Wednesday, December 11, 2024
HomeচাকরিWb Health Recruitment 2024: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশের কর্মী নিয়োগ

Wb Health Recruitment 2024: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশের কর্মী নিয়োগ

Wb Health Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর ।মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক পাস যোগ্যতাতে নানান শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে (https://www.wbhealth.gov.in/) নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কিভাবে আবেদন করতে হবে, যোগ্যতা কি রয়েছে, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো।


পদের নাম:-  ডাটা ম্যানেজার (Data Manager), একাউন্টেন্ট ( Accountant), যোগা ইন্সট্রাক্টর (YogaInstructor), লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk), মাল্টিপারপাস ওয়ার্কার (Multi Purpose Worker), আইওস ডক্টর (Ayush Doctor), কনসালটেন্ট (Consultant) এছাড়াও আরো অন্যান্য পদে ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now


নিচে বেশ কিছু পদে আবেদন কারা করতে পারবে, বয়স কত লাগবে, বেতন কত পাবেন আলোচনা করা হলো:-


অ্যাটেনডেন্ট (Attendant):-

বয়স:-এইপদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । বয়স হিসাব করা হবে 01/01/2024 তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের উচ্চ মাধ্যমিক কিম্বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে । এর পাশাপাশি বাংলা ভাষায় বলতে, লিখতে ও পড়তে জানতে হবে।

বেতন:- মাসে ৫০০০ টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন:- Icds Recruitment 2024: ৩২০০০ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন


লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) :-

বয়স:-এই পদে আবেদন করার জন্য ৬২ বছর থেকে ৬৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই তবে অবসরপ্রাপ্ত চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে ।

বেতন:- এই শূন্য পদে মাসিক ১০ হাজার টাকা বেতন দেয়া হবে।


যোগা ইন্সট্রাক্টর (Yoga Instructor):-

বয়স:- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করা হবে 01/01/2024 তারিখ অনুযায়ী ।

শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে।

বেতন :- পুরুষ প্রার্থীদের মাসিক ৪০০০ টাকা বেতন দেয়া হবে ও মহিলা প্রার্থীদের মাসে ৫০০০ টাকা বেতন দেয়া হবে।

আরও পড়ুন:- Karmabandhu Job 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, এক্ষুনি আবেদন করুন


মাল্টিপারপাস ওয়ার্কার (Multi Purpose Worker) :-

বয়স:- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ।

শিক্ষাগত যোগ্যতা:-  যে কোন সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে

বেতন:- এই পদে মাসিক ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে ।

এছাড়াও আরো অন্যান্য শূন্যপদ রয়েছে যেখানে নিয়োগ হচ্ছে আপনারা নোটিশ ডাউনলোড করে অন্যান্য পদের বিস্তারিত আবেদন করার যোগ্যতা দেখে নেবেন । নোটিশ ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে।

কিভাবে আবেদন করবেন (Wb Health Recruitment 2024) :-

চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ।


নোটিশ ডাউনলোড করার লিংক:- CLICK HERE

অনলাইন আবেদন করার লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে বড়ো খবর জানালো রাজ্য পুলিশ, Civic Volunteer Recruitment 2024

Most Popular