Best Interest Scheme In Post Office : টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে কোম্পানির থেকে ব্যাংক বা পোস্ট অফিসই সর্বাধিক নিরাপদ। পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের বিনিয়োগ করে লাভবান হতে পারেন গ্রাহকরা।
পোস্ট অফিসের স্কিমগুলির মধ্যে অন্যতম হল Post Office Monthly Income Scheme (POMIS) স্কিম। এই স্কিমটি হল সরকার-সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। যেখানে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। POMIS স্কিমের মেয়াদ হল পাঁচ বছর।
এই স্কিমে বিনিয়োগ করলে গ্রাহকরা প্রতি মাসে ৯ হাজার টাকা করে আয় করতে পারবেন। ২০২৪ সালের আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর মাসে) এই মাসিক আয় প্রকল্পে বার্ষিক সুদের পরিমাণ হল ৭.৪ শতাংশ।
পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে নূন্যতম হাজার টাকা জমা করতে পারবেন গ্রাহকরা। এই প্রকল্পে হাজার টাকার গুণিতক হিসেবে জমা করা যেতে পারে।
একজন ব্যক্তির অ্যাকাউন্টে মোট জমা করা টাকার পরিমান হল ৯ লক্ষ। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ জমা করা টাকার পরিমাপ হল ১৫ লক্ষ।
আরও পড়ুন: আজ থেকে কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু | Krishak Bandhu
পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে কেন্দ্র সরকার সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বাধিক ৯ লক্ষ টাকা জমা করার অনুমতি দেয়। ৯ লক্ষ টাকা এই স্কিমে জমা করলে প্রতি মাসে সুদ পাওয়া যায় ৫৫৫০ টাকা। অপরদিকে ১৫ লক্ষ টাকা জমা করলে মাসিক সুদের পরিমাপ দাঁড়ায় ৯২৫০ টাকা।
এই প্রকল্পের ক্ষেত্রে যদি গ্রাহকদের প্রিম্যাচিউর করার প্রয়োজন হয় তাহলে এক বছর পর তারা টাকা তুলতে পারবেন। প্রি-ম্যাচিউর ক্লোজারের ক্ষেত্রে পেনাল্টি দেওয়া বাধ্যতামূলক।
Best Interest Scheme In Post Office
প্রতি মাসে কত টাকা আসবে
1) বার্ষিক সুদের হার: ৭.৪%
2) একক অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ- ৯ লাখ টাকা
3) যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ: ১৫ লাখ টাকা
4) বার্ষিক সুদের পরিমাণ: ১,১১,০০০ টাকা
5) মাসিক সুদের পরিমাণ: ৯২৫০ টাকা
কিভাবে আবেদন করবেন :-
এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কে আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে
আরও পড়ুন: ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb New Scheme 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |