Wednesday, March 12, 2025
Homeটেক নিউজভোটার কার্ডের নাম্বার পাল্টে যাবে এবার, নতুন নাম্বার দিবে

ভোটার কার্ডের নাম্বার পাল্টে যাবে এবার, নতুন নাম্বার দিবে

Voter Card New Update: ভোটার কার্ডে সিরিজ বিভ্রাট নিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা শুরু হয়েছিলো।

তবে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে ভোটের কার্ডে সিরিজ বিভ্রাটের সংশোধন শুরু হয়ে গেছে। ভোটার তালিকা নিয়ে জেলা প্রশাসনের উপর রীতিমতো চাপ বেড়ে গেছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি জেলা প্রশাসনিক নির্বাচনী দপ্তরগুলিতে সাধারণ মানুষের ভিড় ক্রমশ বেড়েছে কারণ ভোটার কার্ডের সিরিজ বিভ্রাট।

Voter Card New Update

তবে প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী ভোটার কার্ডের নম্বরের গোড়ায় থাকা তিন অক্ষরের সিরিজ বিভ্রাটের সংশোধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।

যাদের এই জাতীয় সমস্যা ধরা পড়েছে জেলা প্রশাসন তাদের নামের তালিকা‌ও প্রস্তুত করে ফেলেছে। সংশ্লিষ্ট ব্যাখ্যায় ভোটার কার্ডে থাকা নম্বরের প্রথম তিনটি অক্ষর দিয়েছে।

আসলে একটি বিধানসভার জন্য একটি সিরিজ‌ই কার্যকর থাকে যার ভিত্তিতে ভোটার কার্ডের বাকি নম্বর পান ভোটাররা।

এখন সিরিজ বিভ্রাটের ক্ষেত্রে অভিযোগ এই যে রাজ্যের কোন‌ও বিধানসভার সিরিজের সঙ্গে অন্য রাজ্যের কোন‌ও এলাকার সিরিজ হয়ত মিলে যাচ্ছে।

প্রশাসনিক সূত্রের তরফ থেকে করা বক্তব্য অনুযায়ী এই সিরিজ বিভ্রাটের থেকেই জন্ম নিয়েছে ‌ভোটার তালিকায় জল থাকার বিতর্কটি। এরফলে এই একটি ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ক্রমশ বেড়েই চলেছে।

জেলা প্রশাসনিক কর্তারা বলছেন এক অংশের মানুষ তাদের কাছে এই বিষয়ক অভিযোগ আনছেন ও তার ভিত্তিতে তৈরি হচ্ছে তালিকা। এই তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে ও তারপর কমিশন তা থেকে উপযুক্ত পদক্ষেপ করবেন।

আরও পড়ুন:- সব চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে, নামের লিস্ট ডাউনলোড করুন

এক জেলা কর্তার কথা অনুযায়ী এই বিভ্রান্তির ফলে ভোটারের ভোটাধিকার বিকৃত হওয়ার কোন‌ওরকম আশঙ্কা নেই। কমিশন নতুন পদ্ধতিতে এই সংশোধন করবে বলেই মনে করা হচ্ছে। তবে যাদের কার্ডে ভুল ধরা পড়ছে তারা হয়ত নতুন ভোটার কার্ড নম্বর পাবেন।

সংশ্লিষ্ট মহল এই বিষয়ে জানাচ্ছেন যে আগে একটি রাজ্যে নির্দিষ্ট সিরিজ নির্ধারিত থাকত, কোন সময় সফটওয়্যারের সমস্যার কারণে হয়ত কয়েকটি রাজ্যের সিরিজ একসঙ্গে মিলে যায় সেই থেকেই এই সমস্যা হয়েছে।

দিল্লির নির্বাচন সদনের তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, পদ্ধতি সংশোধন ছাড়াও ইউনিক নম্বর দেওয়া হবে। কমিশনের এক কর্তার কথা অনুযায়ী ২৯৪ টি সিরিজ ‌ই পৃথক।‌

সেটার সঙ্গে অন্য কোথাও থাকা সিরিজ মিলে যেতে পারে। তবে নির্বাচন সদন সংশোধনমূলক পদক্ষেপের কথা জানিয়েছে।

এক‌ই সঙ্গে ওই কর্তা আশ্বাস দেন যে, সিরিজ মিললেও পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার এক হবে না ফলে একের ভোট অন্য কেউ দিয়ে যাচ্ছেন কার্যক্ষেত্রে তা সম্ভবপর নয়।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মঙ্গলবার নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন।

তিনি নির্দেশ দেন যে সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে ও জেলা নির্বাচনী আধিকারিক জেলা শাসক ও মুখ্য নির্বাচন আধিকারিককে বুথ লেভেল অফিসারদেরও যথাযথ প্রশিক্ষণ দিতে হবে‌। এই নির্দেশ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- ব্যাংকের নতুন নিয়ম চালু, সবাই পাবে ১০০০০ টাকা!

আরও পড়ুন:- মাসে ৯২৫০ টাকা পাবেন, নতুন প্রকল্প চালু সরকারের

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular