Wednesday, December 11, 2024
Homeটেক নিউজ২০১৯ সালের আগের গ্যাস কানেকশন থাকলে এই কাজটি করতে হবে

২০১৯ সালের আগের গ্যাস কানেকশন থাকলে এই কাজটি করতে হবে

Lpg Gas Kyc: বর্তমান সময়ের মানুষজন কাঠের জ্বালানি ছেড়ে রান্নার জন্য গ্যাসকেই ব্যবহার করে।

যে সকল গ্রাহকদের গ্যাসের কানেকশনে আছে তাদের জন্য কেন্দ্র সরকার এক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

তবে সমস্ত গ্রাহকদের জন্য এই নিয়মটি নয়। যে সকল গ্রাহকদের ২০১৯ সালের আগে গ্যাসের কানেকশন নেওয়া তাদেরকেই এই নিয়মটি মেনে চলতে হবে। এই নিয়মের অনর্থা হলে বন্ধ করা হতে পারে গ্যাসের কানেকশন, কিম্বা গ্যাস বুক করা যাবে না।

গ্যাস সিলিন্ডারের অপব্যবহার বন্ধ করার জন্য কেন্দ্র সরকার এই গ্যাসের কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। বেশ কিছু অসাধু ব্যবসায়ী তাদের ব্যবসার লাভের জন্য গৃহস্থালির গ্যাস সিলিন্ডার কে ব্যবহার করছে।

এই কাজটি আইনত দণ্ডনীয় অপরাধ।  এই অপরাধ কে বন্ধ করার জন্য অবিলম্বে গ্যাসের কেওয়াইসি করা প্রয়োজন। গ্যাসের কেআওয়াইসি (Gas Kyc) করলে সহজেই বোঝা যাবে যে আপনার গ্যাসটি সঠিক কার্যের ব্যবহৃত হচ্ছে কিনা।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি করার প্রক্রিয়া

রান্নার গ্যাসের জন্য কেওয়াইসি করতে গেলে আপনাকে ডিস্ট্রিবিউটারের ওয়েবসাইট বা অফিসে গিয়ে করতে হবে।

আরও পড়ুন :- মাসে ৩০০০ টাকা ভাতা সব কৃষকদের দিচ্ছে | অনলাইনে আবেদন করুন | PM Kisan Mandhan Yojana

এই KYC জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলির প্রয়োজন হবে সেগুলি হল (Lpg Gas Kyc Update Online)-

1) আধার কার্ড,

2) মোবাইল নম্বর এবং

3) কনজিউমার নম্বর।

বর্তমান সময়ে রান্নার গ্যাসের দাম রয়েছে ৯০৩ টাকা। সাধারণ মানুষদের জন্য ৪৮ টাকা এবং উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য ৩০০ টাকার ভর্তুকি দেওয়া হয়।

তাহলে দেখা যাচ্ছে সাধারণ গ্রাহকদের গ্যাস সিলিন্ডার প্রতি খরচ পড়ছে ৮৫৫ টাকা এবং উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকদের জন্য মাত্র ৫৫০ টাকা গ্যাস সিলিন্ডারের দাম ধার্য করা হয়েছে।

এই KYC করার অংশ হিসেবে Liquefied petroleum gas এজেন্সির কর্মীরা প্রতিটি গ্রাহকের বাড়িতে গিয়ে গ্যাসের ওভেন পাইপ সমস্ত কিছু পরীক্ষা করে নেবেন।

যদি কোনো গ্রাহকের গ্যাসের কোনো সমস্যা থাকে তাহলে সেই জিনিসগুলি পরিবর্তন করার পরামর্শ দেওয়া হবে। কেন্দ্র সরকার এই বিবৃতিতে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে ২০১৯ সালের আগের হোশ পাইপ থাকলে সেটিকে পরিবর্তন করতে হবে।

এর পাশাপাশি কেন্দ্র সরকার পষ্ট ভাবে উল্লেখ করেছে যে ৩১শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে যদি কোনো গ্রাহক গ্যাসের কেওয়াইসি না করেন তবে তাদের গ্যাসের কানেকশন টি বন্ধ হওয়ার মতো জটিল সমস্যার সম্মুখীন হতে পারে।

কীভাবে KYC জমা করবেন (Lpg Gas Kyc Online) ?

তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, রান্নার গ্যাসের ডিলারের দফতরে গিয়ে KYC নথি জমা দিতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই KYC জমা নেওয়ার কাজ। তবে কোনও গ্রাহক চাইলে e-KYC জমা করতে পারেন। সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার ব্যবস্থা থাকতে হবে।

ক) প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন www.mylpg.in, তারপর ডানদিকে দেখতে পাবেন LPG Subscription Id (17 Digit) লেখার জায়গা রয়েছে। সেখানে আইডিটা লিখে সাবমিট অপশনে ক্লিক করুন।

খ) এরপর ক্লিক করুন Track Your Refil অপশনে।

গ) এরপর স্ক্রিনের বাঁদিকে দেখতে পাবেন Aadhar Authentication Option, সেখানে ক্লিক করে আপনার আধার নম্বরের শেষ ৪টি সংখ্যা দেখে মিলিয়ে captcha code বসিয়ে সাবমিট করুন।

ঘ) এরপর মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটা লিখলেই authentication সম্পূর্ণ হবে।

ঙ) এরপর ফের একবার Aadhar Authentication Option-এ ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার e-KYC সম্পূর্ণ হয়ে গিয়েছে।

তবে চাইলে অফিসে গিয়ে আপনি KYC নথি জমা করতেই পারেন।

আরও পড়ুন :- ৬০০০ টাকা পুজোর উপহার দিচ্ছে মমতা, কিভাবে পাবেন! Durga Puja

আরও পড়ুন :- কৃষকদের ভাতা চালু, মাসে ১০০০ টাকা দিবে মমতা | ফর্ম জমা করুন

Most Popular