Thursday, December 12, 2024
Homeটেক নিউজসব কৃষকবন্ধুরা ফসলের টাকা পাবে, বড়ো ঘোষণা মমতার | Bangla Shasya Bima...

সব কৃষকবন্ধুরা ফসলের টাকা পাবে, বড়ো ঘোষণা মমতার | Bangla Shasya Bima Form Fill Up 2024

Bangla Sasya Bima Form: ঘূর্ণাবর্ত এবং ডিভিসির জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের বারটি জেলায় বন্যার জল জমেছে।

চাষের জমিতে বন্যার জল জমার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষাবাদ। ইতিমধ্যে চাষীদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

একটি চাষীও যাতে এই ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত না হয় সেই দিকে করা নজরদারি চালাচ্ছে নবান্নের আধিকারিকরা।

অতিবৃষ্টি এবং বন্যায় ক্ষয়ক্ষতি হওয়া নিয়ে গত বুধবার নবান্নে একটি বৈঠকের আয়োজন করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এছাড়াও জেলার কৃষি আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন (BSB Insurance)।

এই দিন বৈঠকে শোভন বাবু জানিয়েছেন যে জল নেমে যাওয়ার পর স্পষ্ট ভাবে বোঝা যাবে যে কত জমির ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার জল ঢোকার ফলে প্রায় পাঁচ লক্ষ জমিতে আর চাষ করা যাবে না।

সেই জমিগুলিতে বিকল্প চাষের ব্যবস্থা করতে হবে। আর সেই কারণেই সরকারের তরফ থেকে চাষীদের বীজ বন্টন করা হবে।

আগামী রবি মরশুমে আলু চাষের জন্য সারের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন যে এই ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য দুয়ারে ত্রাণের (Duare Tran) প্রকল্পের চিন্তা করছে রাজ্য সরকার (Bangla Sasya Bima Form)

আরও পড়ুন:- ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

যারা শস্য বীমার জন্য ফর্ম ফিলাপ করেছেন তারা তো টাকা পাবেই আর যে সকল মানুষেরা এখনো আবেদন জমা করতে পারেননি তাদের চিত্র দেখে সাহায্য করবে রাজ্য সরকার।

এই দুর্যোগের জন্য রাজ্যের কৃষিজ পণ্যের দাম  যাতে না বারে সেইদিকে লক্ষ্য রাখছে নবান্নের আধিকারিকরা। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন যে সুফল বাংলার স্টলের সংখ্যা আরো বাড়ানো হবে।

তবে বাজারে কয়েকটি জিনিসের দাম বাড়লেও দুধ, মাংস, শাকসবজির দাম বাড়তে দেওয়া হয়নি।

কেন্দ্রে তথ্য থেকে জানা গিয়েছে যে দিল্লী মুম্বাইয়ের তুলনায় কলকাতায় সবজির দাম অনেকটাই কম রয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে ট্যাক্স ফোর্স এর আধিকারিকরা নিয়মিত নজর রাখছে যে শাকসবজির দাম বাড়ানো হচ্ছে কিনা সেই দিকে।

কৃষকদের কাছ থেকে সবজি সরাসরি নিয়ে সুফল বাংলার স্টলে বিক্রি হচ্ছে। আজকে কলকাতার বাজারের আলুর দাম রয়েছে ৩০ থেকে ৩২ টাকা। রাজ্যে সেই দাম হয়েছে ২৬ থেকে ২৭ টাকা।

আরও পড়ুন:- বাংলা শস্য বীমা ফর্ম ফিলাপ শুরু | ফর্ম ডাউনলোড করুন | Bsb Form 2024 Pdf

কিভাবে বীমা করবেন (Bangla Shasya Bima Form Fill Up 2024) :-

বাংলা শস্য বীমা প্রকল্পে বীমা করানোর জন্য গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হয় । আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করাতে পারেন। এছাড়াও আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন

বীমা করার জন্য কি কি কাগজপত্র লাগবে?

১) ভোটার কার্ড
২) আধার কার্ড
৩) ব্যাংকের পাস বই
৪) জমির খতিয়ান অথবা পচা (সাম্প্রতিকতম) বা পাট্টা বা দলিল

৫) নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র ( নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত) ।

৬) ফসল রোপনের শংসাপত্র, সংশ্লিষ্ট ব্লক, কৃষি আধিকারিক / তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার /রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত।

বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:-  এখানে ক্লিক করুন (CLICK HERE)

Bangla Sasya Bima Form 2024 Pdf :- CLICK HERE

Official Website :- CLICK HARE

আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana

আরও পড়ুন:- এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস যোজনা | Bangla Awas Yojana

Most Popular