Saturday, December 14, 2024
Homeচাকরিবিদ্যালয়ে শিক্ষক নিয়োগ শুরু, এক্ষুনি ফর্ম জমা করুন | Teacher Recruitment 2024

বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ শুরু, এক্ষুনি ফর্ম জমা করুন | Teacher Recruitment 2024

Teacher Recruitment 2024: রাজ্যের Eklavya Model Residential School-এ চুক্তিভিত্তিক ভাবে Guest Teacher পদে কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যারা বিদ্যালয়ে শিক্ষকতা করতে ইচ্ছুক তাদের জন্য এই সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আবেদন প্রক্রিয়া, কোন বিষয়গুলোতে অতিথি শিক্ষক নিয়োগ করা হচ্ছে, কতদিন পর্যন্ত আবেদন চলবে, মাসিক বেতন কত এবং যোগ্যতার শর্তাবলী সহ অন্যান্য বিস্তারিত বিষয়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Teacher Recruitment 2024

পদের বিবরণ:

১. রসায়ন (Chemistry, TGT) শিক্ষক:

বিষয়: উচ্চমাধ্যমিক পর্যায়ে রসায়ন (Chemistry) বিষয়ে পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে।

বেতন: প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc (Hons. Chemistry) ডিগ্রি সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি B.Ed ডিগ্রি থাকা আবশ্যক।

এই পদে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রদের জন্য বিষয়ভিত্তিক পড়ানোর দায়িত্ব পালন করতে হবে। পাঠদানের ক্ষেত্রে প্রার্থীকে বিষয়ভিত্তিক দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে।

২. সাঁওতালি (Santali, TGT) শিক্ষক:

বিষয়: উচ্চমাধ্যমিক স্তরে সাঁওতালি (Santali) ভাষায় পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বেতন: প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন।

যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.A (Hons. Santali) ডিগ্রি এবং B.Ed ডিগ্রি থাকতে হবে।

এই পদে আবেদনকারীকে সাঁওতালি ভাষায় দক্ষ হতে হবে এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সাঁওতালি ভাষায় পড়ানোর ক্ষমতা থাকতে হবে।

৩. ইতিহাস (History, TGT) শিক্ষক:

বিষয়: ইতিহাস বিষয়ে উচ্চমাধ্যমিক স্তরে পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে।

বেতন: মাসিক বেতন থাকবে ১২,০০০ টাকা।

যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.A (Hons. History) ডিগ্রি এবং B.Ed ডিগ্রি সম্পন্ন করতে হবে।

এই পদে নিয়োগকৃত শিক্ষককে ইতিহাস বিষয়ে সমসাময়িক এবং প্রাচীন ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদানের দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন :- ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ফি লাগবে না | Calcutta University Recruitment

বয়সসীমা:

আবেদনকারীর বয়স হতে হবে ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী:

সর্বনিম্ন বয়স: ১৮ বছর।

সর্বোচ্চ বয়স: ৩৮ বছর।

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। পশ্চিম বর্ধমানের অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের সঙ্গে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা:

To,

The Office Of The PO-cum-DWO,

BCW & TD, Paschim Bardhaman,

1st Floor/2nd Floor, SDO Office Building,

Asansol-713304.

আবেদন শুরু: বর্তমানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ০৫/১১/২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।

আবেদনের সঙ্গে যে নথি জমা দিতে হবে:

১. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।

২. জন্মতারিখের প্রমাণপত্র হিসাবেমা ধ্যমিকের এডমিট কার্ড।

৩. অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)।

৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

৫. আধার কার্ড বা ভোটার কার্ড।

৬. একটি বৈধ মোবাইল নম্বর।

৭. একটি বৈধ ইমেল আইডি।

৮. অন্যান্য প্রাসঙ্গিক নথি (যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে)।

অফিসিয়াল নোটিশ: CLICK HERE

FORM DOWNLOAD: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন এবং আপনার যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করার সুযোগ নিন!

আরও পড়ুন :- কৃষি দপ্তরে গ্রুপ C ,D পদে নিয়োগ , অনলাইনে আবেদন করুন | NFL Recruitment 2024

আরও পড়ুন :- খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ শুরু, অনলাইন আবেদন করুন | Food Department Recruitment

Most Popular