Rose Valley Refund Online: পশ্চিমবঙ্গে অনেকেই চিটফান্ডে টাকা রেখেছিলেন। যারা চিটফান্ডের টাকা রেখেছিলেন তাদের জন্য খুশির খবর। এবার ব্যাংক একাউন্টে আপনারা আপনাদের রাখা টাকা ফেরত পাবেন।
পশ্চিমবঙ্গে বর্তমানে বেশ কয়েকটি চিটফান্ডের টাকা ফেরতের অনলাইনে আবেদন শুরু হয়েছে । যারা টাকা ফেরত পাওয়ার অনলাইনে আবেদন করেছিলেন তারা এবার ব্যাংক একাউন্টে টাকা ফেরত পাবেন ।
বর্তমানে টাকা ফেরত দেওয়ার নির্দেশ চলে এসেছে । যে সমস্ত উপভোক্তারা অনলাইনে আবেদন করেছিল তাদের আবেদনের স্ট্যাটাসও পরিবর্তন হয়েছে। কবে টাকা ফেরত পাবেন, কত টাকা ফেরত পাবেন, স্ট্যাটাস কিভাবে চেক করবেন, স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে বিস্তারিত আজকের প্রতিবেদনে আলোচনা করবো
কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে :-
বর্তমানে অনেকগুলি চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে যে সমস্ত চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে তার লিস্ট নিচে দেওয়া হল
১) Rose Valley
২) Alchemist Group Of Companies
৩) MPS Group Of Companies
৪) Pailan Group Of Companies
৫) Vibgyor Group Of Companies
৬) Waris Finance International Group Of Companies
কিভাবে চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার আবেদন করবেন :-
কিভাবে চিট ফান্ডের টাকা ফেরতের আবেদন করবেন সেই নিয়ে আমরা বিস্তারিত আগেই প্রতিবেদন দিয়েছিলাম অনুগ্রহ করে এখানে ক্লিক করে সেটি দেখে নিন (এখানে হাত দিন)
কিভাবে স্ট্যাটাস চেক করবেন:-
আপনারা যারা রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার অনলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে । বর্তমানে স্ট্যাটাসেও পরিবর্তন এসেছে
১) স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন rosevalleyadc.com
২) তারপর আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে । অফিসিয়াল ওয়েবসাইটের Investors অপশনে ক্লিক করুন
৩) তারপর আপনার সার্টিফিকেটের নাম্বার এবং ক্যাপচা কোড ফিল করে সাবমিট করুন । তাহলেই আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে।
স্ট্যাটাসে দেখতে পাবেন আপনি কত টাকা ফেরত পাবেন এবং আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে
আরও পড়ুন:- গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন | Wb Panchayat Recruitment 2024
স্ট্যাটাসে কি দেখাবে, কোন স্টেটাসের কি মানে:-
যখন আপনারা নতুন আবেদন করবেন প্রথমে আপনার স্ট্যাটাসে লেখা থাকবে Your application is pending. Verification will be started shortly.
এই লেখাটির মানে হল আপনি যে আবেদনটা করেছেন সেটি বর্তমানে ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে ।আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন করার কাজ চলছে।
কিন্তু বর্তমানে অনেকেই স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন তাদের স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়েছে। অনেকের স্ট্যাটাসে দেখাচ্ছে Your application has been approved and disbursement under process.
এই লেখাটির মানে হল আপনি যে আবেদনটি করেছেন সেটি গ্রহণ করা হয়েছে এবং সমস্ত কিছু যাচাই করে আপনি যে টাকা ফেরত পাবেন সেটা চিহ্নিত করা হয়েছে। এবং খুব তাড়াতাড়ি আপনার ব্যাংক একাউন্টে টাকা ফেরত দেওয়া হবে।
কবে টাকা ফেরত দেবে:-
গত ২৪ শে জুলাই ২০২৪ তারিখে আদালত নির্দেশ দিয়েছিল ইডি রোজভ্যালির যে সম্পত্তি সিজ করেছে সেই সম্পত্তি রোজভ্যালির কমিটিকে (ADC) হস্তান্তর করতে হবে। প্রথমে ১২ কোটি টাকা হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে ।
হাইকোর্টের এই অর্ডার মতো যখনই ইডি রোজভ্যালি কমিটিকে টাকা ফেরত দিবে তখনই রোজভ্যালি কমিটি সেই টাকা যারা রোজভ্যালিতে ইনভেস্ট করেছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঠানো শুরু করবে ।
শুধু এই ১২ কোটি নয় সূত্র মারফত খবর রোজ ভ্যালি সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই ২১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে । সেই টাকাগুলো ইডি রোজভ্যালি কমিটিকে হস্তান্তর করবে |
রোজ ভ্যালি কমিটির একজন অন্যতম সদস্য তথা আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন আশা করা যায় যারা কম টাকা রেখেছে অর্থাৎ 200 থেকে 10000 টাকার মধ্যে তাদের পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত দেওয়া হবে এবং এই টাকা ফেরানোর কাজ তারপর ধাপে ধাপে চলতেই থাকবে ।
কারা প্রথমে টাকা ফেরত পাবে:-
মূলত যারা কম টাকা রেখেছে ২০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকার মধ্যে তাদেরকে প্রথম ধাপে টাকা ফেরত দেওয়া হবে। তারপর ধাপে ধাপে বেশি টাকা যারা রেখেছে তাদের কে টাকা ফেরত দেওয়া হবে।
কারা কত টাকা ফেরত পাবে:-
মূলত উপভোক্ততা রোজভ্যালি চিট ফান্ডে আসল যে টাকাটা রেখেছে সেই আসল টাকাটাই ফেরত পাবে। সুদের টাকা ফেরত দেওয়া হবে না।
রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার আবেদন লিংক (Rose Valley Refund Online) :- CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইট লিংক:- CLICK HERE
আরও পড়ুন:- বর্তমানে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে দেখুন । Rose Valley Refund Online
আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন : Icds Recruitment 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |