Wednesday, December 11, 2024
Homeটেক নিউজকাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হলো লিস্ট ডাউনলোড করুন | Obc Certificate Cancellation...

কাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হলো লিস্ট ডাউনলোড করুন | Obc Certificate Cancellation News

Obc Certificate Cancellation News : গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ এর বিচারপতি দ্বয় কি কি নির্দেশ দিলেন? সেই নিয়ে আমাদের অনেক প্রশ্ন অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই
সকলের বোঝার জন্য যথাসম্ভব কাছাকাছি একটা সরল বাংলা অনুবাদ করার চেষ্টা করলাম। (ভুল হলে নিঃসংকোচে জানাবেন, সংশোধন করে নেব)-


1) 2012 সালের আইনে 2(f) ধারার পশ্চিমবঙ্গ সরকার এবং সরকার সংজ্ঞা দুটি 1993 সালের আইন অনুযায়ী পড়তে ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now


2) 2012 সালের আইনের 16 নং ধারা বাতিল করা হল যেহেতু তা রাজ্য প্রশাসন(State Executive) কে ক্ষমতা দিয়েছে যে তারা তপশীল-১ সহ যেকোন তফসিল (Schedule) সংশোধন করতে পারে। এই ক্ষমতা প্রয়োগ করে তারা 37টি শ্রেণীকে 2012 সালে ১নং তপসিলে যুক্ত করেছে। সেই 37 টি শ্রেণীকে মুছে দেওয়া হল।


3) 2012 সালের আইনের 2(h)ধারা র ২য় ভাগ ” এবং সরকার যখন যেমন স্থির করবে সরকারি গেজেটে নোটিফিকেশন জারি করে কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করতে পারে” (জোর দিয়ে) বাতিল করা হল।


4) 2012 সালের 5(a)ধারার Proviso(অতিরিক্ত শর্ত) তে রাজ্য সরকার অর্থে পশ্চিমবঙ্গ সরকার পড়তে হবে প্রশাসনিক কাজকর্মে 1993 সালের আইন অনুসারে গঠিত কমিশন কে মান্যতা দিয়ে তার রিপোর্টের ভিত্তিতে পরিচালনা করতে হবে।

আরও পড়ুন :- Icds Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন


5) 2012 সালের 5(a)ধারা যার দ্বারা সংরক্ষণ কে শতাংশের হিসেবে ভাগ করে 10% ও 7% উপ-শ্রেণীভূক্ত(Sub classified) করা হয়েছিল তা বাতিল করা হল।


6) নং 6309 BCW/MR 84/1024 September 2010 এবং নং 1673 BCW/MR 209/11 dated 11th May 2012 প্রশাসনিক নির্দেশ (Executive Order) দুটি যা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তর কর্তৃক জারি করে 143 টি শ্রেণীকে উপ বিভাগে ভাগ করা হয়েছিল তা বাতিল করা হল।


7) 42 টি শ্রেণীকে শ্রেণীবিন্যাস করার নিম্ন লিখিত প্রশাসনিক নির্দেশ গুলি বাতিল করা হল-
নং 771-BCW/MR 436/1999 Dated 5th March 2010, Memo No. 1403, No.BCW/MR436/99(1) Dt 26 April 2010, Memo No.1639, No. BCW/MR 436/1997 Dt 14th May 2010 Memo No. 1929, No. BCW/MR 436/99(1) Dt June 2 2010, Memo No. 2317, No. BCW/MR 436/99 Dt July 1 2010, Memo No. 5045, No.BCW /MR 436/99(1) dt August 31 2010, Memo No. 6305, BCW/MR 436/99(1) Dt September 24 2010
এবং
প্রশাসনিক নির্দেশ 1673 BCW/MR 209/2011 Dt 11th May 2012 যা 35 টি শ্রেণীকে 16(4) ধারা অনুসারে সংরক্ষণ দিয়েছে। সেইসাথে, এই 35 টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করার জন্য যে বেআইনি রিপোর্ট তৈরি করা হয়েছে সেই রিপোর্ট খারিজ করে দেওয়া হল।


8) 2010 সালের আগে প্রশাসনিক নির্দেশে যে 66 টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা চ্যালেঞ্জ না হওয়ার কারণে বজায় রাখা হল।


9) সরকারি চাকরির সুবিধা থেকে 77 টি শ্ৰেণী এবং 16 ধারা অনুসারে অন্তর্ভুক্ত হওয়া 37 টি শ্রেণীকে তালিকা থেকে মুছে দেওয়া হল। ইতিমধ্যে যারা সংরক্ষণের সুযোগ নিয়ে চাকরি পেয়েছেন বা কোন চাকরির জন্য নির্বাচিত হয়েছেন (কিন্তু নিয়োগ পাননি এখনো) তারা এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হবেন না।


10) রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তর 1993 সালের আইনের 11 নং ধারা মোতাবেক রাজ্য কমিশনের সাথে পরামর্শ করে বিধানসভায় নতুন নতুন শ্রেণীকে রাজ্য ওবিসি তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য রিপোর্ট পেশ করতে পারে।

কোন কোন কাস্ট বৈধ লিস্ট ডাউনলোড করুন:-

CLICK HERE

ডাউনলোড করু

আরও পড়ুন :- ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে বড়ো খবর জানালো রাজ্য পুলিশ, Civic Volunteer Recruitment 2024

Most Popular