Thursday, December 12, 2024
Homeটেক নিউজসবাইকে আধার কার্ড আপডেট করতে হবে , না হলে বিপদে পড়বেন |

সবাইকে আধার কার্ড আপডেট করতে হবে , না হলে বিপদে পড়বেন |

Aadhar Card Update: আপনার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন ।

আপনি যদি এখনও আপনার আধার আপডেট (Aadhaar Update) না করে থাকেন, তাহলে অবিলম্বে এই তারিখের আগে আধার কার্ড আপডেট করুন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

অন্যথায় পরবর্তী সময়ে চার্জ দিতে হতে পারে । বর্তমানে আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথি। ব্যাঙ্ক, অফিস, সিম ইত্যাদি সহ ছোট-বড় প্রতিটি কাজেই আধার কার্ড এখন খুবই ব্যবহার করা হয়।

তবে অনেকেই আছেন যারা প্রতি বছর কোন না কোন কারণে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করেন। এছাড়াও কিছু লোকের নাম ও ছবি ভুল হয়ে থাকে আবার কিছু লোকের বায়োমেট্রিক বিবরণ ভুল হয়ে যায়।

এমন পরিস্থিতিতে আধার কার্ড আপডেট করা খুবই প্রয়োজনীয় । তাছাড়াও যদি আপনার আধার কার্ডের বয়স ১০ বছর হয়, তবে অবশ্যই আধার কার্ড একবার আপডেট করুন।

আপনি যদি ১৪ সেপ্টেম্বর ২০২৪ এর আগে অনলাইনে আধার কার্ড আপডেট করেন তবে আপনাকে কোনও টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করতে পারবেন।

আধার কার্ডের তরফ থেকে অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি টুইট বার্তায় জানিয়েছে যে, বিনামূল্যে আধার আপডেটের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে,

তবে এই বিনামূল্যের আধার পরিষেবা ‘My Aadhaar’ পোর্টালে পাওয়া যাবে। আপনি যদি আধার কেন্দ্রে যান এবং অফলাইন মোডের মাধ্যমে আধার আপডেট করেন, তাহলে আপনাকে পরিষেবা চার্জ হিসাবে ৫০ টাকা দিতে হবে, বর্তমানে অনলাইন মোডের জন্য বিনামূল্যে রাখা হয়েছে।

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, ১২০০০ টাকা মাসিক বেতন | 10th Pass Govt Job

কি কি কাগজপত্র লাগবে:-

১) আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার আপডেটের জন্য ভোটার কার্ড ছাড়াও, প্যান কার্ড দেওয়া যেতে পারে

2) ঠিকানার প্রমানপএ হিসাবে ভোটার কার্ড দেওয়া যেতে পারে।

অনলাইনে আধার আপডেট কিভাবে করবেন (Aadhar Card Update)?

১) প্রথমে আপনাকে UIDAI ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in/ এ যেতে হবে।

২) তারপর আপডেট আধার অপশনে ক্লিক করতে হবে।

৩) তারপর আপনাকে আধার নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করতে হবে।

৪) লগইন হওয়ার পর আপনাকে ডকুমেন্ট আপডেটে ক্লিক করে যাচাই করতে হবে।

৫) তারপর আপনার পরিচয়পত্রের স্ক্যান এবং ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে।

৬) ডকুমেন্ট আপলোড করার পরেই আপনাকে Submit বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনাদের আবেদন হয়ে যাবে

বিনামুল্যে আধার আপডেটের লাস্ট ডেট:-

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার লাস্ট ডেট দেওয়া হয়েছে 14 সেপ্টেম্বর 2024

আরও পড়ুন:- মাসে ৫০০০ টাকা দিবে কেন্দ্র সরকার, নতুন প্রকল্প চালু হলো

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন শুরু দেখুন

Most Popular