Mamata New Scheme: ভুয়া খবর ও নকল ভিডিও প্রতিরোধে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাইবার অপরাধ দমনে মহিলাদের সক্রিয়ভাবে যুক্ত করার জন্য তিনি এক অভিনব উদ্যোগ নিয়েছেন। যারা ভুয়া খবর শনাক্ত করতে সক্ষম হবেন, তাঁদের পুরস্কৃত করা হবে এবং প্রয়োজনে চাকরির ব্যবস্থাও করা হবে।
রবিবার একাধিক পুজোর উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “সন্দেহজনক ভিডিও বা পোস্ট দেখলেই মেয়েরা প্রথমে ‘ফেক’ লিখে তা পুলিশের কাছে পাঠাবেন।
আরও পড়ুন:- কৃষকদের ভাতা চালু, মাসে ১০০০ টাকা দিবে মমতা | ফর্ম জমা করুন
ফেসবুক, টুইটার বা অন্য যে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই কাজ করা যাবে।” তিনি আরও জানান, মহিলাদের জন্য থাকছে একশোটি পুরস্কার এবং চাকরির সুযোগ (Mamata New Scheme)।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “এই কাজটা মেয়েরাই ভালোভাবে করতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) সাহায্যে ভুয়া ভিডিও বা খবর তৈরি এখন খুবই সহজ হয়ে গিয়েছে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে মেয়েদের জোট বাঁধা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “যারা সাইবার অপরাধ করে, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাই মেয়েরা একসঙ্গে কাজ করে এই অপরাধ দমন করতে পারলে সমাজে একটা বড় পরিবর্তন আসবে।”
আরও পড়ুন:- বাড়ি তৈরির ১২০০০০ টাকা কারা পাবে? কারা পাবেনা চেক করুন | Banglar Bari List
আরও পড়ুন:- ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |