Wednesday, December 11, 2024
Homeটেক নিউজপঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন দেখুন | Panchayat Tax Payment Online

পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন দেখুন | Panchayat Tax Payment Online

Panchayat Tax Payment Online: রাজ্যবাসীর জন্য খুবই খুশির খবর,

এখন থেকে আপনারা অনলাইনে পঞ্চায়েতের ট্যাক্স বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার ফোন থেকে দিতে পারবেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এতদিন আপনাদেরকে পঞ্চায়েতে গিয়ে ঘরবাড়ি, জমি জায়গার প্রোপার্টি ট্যাক্স (WB Panchayats Online Property Tax) জমা করতে হতো। কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে অনলাইনে পঞ্চায়েত ট্যাক্স জমা করার ব্যবস্থা করা হয়েছে।

কিভাবে আপনারা সেই ট্যাক্স জমা করবেন, কোন ওয়েবসাইট থেকে জমা করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব।


পঞ্চায়েত ট্যাক্স জমা করার পদ্ধতি (Panchayat Tax Payment Online):-

১) সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ করতে হবে prdtax.wb.gov.in

২) তাহলে আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের অনলাইন প্রপার্টি ট্যাক্স দেওয়ার ওয়েবসাইট খুলে যাবে।

৩) ওয়েবসাইটে আসার পর Search Assesse অপশনে ক্লিক করতে হবে

৪) তারপর মোবাইল নাম্বার দিয়ে সার্চ করুন

অথবা

আপনার জেলার নাম সিলেক্ট করুন, তারপর আপনার ব্লকের নাম সিলেক্ট করুন, তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করুন। তারপর Assesse Name ঘরে যার নামে পঞ্চায়েতের ট্যাক্স রয়েছে তার নামটি লিখুন তারপর Search Your Property অপশনে ক্লিক করুন।

৫) তাহলে আপনার এসএসসি নাম্বার, সংসদের নাম, ঠিকানা, আপনার নাম, বাবার নাম, কত টাকা ট্যাক্স বাকি রয়েছে দেখিয়ে দেবে।

৬) তারপর অনলাইনে ট্যাক্স দেওয়ার জন্য ওই পেজেই একশন অপশন এর নিচে Pay Now অপশন পাবেন ওই অপশনে ক্লিক করবেন।

৭) ওই অপশনে ক্লিক করলে প্রথমবার আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে ।

৮) প্রথমে আপনার মোবাইল নাম্বার বসিয়ে Login Now অপশন এ ক্লিক করতে হবে

৯) তারপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে । সেই ফর্মে আপনার জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার নাম, ইমেল আইডি বসিয়ে Create Account অপশন এ ক্লিক করতে হবে । তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল

১০) এবার অনলাইনে ট্যাক্স জমা করার জন্য আবার মূল ওয়েবসাইটের হোম পেজে চলে যান তারপর প্রথমবারের মতো Search Assesse অপশনে ক্লিক করতে হবে

১১) তারপর মোবাইল নাম্বার দিয়ে সার্চ করুন
অথবা
আপনার জেলার নাম সিলেক্ট করুন, তারপর আপনার ব্লকের নাম সিলেক্ট করুন, তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করুন। তারপর Assesse Name ঘরে যার নামে পঞ্চায়েতের ট্যাক্স রয়েছে তার নামটি লিখুন তারপর Search Your Property অপশনে ক্লিক করুন।

১২) তাহলে আপনার এসএসসি নাম্বার, সংসদের নাম, ঠিকানা, আপনার নাম, বাবার নাম, কত টাকা ট্যাক্স বাকি রয়েছে দেখিয়ে দেবে।

১৩) তারপর অনলাইনে ট্যাক্স দেওয়ার জন্য ওই পেজেই একশন অপশন এর নিচে Pay Now অপশন পাবেন ওই অপশনে ক্লিক করবেন।

১৪) তারপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে লগইন অপশনে ক্লিক করুন

১৫) আপনার মোবাইল নাম্বারে ৬ সংখ্যার otp পাঠানো হবে সেই ওটিপিটি নির্দিষ্ট ঘরে বসিয়ে সাবমিট করুন।

১৬) তাহলে আপনার সামনে আপনার সম্পত্তির সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবে এবং কত টাকা আপনার বাকি রয়েছে সেটা দেখিয়ে দেবে ।

১৭) যদি কোন টাকা বাকি থাকে তাহলে আপনি সেই টাকাটি ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ।

১৮) পেমেন্ট করার পর আপনাকে একটি পিডিএফ দেওয়া হবে সেটি ডাউনলোড করে রেখে দেবেন এটি আপনার ট্যাক্স জমা করার প্রমাণ পত্র

বিশেষ দ্রষ্টব্য:- প্রথমবার এই ওয়েবসাইটে ট্যাক্স জমা করার সময় আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে। পরেরবার থেকে ট্যাক্স জমা করার জন্য আর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে না , মোবাইল নাম্বার আর ওটিপির মাধ্যমে আপনারা ট্যাক্স জমা করার পেজে পৌঁছে যাবেন

ট্যাক্স জমা করার ওয়েবসাইটে লিংক :- CLICK HERE

আরও পড়ুন:- এবার জমির আধার কার্ড চালু হচ্ছে, সবাইকে এটি করতে হবে, কি সুবিধা পাবেন?

আরও পড়ুন:- Pm Kisan ১৮ তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা | Pm Kisan 18th Installment Date

আরও পড়ুন:- Karmabandhu Job 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, এক্ষুনি আবেদন করুন

Most Popular