Rose Valley Refund Online: রোজভ্যালি আমানতকারীদের (Rose Valley Return Money) জন্য গুরুত্বপূর্ণ খবর, কারণ তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) প্রথম ধাপে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে (ADC) ১৯ কোটি ৪০ লক্ষ টাকা প্রদান করেছে। এই অর্থ এখন প্রতারিত আমানতকারীদের মধ্যে বিতরণ করা হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, রোজভ্যালি চিটফান্ড (Rose Valley Return Money) মামলার সমাধান করতে এই প্রক্রিয়া শুরু হয়েছে।
ED সূত্রে জানা যায়, সংস্থার তিন উচ্চপদস্থ আধিকারিক অ্যাসেট ডিসপোজাল কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে বৈঠক করেন। এখানে মূলত প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
রোজভ্যালি (Rose Valley) থেকে বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা ADC-র হাতে তুলে দেওয়া হয়েছে। এই অর্থ থেকে প্রথম ধাপে যারা ছোট পরিমাণে জমা করেছিলেন, অর্থাৎ ২০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত জমা রাখা আমানতকারীরা টাকা ফেরত পাবেন।
পশ্চিমবঙ্গের বিশেষ আদালতের নির্দেশে, রোজভ্যালির সম্পত্তি নিলাম করে এবং ওই অর্থ আমানতকারীদের মধ্যে বিতরণ (Rose Valley Return Money) করা হচ্ছে।
একটি বিশেষ ওয়েবসাইট (rosevalleyadc.com) তৈরি করা হয়েছে, যেখানে আমানতকারীরা নিজেদের তথ্য জমা দিয়ে টাকা ফেরতের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীদের নথিপত্র যাচাই করে প্রাপ্য টাকা প্রদান করা হবে।
এই প্রক্রিয়া আদালতের নজরদারিতে চলবে, এবং প্রথম পর্যায়ের টাকা দুর্গাপূজার আগেই আমানতকারীদের (Rose Valley Return Money) ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
আরও পড়ুন:- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe
কিভাবে চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার আবেদন করবেন (Rose Valley Refund Online) :-
কিভাবে চিট ফান্ডের টাকা ফেরতের আবেদন করবেন সেই নিয়ে আমরা বিস্তারিত আগেই প্রতিবেদন দিয়েছিলাম অনুগ্রহ করে এখানে ক্লিক করে সেটি দেখে নিন (এখানে হাত দিন)
কিভাবে স্ট্যাটাস চেক করবেন (Rose Valley Status Check):-
১) স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন rosevalleyadc.com
২) তারপর আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে । অফিসিয়াল ওয়েবসাইটের Investors অপশনে ক্লিক করুন
৩) তারপর আপনার সার্টিফিকেটের নাম্বার এবং ক্যাপচা কোড ফিল করে সাবমিট করুন । তাহলেই আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে।
স্ট্যাটাসে দেখতে পাবেন আপনি কত টাকা ফেরত পাবেন এবং আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে
যারা টাকা পাচ্ছে তাদের স্ট্যাটাসে কি আপডেট এসেছে:-
যখন আপনারা রোজ ভ্যালির চিটফান্ডের স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাসে অনেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আপডেট দেখাবে।
Your Application Is pending. Verification will be started shortly এই স্ট্যাটাস এর মানে কি:-
যদি আপনি আপনার স্ট্যাটাসে দেখতে পান Your Application Is pending. Verification will be started shortly তাহলে বুঝবেন ,
আপনার অনলাইনে আবেদনটি এখনো যাচাই করা হয়নি খুব শিগগিরই আপনি যে অনলাইনে আবেদন করেছেন সমস্ত কাগজপত্র যাচাই করার পর যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হন আপনার আবেদনটি এপ্রুভ করে দেবে |
তারপরে আপনি আপনার ব্যাংক একাউন্টে পরবর্তী স্ট্যাটাস আসার পর টাকা পাবেন।
Payment already made for this certificate number এই স্ট্যাটাস এর মানে কি :-
অনেকের স্ট্যাটাসে দেখাচ্ছে Payment already made for this certificate number । এই সকল উপভোক্তাদের জন্য খুশির খবর এই সকল উপভোক্তাদের বর্তমানে এখন টাকা একাউন্টে দিচ্ছে।
স্ট্যাটাসে যদি এই ধাপটি আছে তাহলে বুঝবেন আপনি খুব শিগগিরই আপনার ব্যাংকে টাকা পাবেন। কারণ এই ধাপটিই হল ফাইনাল ধাপ।
এই স্ট্যাটাসের মানে হল আপনার আবেদনটি যাচাই করা হয়েছে এবং আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য খুব শিগগিরই আপনার ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হবে।
আরও পড়ুন:- Pm kisan টাকা ৬০০০ বদলে ১০০০০ টাকা হবে, বড়ো ঘোষণা সরকারের
কবে টাকা ফেরত দেবে (Rose Valley Refund) :-
অ্যাসেট ডিসপোজাল কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি এবং চেয়ারপার্সন দিলীপ শেঠ বলেন, ৭৩৪৬ জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ (03/10/2024) টাকা পাঠানো হয়েছে। এবার প্রত্যেক মাসে ধাপে ধাপে বাকি আমানতকারীরা টাকা পাবেন।
পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত দেওয়া হবে এবং এই টাকা ফেরানোর কাজ তারপর ধাপে ধাপে চলতেই থাকবে ।
কারা প্রথমে টাকা ফেরত পাবে:-
মূলত যারা কম টাকা রেখেছে ২০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকার মধ্যে তাদেরকে প্রথম ধাপে টাকা ফেরত দেওয়া হবে। তারপর ধাপে ধাপে বেশি টাকা যারা রেখেছে তাদের কে টাকা ফেরত দেওয়া হবে।
কারা কত টাকা ফেরত পাবে:-
মূলত উপভোক্ততা আসল যে টাকাটা রেখেছে সেই আসল টাকাটাই ফেরত পাবে।
রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার আবেদন লিংক (Rose Valley Refund Online) :- CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইট লিংক:- CLICK HERE
আরও পড়ুন:- বর্তমানে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে দেখুন । Rose Valley Refund Online
আরও পড়ুন:- ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension
আরও পড়ুন:- পুরুষদের জন্য খুশির খবর! প্রতি মাসে ১০০০ টাকা, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে!
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |