Wb Panchayat Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর । পশ্চিমবঙ্গে বিভিন্ন আশা কর্মী ( Asha Karmi) এবং ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর (Block Programme Coordinator) নিয়োগ শুরু হয়েছে।
কিভাবে এই শূন্য পদে আবেদন করবেন, অফিসিয়াল নোটিশ কিভাবে ডাউনলোড করবেন, কারা আবেদন করতে পারবে, কত টাকা বেতন দেওয়া হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো
নোটিস নম্বর :-
শূন্যপদের নাম:- আশা কর্মী ( Asha Karmi) এবং ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর (Block Programme Coordinator)
শূন্যপদের সংখ্যা:-
গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আলাদা আলাদা শূন্য পদ রয়েছে বিস্তারিত নোটিশ ডাউনলোড করে দেখে নিন । নোটিশ ডাউনলোডের লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে
শিক্ষাগত যোগ্যতা:-
আশা কর্মী পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও বাংলা ভাষায় বলা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে।
ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর (Block Programme Coordinator) এই পদে আবেদন করার জন্য স্নাতক পাস হতে হবে এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা নির্দিষ্ট শাখাতে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
আরও পড়ুন:- ৪০০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন | Kvs Recruitment 2024
বেতন :-
আশা কর্মীদের চাকরিতে মাসে ৫২৫০ টাকা ভাতা দেওয়া হয় এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে।
ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর (Block Programme Coordinator) এই চাকরিতে মাসে ১৫০০০ টাকা বেতন দেওয়া হবে
বয়স:-
আশা কর্মীদের চাকরিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তবে এসসি এবং এসটি রা ২২ বছর বয়স হলেই আবেদন করতে পারবে । সকলের ক্ষেত্রেই বয়স হিসেব করা হবে ১লা ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী ।
ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর এই চাকরিতে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে
কিভাবে নিয়োগ হবে (Wb Panchayat Recruitment 2024) :-
আশা কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে
আবেদন কিভাবে করবেন:-
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদেরকে অফলাইনে আবেদন করতে হবে । আমাদের এই প্রতিবেদনের নিচেই ফর্ম ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে । সেই লিংকে ক্লিক করে আপনারা নোটিশ এবং ফর্ম ডাউনলোড করে নেবেন ।
আরও পড়ুন:- রেলে টিকিট সেলার কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন। Railway Ticket Seller Job 2024
ফর্ম ডাউনলোড করার পর ফর্মের নির্দিষ্ট অংশে আপনার নাম , অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করবেন । ফর্মের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র গুলি একটি চিঠি পাঠানোর খামে প্রবেশ করিয়ে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার পোষ্টের মাধ্যমে পাঠাতে পারেন।
কোন ঠিকানায় আবেদন জমা করতে হবে:-
চাকরিপ্রার্থীরা নিজ নিজ এলাকার বিডিও অফিসে আবেদন জমা করবেন ।
কিছু গুরুত্বপূর্ণ তারিখ:-
এই শূন্য পদে আবেদন করার শেষ তারিখ ২৩ শে আগস্ট ২০২৪
ইন্টারভিউ এর তারিখ:- ২৫ এবং ২৬শে সেপ্টেম্বর
অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক (Wb Panchayat Recruitment 2024):- CLICK HERE
আবেদন ফর্ম ডাউনলোড করার লিংক:- CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইট:- CLICK HERE
আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS নিয়োগ কোন কোন জেলায় হচ্ছে | Wb Icds Recruitment 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |