Sunday, December 15, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পএবার জমির আধার কার্ড চালু হচ্ছে, সবাইকে এটি করতে হবে, কি সুবিধা...

এবার জমির আধার কার্ড চালু হচ্ছে, সবাইকে এটি করতে হবে, কি সুবিধা পাবেন?

Unique Land Parcel Identification Number: আপানার যদি জমি জায়গা থেকে থাকে তবে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন । আপনারা সকলেই জানেন গত ২৩ শে জুলাই ২০২৪ তারিখে ভারতবর্ষে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এই বাজেটে কৃষকদের জন্য নানান ঘোষণা করা হয়েছে । এছাড়াও জমি জায়গার জন্যও বেশ কিছু প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এবার আধার কার্ডের মত অভিন্ন নম্বর হবে প্রতিটি জমির। মঙ্গলবার এর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা সংস্কারের একগুচ্ছ প্রস্তাব এর মধ্যে অন্যতম ছিল গ্রাম এবং শহরের জমি ব্যবস্থাপনা ।

বাজেটে কি কি প্রস্তাব আনা হলো:-

১) জমির জন্য ভূ-আধার আনার কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । কেন্দ্রের সংস্কারের প্রস্তাবগুলি রাজ্য সরকার মানবে কিনা সে বিষয়ে এখনো স্পষ্টভাবে কোন আধিকারিক কিছু বলেনি

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২) এবারের বাজেটে বলা হয়েছে গ্রামীণ এলাকায় সমস্ত জমির জন্য চালু করতে হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর (Unique Land Parcel Identification Number) অর্থাৎ ভূ আধার ব্যবস্থা। সহজ ভাষায় বললে সব জমির সরকারি তথ্য ডিজিটাল হতে হবে, আধার কার্ডের মত প্রত্যেকটি জমির আলাদা আলাদা নাম্বার থাকবে

৩) বর্তমানে সেই জমিটি কার সেই মালিকানা ধরে মহকুমা ভিত্তিক সমীক্ষার মানচিত্র তৈরি করতে হবে। সেই মানচিত্র থাকবে প্রতিটি রাজ্য সরকারের হাতে

আরও পড়ুন:- Icds Recruitment 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি দেখুন

৪) এছাড়াও জমির সঙ্গে কৃষকের রেজিস্ট্রেশন সংযুক্ত করার পরিকাঠামো থাকতে হবে।

৫) কেন্দ্রের প্রস্তাব শহরের ক্ষেত্রে ভৌগোলিকভাবে ডিজিটাল মানচিত্র থাকতে হবে।

৬) সম্পত্তি ও কর সংক্রান্ত ব্যবস্থায় থাকতে হবে তথ্যপ্রযুক্তি নির্ভর পরিকাঠামো

৭) অর্থমন্ত্রী আরো বলেছেন জমির প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা বা ব্যবস্থাপনার প্রক্রিয়া এবং পরিকল্পনার প্রক্রিয়া সংস্কার করতে হবে।

৮) নগর পরিকল্পনার ব্যবহার এবং বাড়ি সংক্রান্ত আইনের কিছু সংস্কার প্রয়োজন। ইতিমধ্যেই রাজ্যের তরফে দাবী করা হচ্ছে মানচিত্র তৈরিতে ইতিমধ্যে সরকার পদক্ষেপ শুরু করেছে ।

আরও পড়ুন:- Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024

জমির ভূ আধার করার সুবিধা কি হবে (Unique Land Parcel Identification Number) :-

১) যদি প্রত্যেকটি জমির আলাদা আলাদা নাম্বার হয় এবং কৃষকদের সঙ্গে সেই জমি রেজিস্ট্রেশন করা হয় তাহলে জমি সংক্রান্ত নানান সমস্যা সহজেই সমাধান করা যাবে

২) সরকারি প্রকল্পের টাকা পেতে কৃষকদের আর সমস্যা হবে না ।

৩) জমি জায়গার রেজিস্ট্রেশন, মিউটেশন করতে ও রেকর্ড করতে সমস্যা হবে না ।

৪) জমি কেনা বেচা করতে সমস্যা হবে না, জমির মালিকানা পরিবর্তন ও শ্রেণী পরিবর্তন করতে সমস্যা হবে না

কিভাবে আবেদন করবেন:-

এই প্রস্তাবটি যেহেতু ২৩ শে জুলাই ২০২৪ তারিখে বাজেটে ঘোষণা করা হয়েছে সেহেতু এখনও এর আবেদন শুরু হয়নি। এর আবেদন শুরু হলে কৃষকদেরকে এর জন্য কি করতে হবে পরবর্তী সময়ে আমরা প্রতিবেদনের আকারে আবারও জানিয়ে দেবো।

আরও পড়ুন:- krishak bandhu online apply , krishak bandhu online registration

Most Popular