Nabard Office Attendant: সকল যোগ্য চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের নাবার্ড অফিসে চাকরির সুযোগ।
দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
এখানে Office Attendant স্টাফ নিয়োগ করা হবে। সকল যোগ্য বেকার যুবক যুবতীরা এই পদে (NABARD Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।
আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।
নিয়োগ সংস্থা: National Bank for Agriculture and Rural Development (NABARD)
পোস্টের নামঃ Office Attendant (Group-C)। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
মোট শুন্যপদঃ এখানে ১০৮ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে ৪টি শূন্যপদ আছে।
1.UR ৫৪ টি
2.OBC ২৮ টি
3.ST ১২ টি
4.EWS ১০ টি
5.SC ৪ টি
বয়সসীমাঃ
০১/১০/২০২৪ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।
যোগ্যতাঃ
স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সকল প্রার্থী এই পদে (NABARD Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
বেতনঃ
এই পদে (NABARD Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের সাধারণত প্রতি মাসে বেতন হিসাবে ১০,৯৪০/- টাকা দেওয়া হবে। তবে সব ভাতা নিয়ে মাসের শেষে ৩৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নাবার্ড অফিস সহায়ক পদের কর্মপদ্ধতি (NABARD Office Attendant):
১) অফিসের নথিপত্র সরবরাহ এবং ব্যবস্থাপনা: ফাইল বা কাগজপত্র সঠিক সময়ে সরবরাহ করা এবং কাজ শেষে সেগুলি যথাস্থানে সংরক্ষণ করা।
২) রেকর্ডের রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ: বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির সেলাই ও বাঁধাইয়ের কাজ করা।
৩) কর্মীদের জন্য পরিষেবা: কর্মচারীদের জল, পানীয়, এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চা বা খাবার প্রস্তুত ও পরিবেশন করা।
৪) অতিরিক্ত দায়িত্ব: লিফট অপারেট করা, ইলেকট্রিক ওয়্যারিং দেখাশোনা করা, বা রান্নার কাজ করা।
৫) অফিস সরঞ্জাম ব্যবহার: জেরক্স মেশিন বা অন্যান্য অফিস সরঞ্জাম সঠিকভাবে পরিচালনা করা।
আবেদন ফি:
এই পদে (NABARD Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে।
1. আবেদন ইচ্ছুক প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি দিতে হবে।
2.SC/ ST/ OBC PWD/ EXS শ্রেণির প্রার্থীদের ৫০/- টাকা আবেদন ফি দিতে হবে।
আরও পড়ুন:- মাধ্যমিক পাশে রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ |NABARD Recruitment 2024
নিয়োগ প্রক্রিয়া (Nabard Office Attendant Selection Process):
এই পদে যোগ্য প্রার্থীদের বেছে নিতে দুটি পরীক্ষা নেওয়া হবে।
1. Online Test (120 Marks)
2. Language Proficiency Test- Qualifying Nature.
Language Proficiency Test – এই পরীক্ষাটি প্রার্থীদের নির্বাচিত রাজ্যের মাতৃভাষায় হবে। যেমন – পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা ভাষায় হবে।
Nabard Office Attendant Syllabus
Nabard Office Attendant Syllabus 2024 | |
বিষয় | নম্বর |
ইংরেজি | 30 নম্বর |
রিজনিং | 30 নম্বর |
জেনারেল অ্যাওয়ারনেস | 30 নম্বর |
Total Marks | 120 নম্বর |
Duration | 90 মিনিট |
Negative Marking | 1/4 th |
পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র (Nabard Office Attendant Exam Centre in West Bengal)
পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলোর লিস্ট নিচে দেওয়া রইলোঃ
1.দুর্গাপুর
2.কলকাতা
3.আসানসোল
4.বর্ধমান
5.শিলিগুড়ি
6.হুগলি
7.কল্যানী
আবেদন পদ্ধতিঃ
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। এই www.nabard.org ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
গুরত্বপূর্ণ তথ্য:
EWS ক্যাটাগরিতে আবেদনকারী প্রার্থীদের জন্য বৈধ EWS সার্টিফিকেট আবশ্যক। বিজ্ঞপ্তি অনুযায়ী, সার্টিফিকেটটি ২০২৪-২৫ অর্থবর্ষের হতে হবে বা ১ এপ্রিল, ২০২৪ এর পরে ইস্যু হওয়া উচিত।
আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।
আবেদন শেষঃ যা চলবে আগামী ২১/১০/২০২৪ তারিখ পর্যন্ত।
অফিসিয়াল নোটিশ: CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE
আরও পড়ুন:- লিখিত পরীক্ষা ছাড়াই পৌরসভায় চাকরি! KMC Recruitment 2024
আরও পড়ুন:- জেলাশাসক দপ্তরে কর্মী নিয়োগ | DPM Recruitment West Bengal
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |