Saturday, December 14, 2024
Homeপ্রকল্পমুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb...

মুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb New Scheme 2024

Wb New Scheme 2024: পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য দারুন খুশির খবর ।রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্প চালু করা হলো। যেই প্রকল্পে দেওয়া হবে ৫০০০, ১০০০০ টাকা । রাজ্য সরকার বর্তমানে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করে রেখেছে।

বিশেষ করে রাজ্যের মহিলাদের উন্নয়নের দিকে নজর রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার এছাড়াও একাধিক প্রকল্প চালু করেছে। তবে এবার আরো একটি দুর্দান্ত উদ্যোগ নিল রাজ্য সরকার।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এর ফলে সাধারণ মানুষেরা ৫০০০, ১০০০০ টাকা পাবেন । এই টাকা কারা পাবে, কি কাগজ লাগবে, কিসের জন্য দেওয়া হবে বিস্তারিত দেখুন আজকের এই প্রতিবেদনে।

কারা এই টাকা পাবে:-

পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় প্রকল্প যদি কোনো থেকে থাকে সেটি হল লক্ষীর ভান্ডার প্রকল্প । এই প্রকল্পে আপনারা জানেন জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলাদেরকে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হয় ।

এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলাদেরকে মাসে ১২০০ টাকা দেয়া হয়। এবার রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে সমাজের এক শ্রেণীর মানুষদের ৫০০০ টাকা  এবং ১০০০০ দেওয়া হবে ।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে রাজ্যের তাঁত শিল্পী এবং তন্তুজীবীদের জন্য ৫০০০,১০০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে ।


আরও পড়ুন:-
Lakhir Bhandar Online Application : লক্ষীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা, পুজোর পরেই চমক আসছে

জানা যাচ্ছে যে তাঁতি এবং তন্তুজীবীদের জন্য এই প্রকল্প খাতে ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এছাড়াও তাঁতিদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নানান সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে।

যেমন এককালীন কো-অপারেটিভ ব্যাংকের ঋণ মুক্তি, সুতো কেনার জন্য ১০% অবধি ছাড়, এছাড়াও এক লক্ষ দশ হাজার টাকা অবধি আর্থিক সাহায্য, তাঁতের ঘর মেরামত, তাঁত সরঞ্জাম কেনার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা ইত্যাদি।

এর মধ্যে তাঁতের ঘর মেরামত করার জন্য এককালীন ৫০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে  এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য ১০০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে । সাথে ৬০ বছরের মধ্যে কোন তাঁত শিল্পী বা তাঁত শিল্পের সঙ্গে জড়িত কোন ব্যক্তি মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

আবেদন করতে কি কি কাগজ লাগবে (Wb New Scheme 2024):-

১) আধার কার্ড
২) ভোটার কার্ড
৩) প্যান কার্ড
৪) ব্যাংক একাউন্ট
৫) তাঁত শিল্পীর পরিচয় পত্র

আবেদনের ফর্ম কোথায় পাবেন :-

এই টাকা পাওয়ার জন্য আবেদনপত্র BDO অফিস থেকে সংগ্রহ করতে হবে ।

কোথায় আবেদন জমা করতে হবে:-
এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদনপত্র BDO অফিসে জমা করতে হবে ।

ফর্ম ডাউনলোড করার লিংক:- CLICK HERE

অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE


আরও পড়ুন:-
Lakhir Bhandar: ১০০০,১২০০ টাকা এবার থেকে মহিলারা পাবে


আরও পড়ুন:-
৩৩০০০ শূন্য পদে ICDS পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু| Icds Admit Card 2024

Most Popular