Free Ration New Update: সম্প্রতি কেন্দ্র সরকার ভারতবর্ষের দরিদ্র মানুষদের জন্য দশেরা উপলক্ষে বিশেষ কিছু উপহার দিতে চলেছে।
ভারতবর্ষে এখনো পর্যন্ত বহু দরিদ্র মানুষ আছে যাদের দুবেলা ঠিকভাবে খাওয়া হয় না। এই সকল দরিদ্র মানুষদের জন্য কেন্দ্র সরকার বিনামূল্যে চাল বিতরণ করবে।
মন্ত্রিসভায় এই ধরনের একটি প্রকল্প সাম্প্রতিককালে অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের জন্য বিজেপি সরকার (BJP Goverment) প্রায় ১৭ কোটি টাকা বিনিয়োগ করেছে। ২০২৪ সালের জুলাই থেকে শুরু হবে এই চাল বিতরণ চলবে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত।
বিনামূল্যে চাল বিতরণ করা হবে
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi, Prime Minister of India) নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের স্থির হয় যে খাদ্য আইন এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের অধীনে ১৭,০৮২ কোটি বরাদ্দ করা হবে।
এই প্রকল্পের মাধ্যমে ২০২৪ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত গরীব মানুষদের জন্য বিনামূল্যে চাল (Free Rice) বিতরণ করা হবে।
বহু পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ ফোর্টিফাইড চাল (Fortified Rice) মানুষের রক্তাল্পতা দূর করতে এবং মানুষের মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি দূর হতে সাহায্য করে। তাই মানুষের এই কল্যাণের জন্য বিনামূল্যে চাল বিতরণ করা অত্যন্ত প্রয়োজনীয়।
আরও পড়ুন:- ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension
এই প্রকল্পের উদ্দেশ্য (Fortified Rice Benefits) :-
২০১৯ এবং ২০২১ সালের মধ্যে পরিচালিত ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেতে (NFHS-5) দেখা গেছে ভারতের বহু সংখ্যক জনগোষ্ঠীর রক্তস্বল্পতা ও অপুষ্টিগত রোগে ভোগে।
আয়রনের ঘাটতির পাশাপাশি অন্যান্য ভিটামিন এবং খনিজগুলির ঘাটতি যেমন ভিটামিন বি 12 এবং ফলিক অ্যাসিডের মাথা কম থাকে। আর এই ভারতবর্ষের ৬৫% মানুষ প্রধান খাদ্য হিসেবে ভাতকেই ব্যবহার করে থাকে।
তাই মানুষের শারীরিক উন্নতির জন্য চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এই চালের সাথে FSSAI দ্বারা নির্ধারিত মান অনুসারে মাইক্রোপুষ্টি উপাদান ( যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12) সমৃদ্ধ ফোর্টিফাইড রাইস কার্নেল (FRK) যোগ করা প্রয়োজনীয় (Free Ration New Update)।
আরও পড়ুন:- বাড়ি তৈরির ১২০০০০ টাকা কারা পাবে? কারা পাবেনা চেক করুন | Banglar Bari List
আরও পড়ুন:- দুর্গাপূজার জন্য অতিরিক্ত রেশন দেবে, কোন কার্ডে কত রেশন দেবে দেখুন
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |