Duare Sarkar Camp 2025: পশ্চিমবঙ্গে আবারো নবম দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে ।
এই ক্যাম্পে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রকল্পে আবেদন করতে পারবেন । আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করাতে পারবেন ।
এবার দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে, কি কি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন, আপনাদের এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে কখন বসবে সমস্ত কিছু কিভাবে চেক করবেন আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব
Duare Sarkar Camp 2025
এবারে দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে:-
১৬ ই জানুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের সময়সূচী ।
এই বছর অর্থাৎ ২০২৫ সালের দুয়ারে সরকার ক্যাম্প হবে ২৪ শে জানুয়ারি থেকে ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত ।
আরও পড়ুন:- ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল
কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন:-
আমরা নিচে সম্পূর্ণ লিস্ট দেখিয়ে দিচ্ছি এবারের ক্যাম্পে ৩৭ টি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন ।


আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে কিভাবে চেক করবেন:-
১) সবার প্রথম আপনারা গুগলে এসে সার্চ করুন https://ds.wb.gov.in/
২) তারপর ফাইন্ড ইউর ক্যাম্প (Find Your Camp) অপশনে ক্লিক করুন

৩) তারপর আপনার জেলার নাম, ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম বসান

৪) তাহলে আপনাকে আপনার এলাকায় কবে ক্যাম্প হবে লিস্ট দেখিয়ে দেবে।

আরও পড়ুন:- জানুয়ারি মাসে বস্তা ভর্তি রেশন, কোন কার্ডে কত রেশন দেখুন
আরও পড়ুন:- সব কৃষকরা ৬০০০ টাকা পাবে, কৃষক কার্ড চালু হল
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |