Friday, November 22, 2024
Homeচাকরিভূমি দপ্তরে কর্মী নিয়োগ, মাসে ১৬০০০ টাকা বেতন | Land Department Recruitment...

ভূমি দপ্তরে কর্মী নিয়োগ, মাসে ১৬০০০ টাকা বেতন | Land Department Recruitment 2024

Land Department Recruitment 2024: চাকরির প্রার্থীদের জন্য রয়েছে বড় ধরনের সুখবর।

জেলা ভূমি দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। প্রার্থীদের নিয়োগ করা হবে কেবলমাত্র চুক্তির ভিত্তিতে। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পদের নাম- পশ্চিমবঙ্গের বিভিন্ন বি এল আরও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর (DEO- গ্রুপ- সি) পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ- পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ অফিসে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে মোট ১৬ টি।

বয়স- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

বেতনক্রম- যে প্রার্থীরা এই পদে নিয়োজিত হবেন তারা প্রতিমাসে ১৬০০০/- টাকা বেতন পাবেন।

যোগ্যতা-

গ্র্যাজুয়েশন পাশ করা প্রার্থীদের যদি কম্পিউটারে MS Office এবং Internet এর কাজ জানা থাকে সেক্ষেত্রে তারা আবেদন জানাতে পারবেন এই পদের জন্য।

আরও পড়ুন:- Data Entry Operator Job: ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি

নিয়োগের স্থান-

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ভূমি সংস্করণ দপ্তরে প্রার্থীদের নিয়োগ করা হবে। যেহেতু পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার অফিসে নিয়োগ করা হবে সেহেতু প্রার্থীদের ওই জেলার বাসিন্দা হওয়া আবশ্যিক।

আবেদন পদ্ধতি-

এই পদে আবেদন করা যাবে কেবলমাত্র অনলাইনে এর মাধ্যমে। আবেদনকারীদের প্রথমে উত্তর দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভূমি সংস্করণ দপ্তরে ডাটা এন্ট্রি পদে আবেদন করতে হবে।

আবেদন করার সময়সীমা- আবেদন করার শেষ দিন ২২ শে অক্টোবর ২০২৪।

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হবে।

পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য-

প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা হবে ৫০ নম্বরের। এই ৫০ নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকবে MCQ টাইপের। ইংরেজিতে ১০ নম্বর, গণিতে ১০ নম্বর, জেনারেল নলেজে ১০ নম্বর এবং কম্পিউটার থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।

যে প্রার্থীরা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের কম্পিউটার টেস্ট এর জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্ট নেওয়া হবে ৪০ নম্বরের। কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হলে প্রার্থীদের ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ‌ সবশেষে চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে।

অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:-  CLICK HERE

আরও পড়ুন:- পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন দেখুন | Panchayat Tax Payment Online

আরও পড়ুন:- ইন্টারভিউ এর মাধ্যমে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ| WB Anandadhara Recruitment 2024

Most Popular