে । এর আগেও আমরা প্রতিবেদনের মাধ্যমে অন্যান্য জেলায় বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। বর্তমানে আবারও ৪৮টি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যেখানে চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন । কোন টাকা খরচ করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে পারবেন ।
কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রাখা হয়েছে, বেতন কত দেবে, বয়স কত প্রয়োজন, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।
পদের নাম:-
অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS WORKER) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (ICDS HELPER) ।
আরও পড়ুন:- Civic Volunteer Salary 2024 : বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের মাইনে| বোনাস, ভাতা সহ একগুচ্ছ সুবিধা
শিক্ষাগত যোগ্যতা :-
বর্তমানে যে ৪৮ টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,কিছু শূন্য পদে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে ,কিছু শূন্য পদে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার প্রয়োজন রয়েছে। আপনারা নোটিশ ডাউনলোড করে কোন শূন্য পদে কি যোগ্যতার প্রয়োজন দেখে নেবেন । নোটিস ডাউনলোডের লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে।
Icds Job Vacancy 2024 (বয়স):-
মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে প্রার্থীর বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতাই আবেদন করতে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন :-
চাকরিপ্রার্থীদের কে অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে । নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ছবি, সই অনলাইনে আপলোড করে সহজেই আবেদন করতে পারবেন। আবেদন করার লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:- Wb Civic Volunteer Recruitment 2024 :১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য!
Icds Job Vacancy 2024 নিয়োগ পদ্ধতি:-
প্রথমে চাকরিপ্রার্থীদের ৯০ নাম্বারে লিখিত পরীক্ষা দিতে হবে । পরীক্ষায় সফল হলে ১০ নাম্বারের মৌখিক পরীক্ষা দিতে হবে । সফল হলে তারপর ব্লক অনুযায়ী ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে । লিস্টে নাম থাকলে আপনি চাকরি পাবেন।
পরীক্ষা সিলেবাস:-
১) স্থানীয় ভাষায় ১৫০ টি শব্দের মধ্যে একটি রচনা লিখন ( অষ্টম শ্রেণী মানের )- ১৫ নাম্বার
২) পার্টি গণিত (অষ্টম শ্রেণী মানের) – ২০ নাম্বার
৩) পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন- ১৫ নম্বর।
৪) ইংরেজি ( সরল ও প্রাথমিক জ্ঞান ), সরল অনুবাদ (অষ্টম /নবম শ্রেণী মানের) – ২০ নাম্বার
৫) সাধারণ জ্ঞানের প্রশ্ন- ২০ নাম্বার।
আরও পড়ুন:- পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ দিয়ে ক্লার্ক পদে চাকরি, মাসে ১০ হাজার টাকা বেতন
আবেদন করার শেষ তারিখ:-
চাকরিপ্রার্থীদের এই পদে আবেদন করার জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছে ৩১শে মার্চ ২০২৪ ।
আরও পড়ুন:- বড়ো খবর: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন
Official Website:- CLICK HERE
Online Apply:- CLICK HERE
Notice Download:- DOWNLOAD HERE
আরও পড়ুন:- Wb Health Recruitment 2024: স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, ১৮০০০ টাকা মাসিক বেতন