krishak bandhu online apply: অবশেষে কৃষক বন্ধুদের জন্য খুশির খবর । এতদিন কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে আবেদন করা যেত না । এর ফলে কৃষকদেরকে দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে হতো।
এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। কৃষকরা খুব সহজেই বাড়িতে থাকা মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবে । কিভাবে অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি এই প্রতিবেদনে আলোচনা করা হলো
কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন আবেদন করার পদ্ধতি (krishak bandhu online apply) :-
১) সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ করুন krishak bandhu
২) তাহলে আপনার সামনে Registration Form আসবে, সেই অপশনটিতে ক্লিক করবেন। অথবা এই প্রতিবেদনের নিচেই অনলাইনে আবেদন করার সরাসরি লিংক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে দেবেন, তাহলেই অনলাইনে আবেদন করার ফরম খুলে যাবে
৩) তারপর যে কৃষকটির কৃষক বন্ধুর আবেদন করা হবে তার ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে হবে।
আরও পড়ুন :- ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে বড়ো খবর জানালো রাজ্য পুলিশ, Civic Volunteer Recruitment 2024
৪) তারপর মোবাইল নাম্বার বসিয়ে get otp অপশনে ক্লিক করতে হবে, তাহলে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে Confirm Otp অপশনে ক্লিককরতে হবে।
৫) তারপর কৃষকটির একটি ছবি আপলোড করতে হবে
৬) কৃষকটি দ্বিতীয় কোন একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি থাকলে দিতে হবে।
৭) কৃষকটি পিএম কিষান প্রকল্পে নাম নথিভুক্ত করা থাকলে Self Declaration অপশনে Yes অপশনে ক্লিক করতে হবে, যদি না করা থাকে No অপশনে ক্লিক করতে হবে
৮) যদি Yes অপশনে ক্লিক করেন তাহলে Self Declaration ফর্ম আপলোড করতে হবে । Self Declaration ফর্ম ডাউনলোড লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন।
৯) তারপর দুয়ারে সরকার আইডি নাম্বার এই অপশনে কোন কিছু বসাতে হবে না
১০) তারপর কৃষকটির আধার কার্ডের ছবি আপলোড করতে হবে।
১১) আধার কার্ডের নাম্বার নির্দিষ্ট ঘরে পৌঁছাতে হবে
১২) ভোটার কার্ডের ছবি আপলোড করতে হবে
১৩) তারপর কৃষকের নাম বড় হাতের ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে
১৪) কৃষকটির নাম পরের ঘরে বাংলাতে লিখতে হবে , অবশ্যই নামটি জমির রেকর্ডে যে নাম রয়েছে সেই নামটি দিতে হবে।
১৫) তারপর কৃষকটির বাবা অথবা স্বামীর নাম লিখতে হবে
১৬) তারপর কৃষকটির জন্ম তারিখ, লিঙ্গ, কাস্ট বসাতে হবে
১৭) তারপর টাইপ অফ ফার্মার অপশনে কৃষকটি নিজের নামে জমি থাকলে ওনার অপশনে ক্লিক করতে হবে, বর্গাদার হলে বর্গাদার অপশনে ক্লিক করতে হবে, আর পাট্টা জমি হলে পাট্টাদার অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন :- Icds Recruitment 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি দেখুন
১৮) এবার কৃষকের ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার ছবি আপলোড করতে হবে
১৯) তারপর ব্যাংকের বই অনুযায়ী কৃষকের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম ও একাউন্ট টাইপ বসাতে হবে
২০) এবার কৃষকটির ঠিকানা বসাতে হবে জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম এবং পিন কোড নির্দিষ্ট ঘরে বসাতে হবে
২১) তারপর ত্রিশক্তি এর জমির তথ্য ল্যান ডিটেলস এর বসাতে হবে।
২২) জমিটি কোন জেলায়, কোন ব্লকে, কোন মৌজার আন্ডারে রয়েছে নির্দিষ্ট ঘরে বসতে হবে । জমিটির জেলার নাম্বার কত, খতিয়ান টাইপ, খতিয়ান নম্বর এবং জমির পরিমাণ নির্দিষ্ট ঘরে বসাতে হবে। এবং জমির রেকর্ড আপলোড করতে হবে।
২৩) তারপর সেল্ফ ডিক্লারেশন অপশনে ঠিক চিহ্ন দিয়ে যেকোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে জমির সেই ডকুমেন্টটি আপলোড করবেন।
২৪) এইভাবে আপনার যদি একাধিক মৌজায় আরো জমি থেকে থাকে তাহলে অ্যাড ল্যান্ড ডিটেলস অপসনে ক্লিক করে নতুন করে আরো জমি আপনি এড করতে পারবেন।
২৫) সবার শেষে সমস্ত কিছু ফরম ফিলাপ করার পর নিচে দেখবেন ক্রিয়েট ফার্মার ( Create Farmer) অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ হবে
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা:-
কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদেরকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বছরে দুবার খরিফ সিজন এবং রবি সিজনে টাকা দেওয়া হয়ে থাকে ।
যে কৃষকদের যত পরিমাণ জমি থাকবে সেই অনুপাতে টাকা দেওয়া হয়ে থাকে।
৪০ ডিসমল পর্যন্ত জমি থাকলে কৃষকদেরকে বছরে ৪০০০ টাকা দেয়া হয়ে থাকে এবং ১ একর বা তার বেশি জমি থাকলে কৃষকদেরকে বছরে ১০ হাজার টাকা দেয়া হয়ে থাকে। এবং ৪০ ডিসমল থেকে ১ একরের মধ্যে যদি কোন কৃষকের জমি থেকে থাকে সেক্ষেত্রে যার যত পরিমান জমি সেই অনুপাতে টাকা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের Self Declaration ফ্রম ডাউনলোড করার লিংক:- Click Here
কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে আবেদন করার সরাসরি লিংক (krishak bandhu online apply) :- CLICK HERE
আরও পড়ুন :- গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদে নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাশেই চাকরি
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |