Tuesday, December 3, 2024
Homeপ্রকল্পলক্ষীর ভান্ডার বড় ঘোষণা মমতার, কালীপূজার পরেই নতুন চমক | Lakhir Bhander...

লক্ষীর ভান্ডার বড় ঘোষণা মমতার, কালীপূজার পরেই নতুন চমক | Lakhir Bhander New Update

Lakhir Bhander New Update: লক্ষীর ভান্ডার প্রকল্পে খুবই খুশির খবর । এবার সবাই পেতে চলেছেন ব্যাংকে টাকা

লক্ষ্মীর ভান্ডার (Lakhir Bhandar) প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) ২০২১ সালে চালু করেছিলেন। লক্ষীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা, পুজোর পরেই চমক আসছে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Lakhir Bhander New Update

অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয় এই লক্ষ্মীর ভান্ডার (Lakhir Bhandar) প্রকল্পের মাধ্যমে।

এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী (West Bengal Chief Minister) এক বড় ধরনের ঘোষণা করলেন। আর এই ঘোষণের ফলে বহু মহিলারা উপকৃত হবে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির  (Mamata Banerjee) অবিস্মরণীয় প্রকল্পগুলি হল রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী প্রভৃতি। লক্ষ্মীর ভান্ডার (Lakhir Bhandar) প্রকল্প শুরু করার পরে মুখ্যমন্ত্রীর জয়-জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে।

চলতি বছরের লোকসভা নির্বাচন এবং শহীদ স্মরণ মুখ্যমন্ত্রী একই সঙ্গে পালন করেন। ভোটে জয়ের বড় কারণ হিসেবে অনেকেই এই লক্ষ্মীর ভান্ডারের (Lakhir Bhander New Update) মাস্টার স্টোককেই দেখেন।

বিশেষজ্ঞরা মেনে নিয়েছেন যে এই লক্ষ্মীর ভান্ডারের জন্যই তৃণমূলের পশ্চিমবঙ্গে উত্থান ঘটেছে। ২১ শে জুলাই এর মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেছিল লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে এক বড় ধরনের সিদ্ধান্তের কথা।

আরও পড়ুন: বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ শুরু, এক্ষুনি ফর্ম জমা করুন | Teacher Recruitment 2024

এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমান সময়ে SC, ST ক্যাটাগরির মেয়েরা ১২০০ টাকা  এবং OBC, GENERAL ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা প্রতি মাসে পান।

এখনো বহু মানুষ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন পত্র জমা দিয়েছে স্থানীয় ব্লক এবং দুয়ারে সরকার ক্যাম্পে। ওই সব মহিলারা আবেদনপত্র এই প্রকল্পের জন্য জমা করলেও তাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছায়নি।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা দেওয়া হয়নি। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন দের টাকা দেওয়ার কাজ এখন বন্ধ রয়েছে।

মুখ্যমন্ত্রী আরো বলেছিলেন দূর্গা পূজার পরে ই নতুনদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। সেইমত এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে ওই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে।

এখনো পর্যন্ত প্রায় ২ কোটির বেশি মানুষ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম লিখিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী জন্য ৬০ হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার।

একুশে জুলাই এর ওই মঞ্চে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাংলার মানুষের ঘর করারও টাকা দেওয়া হবে। যারা ইতিমধ্যেই ঘর করার টাকার জন্য আবেদন জমা দিয়েছেন তাদের লিস্ট তৈরি হয়ে গেছে।

ওই লিস্ট অনুযায়ী সম্প্রতি সার্ভের কাজ শুরু হবে। ইতিমধ্যে রাজ্য সরকার ৪৩ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে। কিন্তু ১১ লক্ষ্য বাড়ির জন্য এখনো কেন্দ্র থেকে সরকারকে টাকা পাঠায়নি।

LAKHIR BHANDAR STATUS CHECK: CLICK HERE

আরও পড়ুন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

আরও পড়ুন: সুখবর: মুখ্যমন্ত্রী মমতা ১৮০০০ টাকা দিচ্ছে | অনলাইন আবেদন করুন | Swami Vivekananda Scholarship

Most Popular