Thursday, December 12, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram...

ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

E Shram Card 3000 Pension: বেকার যুবক-যুবতী এবং শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার এক বড় ধরনের সুখবর এনেছে।

ই- শ্রম কার্ড বা শ্রমিক কার্ড (E Shram Card) কার্ডের মাধ্যমে টাকা পাবে ভারতবর্ষের শ্রমিকরা। তবে এবার প্রশ্ন হল যে ই-শ্রমকার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে? আবেদনের জন্য প্রার্থীদের কি যোগ্যতা পূরণ করতে হবে? কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন? ইত্যাদি প্রশ্নের উত্তর পাবেন এই আর্টিকেলেই।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ই শ্রম কার্ড কি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ভারতবর্ষের শ্রমিকদের জন্য এই ই-শ্রমকার্ডের ব্যবস্থা করেন। মূলত ভারতবর্ষের অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ই-শ্রম কার্ডের (E Shram Card) সুবিধা চালু করা করা হয়েছে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, যে সমস্ত মানুষের স্থায়ী আয়ের কোনো উৎস নেই তাদের ভবিষ্যতে নিরাপত্তা দেওয়া। এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ন্যূনতম ১৬ বছর হতে হবে।

এই প্রকল্পের উপভোক্তারা ষাট বছর বয়স হলেই তিন হাজার টাকা করে পেনশনের সুবিধা পাবে। এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রায় কুড়ি কোটি মানুষ এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। প্রায় ২ কোটির বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে।

ই শ্রম কার্ডের সুবিধাসমূহ:-

ই শ্রমকার্ডে নাম নথিভুক্ত করলে উপভোক্তারা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল

১) ই শ্রমকার্ডের মাধ্যমে প্রার্থীদের ৬০ বছর বয়স হলে তিন হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন।

২) কোনো দুর্ঘটনার কারণে প্রার্থীর মৃত্যু বা অঙ্গহানি হলে তার পরিবার এককালীন দুইলক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে। যদি আংশিক অঙ্গহানি হয় সেক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াবে এক লক্ষ টাকা।

৩) যেসকল ই-শ্রমকার্ডের উপভোক্তাদের নিজস্ব বাড়ি নেই তাদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার।

৪) এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদেরও আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার। যে সকল গর্ভবতী মায়েরা কাজ করতে সক্ষম নন তাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার।

৫) E-Shram কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার।

আরও পড়ুন:- Pm Kisan ১৮ তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা | Pm Kisan 18th Installment Date

E-Shram Card এর যোগ্যতা:-

১) এই শ্রমকার্ডের আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে।

২) যে সকল মানুষেরা আয়ের নির্দিষ্ট কোনো উৎস পান না তারাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন।

৩) যারা সরকারকে আয়কর প্রদান করেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

৪) EPFO বা ESIC এর সদস্যরা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন না।

প্রয়োজনীয় নথি:-

এই শ্রমকার্ডে আবেদনের জন্য যে সকল নথিগুলির প্রয়োজন হবে সেগুলি হল

১) আবেদনকারীর আধার কার্ড (Aadhaar Card)
২) প্যান কার্ড (PAN Card)
৩) নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি
৪) ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের জন্য পাস বইয়ের প্রথম পাতার কপি।
৫) আধার কার্ডের সাথে লিংক থাকা মোবাইল নাম্বার।

ই-শ্রম কার্ডের আবেদন প্রক্রিয়া:-

ই-শ্রম কার্ডের আবেদন করার জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না। আপনি খুব সহজেই বাড়িতে বসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

১) আবেদন করার জন্য আপনাকে প্রথমে ই-শ্রম কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) ওই ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বটানে ক্লিক করুন।

৩) ‘Registration on E Labour’ অপশনটিকে নির্বাচন করুন।

৪) এরপর আপনাকে একটি মোবাইল নম্বর ইন্টার করতে বলবে। সেখানে আপনার আধার কার্ডের সাথে লিংক থাকা মোবাইল নম্বরটি ইনপুট করুন।

৫) ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি সঠিকভাবে ইনপুট করুন।

৬) এরপর আপনার নিজের সম্পূর্ণ বিবরণ যেমন কাজের বিবরণ, ব্যাংকের বিবরণগুলো সঠিকভাবে পূরণ করুন।

৭) আবেদন করার পর আপনার স্থিতি চেক করুন।

E Shram Card 3000 Pension ONLINE APPLY LINK:- CLICK HERE

আরও পড়ুন:- পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন দেখুন | Panchayat Tax Payment Online

আরও পড়ুন:- বড়ো খবর: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন

Most Popular