Wednesday, December 11, 2024
Homeটেক নিউজPm kisan প্রকল্পে ভয়ংকর বিপদ, সব টাকা কেটে নিবে, সতর্ক করলো পুলিশ|...

Pm kisan প্রকল্পে ভয়ংকর বিপদ, সব টাকা কেটে নিবে, সতর্ক করলো পুলিশ| Pmkisan New Update

Pmkisan New Update: অনেকদিন আগে থেকেই এটিএম হ্যাক করে মানুষের বহু টাকা লুট করে নেয় নানান ধরনের হ্যাকাররা।

তবে এবার হ্যাকাররা নতুন ফাঁদ পেতেছে একটি অ্যাপের মাধ্যমে। আমরা সকলেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নামে স্কিমটির নাম শুনেছি।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Pmkisan New Update

এবার এই স্কিমের নাম করে একটি অ্যাপ বানিয়ে হ্যাকাররা নতুন প্রতারণার ফাঁদ পেতেছে। এই বিষয়েই আজকের এই আর্টিকেলে বিস্তারিত তথ্য জানাবো।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Pm Kisan Next Installment Date 2024) নামে একটি অ্যাপ বানিয়ে সেই অ্যাপের লিংক প্রতারকরা সাধারণ মানুষের ফোনে পাঠাচ্ছে। আর সাধারণ মানুষ ভাবছেন যে এই অ্যাপটি যদি ডাউনলোড করা যায় তাহলে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা টাকা সহজেই পাওয়া যাবে।

কিন্তু ওই অ্যাপটি ফোনে ডাউনলোড করলেই হবে বিপত্তি। এই বিষয়ে এবার সাধারণ মানুষকে সতর্ক করলো পুলিশের সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা (Cyber Crime Expart) ।

Pmkisan New Update

পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই কৃষক সম্মানিনিধি প্রকল্পের (Pm kisan) কথা জানতে হলে সরাসরি নিজের ব্লক অফিসে গিয়ে কথা বলুন। ফোনে এই সংক্রান্ত কোনো অ্যাপ ডাউনলোড করবেন না।

আরও পড়ুন : বাড়ির টাকা পাবার আবেদন ফর্ম জমা শুরু, এক্ষুনি ডাউনলোড করুন | Banglar Bari Application Form

প্রতারকদের পাঠানো অ্যাপের লিংকটি ক্লিক করে যদি অ্যাপটি ফোনে ডাউনলোড করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফোনে থাকা সমস্ত অ্যাপ হ্যাক হয়ে গেছে। আসলে এই অ্যাপটি হলো ওটিপি পাস করার অ্যাপ।

এই অ্যাপটি ফোনে ডাউনলোড করলে হ্যাকারদের হাতে হোয়াটসঅ্যাপের ওটিপি চলে যাবে। এর ফলে ওই প্রতারকরা সহজেই whatsappটি পরিচালনা করতে পারবে।

এছাড়াও ওই অ্যাপটি হলো মূলত ওটিপি বাইপাস অ্যাপ। মোবাইলের যতগুলি অ্যাপ রয়েছে সবগুলো ওটিপি ভেরিফিকেশন এর মাধ্যমে ফোনে ইন্সটল করা হয়। ওই সমস্ত ওটিপিগুলি হ্যাকারদের হাতে চলে যাবে এবং তারা ওই অ্যাপগুলি পরিচালনা করতে পারবে।

কাটোয়া থানার এলাকায় প্রায় ১০-১৫ জনের হোয়াটসঅ্যাপে এই ধরনের ভুয়া পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের অ্যাপের লিঙ্ক পাঠানো হয়েছে। তারা ওই অ্যাপটি ডাউনলোড না করায় প্রতারণার শিকারের হাত থেকে বেঁচে গেছেন।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন যে কিছুদিন আগে ফেসবুক হ্যাক করে সেক্স টরশন করা হচ্ছিল। প্রতারকরা যদি whatsapp হ্যাক করতে পারে তাহলে একই কায়দায় তারা প্রতারণা চালাবে।

তাই ওই ভুয়ো অ্যাপ না ইন্সটল করার পরামর্শ দিচ্ছে সাইবার বিশেষজ্ঞরা। কাটোয়া থানার ট্রাফিক ওসি তথা সাইবার বিশেষজ্ঞ স্নেহাশীষ চৌধুরী বলেছেন যে যদি কেউ এই অ্যাপ ভুল করে ডাউনলোড করে ফেলেন তাহলে সাথে সাথে আধার কার্ড নিয়ে থানায় যোগাযোগ করলে ওই অ্যাপটি ডিএক্টিভেট করে দেওয়া যাবে।

Original Pm kisan App Download Link:- CLICK HERE

আরও পড়ুন : মাসে ৩০০০ টাকা ভাতা সব কৃষকদের দিচ্ছে | অনলাইনে আবেদন করুন | PM Kisan Mandhan Yojana

আরও পড়ুন : Pmkisan মত নতুন প্রকল্প চালু, কৃষকরা অনেক সুবিধা পাবে। PM AASHA Scheme

Most Popular