Sunday, December 15, 2024
HomeচাকরিIcds Recruitment 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি দেখুন

Icds Recruitment 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি দেখুন

Icds Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার জন্য । অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন শুরু হলো । কিভাবে আপনারা আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে, কি কি কাগজপত্র লাগবে, বেতন কত টাকা দেওয়া হবে সমস্ত কিছু বুঝিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।


পদের নাম:-

কোচবিহার জেলাতে বিভিন্ন ব্লকে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Workers) এবং অঙ্গনওয়াড়ি হেল্পার ( Anganwadi Helpers) পদে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now


বয়স সীমা:-

চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে । বয়স হিসেব করা হবে 01/01/2024 তারিখ অনুযায়ী অর্থাৎ আবেদনকারীদের জন্ম তারিখ হতে হবে 01/01/1989 থেকে 01/01/2006 এর মধ্যে


যোগ্যতা:-

অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস


মাসিক বেতন:-

সরকারি নিয়ম অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য যে বেতন নির্ধারিত করা রয়েছে সেই অনুযায়ী বেতন দেওয়া হবে। সাথে অন্যান্য সরকারের সুযোগ সুবিধা পাবে। নোটিসে বেতনের কথা উল্লেখ করা নেই


নিয়োগ পদ্ধতি (Icds Recruitment 2024) :-

অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে দুটি পদ্ধতির মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষা নেয়া হবে তারপর ইন্টারভিউ নেয়া হবে। লিখিত পরীক্ষাটি হবে ৯০ নাম্বারের এবং ইন্টারভিউ পরীক্ষাটি হবে ১০ নাম্বারের


অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পদে লিখিত পরীক্ষার সিলেবাস:-

1) মাতৃভাষায় একটি প্রবন্ধ ১৫০ টি শব্দের মধ্যে (ক্লাস- এইট) – ১৫ নাম্বার
2) পাটিগণিত (M.C.Q, ক্লাস- এইট) – ২০ নাম্বার
3) পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা- ১৫ নাম্বার
4) ইংরেজি- ২০ নাম্বার
5) সাধারণ জ্ঞান- ২০ নাম্বার

আবেদনের পদ্ধতি:-

চাকরি প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য অনলাইনে ফরম ফিলাপ করতে হবে। ফরম ফিলাপের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও Jante Hobe ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইটে লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে


নোটিস ডাউনলোড (Icds Recruitment 2024):-

কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যে নিয়োগ শুরু হয়েছে সমস্ত নোটিশ ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হলো। আপনারা ব্লকভিত্তিক নোটিশ গুলি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নেবেন

Mathabhanga-1: Download

Mathabhanga 2 : Download

Dinhata II: Download

Download

Sitalkuchi : Download

Icds Recruitment 2024:- Download

অনলাইন আবেদন করার লিংক:- Click Here

Most Popular