Thursday, November 21, 2024
Homeটেক নিউজ২০২৫ সালের ভোটার লিস্ট প্রকাশিত হল, এইভাবে ডাউনলোড করুন

২০২৫ সালের ভোটার লিস্ট প্রকাশিত হল, এইভাবে ডাউনলোড করুন

Voter List Download 2025 West Bengal: ভোটার তালিকায় বাদ ৪.৫ লাখের বেশি নাম, সংশোধনী ১১ লাখ অতিক্রম

মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত হল রাজ্যের খসড়া ভোটার তালিকা। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, এই তালিকায় রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪৪ লক্ষ ৯২ হাজার ৪৫৩ জনে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই সংখ্যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৮ লক্ষ ৪৫ হাজার ৬৮৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৬ লক্ষ ৪৪ হাজার ৯১৭ জন।

কমিশনের প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগের ভোটার তালিকার তুলনায় এবারের খসড়া তালিকায় মোট ৪ লক্ষ ৫৬ হাজার ৮৫৪ জনের নাম বাদ দেওয়া হয়েছে। তালিকার সংশোধনের সংখ্যা রয়েছে প্রায় ১১ লক্ষ ২৭ হাজার ৮০।

তবে যেহেতু রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেই কারণে এই খসড়া তালিকায় ওই কেন্দ্রগুলোর ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়নি। এই কেন্দ্রগুলির ভোটার সংখ্যা পরে যুক্ত করা হবে।

আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার নতুন নিয়ম চালু, না মানলে টাকা বন্ধ। Lakhir Bhandar New Rules

ভোটার সংখ্যা হ্রাসের কারণ

শেষ লোকসভা নির্বাচনের আগে কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে ভোটার সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৬ জন। সেই তুলনায় এবার প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা কিছুটা কম।

তবে ছয়টি বিধানসভা কেন্দ্রের ভোটারদের সংখ্যা সংযুক্ত হলে রাজ্যের প্রকৃত ভোটার সংখ্যা জানা যাবে। একইসঙ্গে বাদ পড়া ভোটারদের মোট সংখ্যা এবং তালিকার সর্বশেষ হিসাব প্রকাশ পাবে।

তালিকা সংশোধনের কাজ

কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর পরবর্তী পর্যায়ে তালিকা সংশোধনের কাজ পুরোদমে চলবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল জেলার কর্মকর্তাদের ভোটার তালিকা নির্ভুল করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী জানুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে, যেখানে ১০০ শতাংশ নির্ভুলতা নিশ্চিত করতে কমিশন বিশেষভাবে জোর দিচ্ছে।

চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা

কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের সময় বাদে সাধারণ সময়ে ভোটার তালিকা প্রস্তুতির কাজে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

এবারের খসড়া তালিকার উপর ভিত্তি করে সংশোধন কার্যক্রম চালিয়ে, সমস্ত ভুল সংশোধন করে চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য প্রস্তুতি চলছে।

খসড়া ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন (Voter List Download 2025 West Bengal) :-

১) সবার প্রথমে এই লিংকটিতে ক্লিক করুন CLICK HERE

২) তারপর আপনার রাজ্যের নাম, জেলার নাম, বিধানসভার নাম, ভাষা সিলেক্ট করুন

৩) তাহলেই ওই বিধানসভার আন্ডারে যতগুলি বুথ রয়েছে সমস্ত বুথের নাম চলে আসবে।

৪) আপনি যেই বুথের লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেই বুথের ডানদিকে Draft Roll 2025 লেখা দেখতে পাবেন

Voter List Download 2025 West Bengal
Voter List Download 2025 West Bengal

৫) তার নিচে ডাউনলোড অপশন পাবেন সেখানে ক্লিক করলেই ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে

Voter List Download Link:- CLICK HERE

আরও পড়ুন:- সব কৃষকবন্ধুরা ফসলের টাকা পাবে, বড়ো ঘোষণা মমতার | Bangla Shasya Bima Form Fill Up 2024

আরও পড়ুন:- দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, কবে থেকে দেখুন | Duare Sarkar Date 2024

Most Popular