Friday, March 14, 2025
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পসবাই পাবে ১০০০০ টাকা, সরকারের নতুন প্রকল্প চালু

সবাই পাবে ১০০০০ টাকা, সরকারের নতুন প্রকল্প চালু

Best Business Loan In India: আধার কার্ডে ৫০ হাজার টাকা লোন, জেনে নিন স্বনিধি যোজনার বিস্তারিত!

আপনার যদি হঠাৎ অর্থের প্রয়োজন হয় এবং কোনও সহজ উপায়ে লোন নিতে চান, তবে আধার কার্ডই হতে পারে আপনার সমস্যা সমাধানের চাবিকাঠি।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই ₹২,৫০,০০০ পর্যন্ত লোন নেওয়া সম্ভব।

কোভিড-১৯ অতিমারির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও রাস্তার ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে ২০২০ সালে এই প্রকল্পটি চালু করেছিল কেন্দ্রীয় সরকার।

Best Business Loan In India

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা কাকে বলে (Pm Svanidhi Loan) ?

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা হলো এমন একটি আর্থিক সহায়তা প্রকল্প যার মাধ্যমে রাস্তার ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারেন।

এই প্রকল্পের মাধ্যমে কোনও গ্যারান্টি ছাড়াই লোন দেওয়া হয়। ব্যবসার প্রয়োজন অনুযায়ী সময়মতো লোন পরিশোধ করলে বড় অঙ্কের ঋণও পাওয়া যায়।

আরও পড়ুন:- কৃষকবন্ধুদের টাকা বাড়ানো হল, ৫৬৫০ টাকা সব কৃষকরা পাবে

এই প্রকল্পের সুবিধাসমূহ

লোনের প্রথম ধাপ: শুরুতে ₹১০,০০০ পর্যন্ত লোন দেওয়া হয়।

পরবর্তী ধাপের সুবিধা: প্রথম লোন পরিশোধের পর ₹২,২০,০০০ পর্যন্ত লোন পাওয়া যায়।

তৃতীয় ধাপে সর্বোচ্চ লোন: সফলভাবে দ্বিতীয় ধাপের লোন শোধ করলে সর্বোচ্চ ₹২,৫০,০০০ পর্যন্ত লোন পাওয়া সম্ভব (Best Business Loan Bank)।

লোন শর্তাবলী

লোন ১২ মাসের কিস্তিতে শোধ করতে হয়।

আধার কার্ড এবং মোবাইল নম্বর অবশ্যই একে অপরের সঙ্গে লিঙ্ক থাকতে হবে।

যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় আবেদন করতে হলে আপনাকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে এবং নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে:

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক।

স্থানীয় পৌরসভার সুপারিশপত্র প্রয়োজন।

আবেদন করা যাবে প্রধানমন্ত্রীর স্বনিধি পোর্টাল বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) থেকে।

সুদহার

প্রাপ্ত লোনের সুদহার নির্ভর করে সংশ্লিষ্ট ঋণ প্রদানকারী সংস্থার উপর। এটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত হয়।

আপনার ব্যবসার আর্থিক উন্নতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা একটি কার্যকরী এবং সহজলভ্য পদ্ধতি।

শুধু আধার কার্ড ব্যবহার করে আপনি এই লোন পেতে পারেন এবং সময়মতো পরিশোধ করে আরও বড় অঙ্কের লোন নেওয়ার সুযোগ পাবেন। সঠিক সময়ে এই সুবিধা গ্রহণ করুন এবং আপনার ব্যবসার বিকাশে আরও এক ধাপ এগিয়ে যান।

Pm Svanidhi Loan Apply Online : CLICK HERE

আরও পড়ুন:- রোজভ্যালির টাকা ব্যাংকে দেওয়া শুরু | Rose Valley Refund Online

আরও পড়ুন:- মাসে ৯২৫০ টাকা পাবেন, নতুন প্রকল্প চালু সরকারের

Most Popular