Friday, December 13, 2024
Homeট্রেন্ডিংPmkisan New Update: কৃষকরা ১২০০০ টাকা পাবে, ভোটের আগেই বড়ো ঘোষণা হতে...

Pmkisan New Update: কৃষকরা ১২০০০ টাকা পাবে, ভোটের আগেই বড়ো ঘোষণা হতে চলেছে

Pmkisan New Update: সামনেই কড়া নাড়ছে লোকসভা ভোট ( Lok Sabha Election 2024) আর এই ভোটকে কেন্দ্র করেই মোদি সরকার (Modi Government ) কৃষকদের মন পেতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ( Pradhan mantri Kisan samman nidhi) অনুদান বাড়াতে চলেছে ।
সূত্রের খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ( Pradhan mantri Kisan samman nidhi) কৃষকদের অনুদান দ্বিগুণ করার চিন্তাভাবনা করছে মোদি সরকার।


সংবাদ সংস্থা রয়টার্সের দাবি জমির মালিকানা থাকা দেশের মহিলা কৃষকদের ( Female Farmer) জন্য অনুদানের পরিমাণ দ্বিগুণ করার চিন্তাভাবনা করছে কৃষি দপ্তর ( Agriculture Department) ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এরই সাথে সাথে সমগ্র কৃষকদের জন্য অর্থাৎ পুরুষ মহিলা উভয় কৃষকদের জন্য পিএম কিষানের ( Pmkisan) টাকা ৬০০০ এর বদলে ৯০০০ করার তোড়জোড় কৃষি দপ্তর শুরু করেছে ।

২০১৯ সালে যখন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প ( Pradhan mantri Kisan samman nidhi) চালু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত এই প্রকল্পে বছরে ৬০০০ টাকায় দেওয়া হয় , কেবলমাত্র যাদের নিজের নামে জমির রেকর্ড রয়েছে তারাই এই প্রকল্পে আবেদন করতে পারে।

Pmkisan টাকা কাদের কত টাকা বাড়বে?

কিছুদিন আগেই একটি রিপোর্টে বলা হয়েছিল লোকসভা ভোটের ( Lok Sabha Election 2024) আগে কৃষকদের মন পেতে মোদি সরকার কৃষকদের ( Farmer ) জন্য বাজেটে ( Budget 2024) বেশ কিছু বরাদ্দ করতে চলেছে।

তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানোর খবরটি, সেখানে বলা হয়েছে ২০২৪ এ ফেব্রুয়ারিতে যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে সেই বাজেটে সব কৃষকদের অনুদান বাড়িয়ে বছরে ৯০০০ টাকা করা হবে।

সে ক্ষেত্রে বছরে তিনবার টাকা দেয়া হবে ৩০০০-৩০০০-৩০০০ করে ।
সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সের তরফ থেকে আজ একটি তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে দেশের মহিলা শক্তিকে আরো উজ্জীবিত করতে মহিলাদের জন্য পিএম কিষাণ প্রকল্পের (Pmkisan New Update) টাকা দ্বিগুণ করা হবে অর্থাৎ ৬০০০ এর বদলে ১২০০০ টাকা করা হবে।

আরও পড়ুনঃ Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

Pmkisan টাকা বাড়ানোর ঘোষণা কবে হবে ?

মূলত বর্তমানে যে তথ্যগুলি উঠে আসছে সেগুলি সবই কিন্তু সংবাদ সংস্থা এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর এছাড়াও বিভিন্ন অফিসিয়াল আধিকারিকদের থেকে পাওয়া খবর,

চূড়ান্ত সিদ্ধান্ত অর্থ দপ্তর এবং কৃষি দপ্তর এছাড়াও প্রধানমন্ত্রী নেবে। যদি আদেও পিএম কিষানের (Pmkisan) টাকা বাড়ে তবে সেটি ২০২৪ এর ১ লা ফেব্রুয়ারি যে অন্তর্বর্তী বাজেট (Budget 2024) পেশ হবে সেই বাজেটে ঘোষণা হতে পারে অথবা লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi) টাকা বাড়ার ঘোষণা করতে পারে,

এছাড়াও লোকসভা ভোটের পর জুন মাসে যখন পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে তখনও এটি ঘোষণা হতে পারে।
তবে সবথেকে বেশি চান্স রয়েছে ১লা ফেব্রুয়ারি ২০২৪ তারিখে যে অন্তবর্তী বাজেট পেশ করা হবে সেই বাজেটেই পিএম এর টাকা বাড়ার ঘোষণা হতে চলেছে।

Pmkisan কারা কত টাকা পাবে?

বর্তমানে পিএম কিষান প্রকল্পে বছরে ৬০০০ টাকা দেয়া হয় তিন কিস্তির মাধ্যমে ২০০০-২০০০-২০০০ করে। যদি পিএম কিষান টাকা ৯০০০ করা হয় তাহলে বছরে তিনবার টাকা দেবে ৩০০০-৩০০০-৩০০০ করে ,
আর যদি পিএম কিষান টাকা ৬০০০ এর বদলে ১২০০০ টাকা করা হয় সেক্ষেত্রে বছরে তিনবার টাকা দেবে ৪০০০-৪০০০-৪০০০ করে

তাহলে একটা পরিবারের স্বামী স্ত্রী দুজনেই কি টাকা পাবে?

পিএম কিষান প্রকল্পে (Pmkisan New Update) বেশ কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল একটি পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে কেবলমাত্র একজন টাকা পাবে ,
ফলে কোন পরিবারে স্বামী স্ত্রী দুজনের নামেই জমি থাকা সত্ত্বেও কেবলমাত্র একজনই বর্তমানে পিএম কিষান টাকা পাচ্ছে ,

তবে ২০২৪ এ যদি পিএম কিষানের নতুন নিয়ম চালু হয় তখন মহিলারাও আবেদন করতে পারবে সেরকম যদি নিয়ম আসে তাহলে, অনেক মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবে। না হলে একটি পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে কেবলমাত্র একজন কৃষক টাকা পাবে।

আরও পড়ুনঃ Pm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?

Most Popular