Sunday, December 15, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পPm Kisan ১৮ তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা | Pm Kisan...

Pm Kisan ১৮ তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা | Pm Kisan 18th Installment Date

Pm Kisan ১৮ তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা | Pm Kisan 18th Installment Date:

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের কৃষকদের জন্য চালু করা সব থেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (Pm kisan) |

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ইতিমধ্যে কৃষকরা এই প্রকল্পে ১৭ তম কিস্তি পেয়ে গিয়েছেন ।এবার কৃষকরা ১৮ তম কিস্তি পাবে । ১৮ তম কিস্তি কবে দেবে? কারা সেই টাকা পাবে? বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব

এর আগে কবে টাকা দিয়েছে?

এর আগে, ১৭তম কিস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুন মাসে ২০২৪-এ দিয়েছিলো । প্রধানমন্ত্রী মোদি ১৮ জুন ২০২৪-এ উত্তর প্রদেশের বারাণসীতে ৯.২৬ কোটি কৃষককে ১৭তম কিস্তির মাধ্যমে ২১,০০০ কোটি টাকা দিয়েছিলো । তার আগে ১৬ তম কিস্তি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দিয়েছিল।

আরও পড়ুন:- Lakhir Bhandar Online Application : লক্ষীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা, পুজোর পরেই চমক আসছে

PM Kisan প্রকল্পের সুবিধা:-

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায়, যোগ্য কৃষকদের প্রতি চার অন্তর ২,০০০ টাকা বা বছরে মোট ৬,০০০ টাকা অর্থ সাহায্য করা হয়।
এই টাকা তিনটি কিস্তিতে – এপ্রিল-জুলাই, আগস্ট-নভেম্বর এবং ডিসেম্বর-মার্চ মাসে দেওয়া হয়।

এই কিস্তির টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে DBT মাধ্যমে ট্রান্সফার করা হয়। এই প্রকল্পের ঘোষণা ২০১৯-এর অন্তর্বর্তী বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি চালু করেছিলেন। বর্তমানে এটি প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) প্রকল্প হয়ে উঠেছে।

১৮ তম কিস্তির টাকা পাবার শর্ত:-

কৃষকদের পিএম কিসান প্রকল্পের টাকা পাওয়ার জন্য তিনটি শর্ত পালন করতে হবে।
১) কৃষকের ই কেওয়াইসি করা থাকতে হবে।
২) কৃষকটির ব্যাংকের সঙ্গে আধার সেটিং করা থাকতে হবে ।
৩) কৃষকটির ল্যান্ড সিডিং করা থাকতে হবে

কিভাবে স্টেটাস চেক করবেন?

১. অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান।
২. ‘Know Your Status ’ ট্যাবে ক্লিক করুন।
৩. আপনার রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা কোড দিন এবং ‘Get Data’ অপশন নির্বাচন করুন।
৪. আপনার স্টেটাস দেখিয়ে দিবে ।

PM Kisan প্রকল্পের জন্য আবেদন কিভাবে করবেন:-

১. pmkisan.gov.in-এ যান।
২. ‘New Farmer Registration’ ট্যাবে ক্লিক করুন এবং আধার নম্বর বসিয়ে দিন ।
৩. PM-কৃষক আবেদনপত্র ২০২৪-এ চাওয়া তথ্য পূরণ করুন, এটি সেভ করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্টআউট নিন। এই প্রকল্প সম্পর্কিত সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন।

Pm kisan ১৮তম কিস্তি কবে পাবেন (Pm Kisan 18th Installment Date)?

সম্প্রতি কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ ১৮ তম কিস্তিতে টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে ।

এখনো সরকারিভাবে অফিসিয়াল ডেট ঘোষণা করা হয়নি। অফিসিয়াল তারিখ ঘোষণা হলে পরবর্তী প্রতিবেদনের মাধ্যমে আমরা জানিয়ে দেবো

PM KISAN OFFICIAL WEBSITE:- CLICK HERE

আরও পড়ুন:- Pmkisan New Update: কৃষকরা ১২০০০ টাকা পাবে, ভোটের আগেই বড়ো ঘোষণা হতে চলেছে

আরও পড়ুন:- krishak bandhu online apply , krishak bandhu online registration

Most Popular